Advertisement
২১ মে ২০২৪
Nawsad Siddique

Pesidential Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন না বিধায়ক নওসাদ

এনডিএ এ বার প্রার্থী করেছে দ্রৌপদী মুর্মুকে। আর বিরোধী দলগুলির সম্মিলিত প্রার্থী যশবন্ত সিন্হা।

নওশাদউদ্দিন সিদ্দিকী।

নওশাদউদ্দিন সিদ্দিকী। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২২ ০৬:০১
Share: Save:

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকতে চলেছেন এ রাজ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) একমাত্র বিধায়ক নওশাদউদ্দিন সিদ্দিকী। রাষ্ট্রপতি পদে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এ বার প্রার্থী করেছে দ্রৌপদী মুর্মুকে। আর বিরোধী দলগুলির সম্মিলিত প্রার্থী যশবন্ত সিন্হা। বিরোধী দলগুলির জোটে সিপিএম তথা বামেরাও আছে। আইএসএফের চেয়ারম্যান নওসাদ বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন বামেদের সমর্থনেই। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের প্রেক্ষিতে বিধায়ক নওসাদের বক্তব্য, ‘‘বিজেপির থেকে আমরা সব রকম ভাবে দূরত্ব রাখতে চাই। তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবেও সংস্রব রাখতে চাই না। এনডিএ-র প্রার্থীকে তো সমর্থনের প্রশ্ন ওঠেই না। অন্য দিকে, যশবন্ত বাবরি মসজিদ ধ্বংসের সময়ে ওই ঘটনা সমর্থন করেছিলেন। গুজরাতের হিংসার পরেও নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছিলেন। অন্য বিরোধীরা যা-ই ঠিক করুক, এমন প্রার্থীকে সমর্থন করাও আমাদের পক্ষে সম্ভব নয়।’’ এই কারণেই ভোটে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন ভাঙড়ের বিধায়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE