জ্ঞানপীঠ পুরস্কারে কবি শঙ্খ ঘোষ
২০১৬ সালের জ্ঞানপীঠ পুরস্কার পেতে চলেছেন শঙ্খ ঘোষ। ৮৪ বছর বয়সী কবি এর আগে পদ্মভূষণ হন ২০১১ সালে। পেয়েছেন দেশিকোত্তম, রবীন্দ্র পুরস্কার-সহ আরও বহু সম্মান। শঙ্খ ঘোষের আগে মাত্র পাঁচজন বাঙালি সাহিত্যিক জ্ঞানপীঠ পেয়েছেন।
১৯৬৫ সাল থেকে ভারতীয় সাহিত্যে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দিয়ে আসছে ভারতীয় জ্ঞানপীঠ। প্রথম বার পুরস্কার পান মালয়ালি কবি জি শঙ্কর কুরুপ। দ্বিতীয় বছর অর্থাত্ ১৯৬৬ সালে জ্ঞানপীঠ পান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ১৯৭১-এ দ্বিতীয় বাঙালি সাহিত্যিক হিসেবে পুরস্কার পান বিষ্ণু দে। ১৯৭৬ সালে আশাপূর্ণা দেবী। তিনিই জ্ঞানপীঠ জয়ী প্রথম মহিলা সাহিত্যিক। তার পর ১৯৯০ সালে পুরস্কৃত হন সুভাষ মুখোপাধ্যায়। ১৯৯৬ সালে মহাশ্বেতা দেবী। তার দীর্ঘ ২০ বছর পর জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন কোনও বাঙালি লেখক। জ্ঞানপীঠের বর্তমান পুরস্কার মূল্য ১১ লক্ষ টাকা।
আরও পড়ুন- আদত আদলে অচেনা হয়ে উঠছে মহাকরণ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy