—প্রতীকী চিত্র।
তিন মাস আগে প্রস্তুতি শুরু করেও প্রার্থী তালিকা নিয়ে শাসকদলের অন্দরের ক্ষোভ সামনে চলে এসেছে আগেই। ১১ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী কে হবেন, তা নিয়ে নিজেদের মধ্যে দীর্ঘ টানাপড়েনও চলছিল। তৃণমূল সূত্রের খবর, সেই জন্য শুধু ১১ নম্বর ওয়ার্ডে ঘোষিত প্রার্থীকে বাদ দিয়ে ১৯ জুলাই ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেয়। সোমবার মনোনয়ন জমার শেষ দিনে ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা পড়ল।
বহু দিন ধরেই জল্পনা ছিল ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিদায়ী পুরপ্রধান রাজেন্দ্রপ্রসাদ সিংহয়ের স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কিন্তু সমস্ত জল্পনাকে উড়িয়ে ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল পূর্ব ঘোষিত প্রার্থী আয়েষা সিদ্দিকি মনোনয়ন জমা করেন। অসুস্থতার জন্যেই মনোনয়ন জমা করতে দেরি বলে জানিয়েছেন ভোট পরিচালনা কমিটির চেয়ারম্যান, নলহাটি বিধায়ক মইনুদ্দিন শামস।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৭ জুলাই থেকে ২৪ জুলাই— নলহাটি পুরসভা নির্বাচনে ১৬টি ওয়ার্ডে মোট ৫৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে তৃণমূল ১৬, সিপিএম ৫, ফরওয়ার্ড ব্লক ৩, বিজেপি ১৭, কংগ্রেস ১০ এবং নির্দলের ছ’জন রয়েছেন। ১১ এবং ১৩ এই দুই ওয়ার্ডে কংগ্রেসের তরফে একটি করে মনোনয়ন বেশি জমা করানো হয়েছে। প্রার্থী নিয়ে অসন্তোষের জেরেই এমনটা হয়ে থাকতে পারে বলে অনেকের অনুমান। ৪ নম্বর ওয়ার্ডে বিজেপির দু’জন প্রার্থী মনোনয়ন জমা করেছেন। আজ, মঙ্গলবার মনোনয়নের স্ক্রুটিনি হওয়ার কথা। ২৭ জুলাই মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য হয়েছে।
এ দিন নলহাটির ভোট পরিচালনা-সহ একাধিক বিষয়ে বোলপুরে দলের কার্যালয়ে জেলা স্তরের একটি বৈঠক করেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানে নানা বিষয়ে একগুচ্ছ সিদ্ধান্ত হয়। নলহাটির জয়ের ব্যাপারে প্রত্যয়ী বলেও জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy