Advertisement
১৯ মে ২০২৪

রক্ষা পেল ৬টি মদের দোকান

মঙ্গলবার পূর্ত দফতর রাজ্যের বিভিন্ন জেলার জন্য যে তালিকা প্রকাশ করেছে সেই মোতাবেক দুই জেলায় মোট ৬টি মদের দোকান রক্ষা পাচ্ছে। পুরুলিয়ায় রয়েছে ঝালদার দু’টি দোকান। বাঁকুড়ায় রক্ষা পেল ৪টি দোকান।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া ও বাঁকুড়া শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০০:০০
Share: Save:

মঙ্গলবার পূর্ত দফতর রাজ্যের বিভিন্ন জেলার জন্য যে তালিকা প্রকাশ করেছে সেই মোতাবেক দুই জেলায় মোট ৬টি মদের দোকান রক্ষা পাচ্ছে। পুরুলিয়ায় রয়েছে ঝালদার দু’টি দোকান। বাঁকুড়ায় রক্ষা পেল ৪টি দোকান।

জাতীয় ও রাজ্য সড়কের ৫০০ মিটারের মধ্যে থাকা সমস্ত মদের দোকানই বন্ধ হয়ে গিয়েছে আদালতের নির্দেশে। জেলা আবগারি দফতরের সুপারিন্টেন্ডেন্ট সিদ্ধার্থ সেন জানান, জেলায় ৯২টি দোকান এই নির্দেশের জেরে বন্ধ হয়েছিল। কিন্তু তালিকায় ঝালদা পুরএলাকা ও সালদা খাল ব্রিজের মাঝে ৮১০ মিটার রাস্তাকে ছাড় দেওয়া হয়েছে। ওই রাস্তায় চারটি মদের দোকান রয়েছে। দু’টি রক্ষা পেয়েছে। মাপজোক করে অন্য দু’টির বরাত ঠিক করা হচ্ছে।

হাইকোর্টের নির্দেশে বাঁকুড়ায় প্রায় একশোটি মদের দোকান বন্ধ হয়েছিল। সাম্প্রতিক নির্দেশে বাঁকুড়ায় ৮ নম্বর রাজ্য সড়কে মাচানতলা মোড় থেকে কাটজুড়ি ডাঙা পর্যন্ত এলাকাকে ছাড় দেওয়া হয়েছে। ওই এলাকায় দু’টি মদের দোকান রয়েছে। ওই সড়কেই বিষ্ণুপুরের হাতিপুল থেকে কাটানধার মোড় পর্যন্ত ছাড় মিলেছে। ওই রাস্তাতেও রয়েছে দু’টি বার। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে সোনামুখী পুরসভার লাইফেলা মোড় থেকে শীতলজোড় পর্যন্ত তিন কিলোমিটার রাস্তাও যাতে ছা়ড় দেওয়া হয় তার জন্য জেলা আবগারি দফতর থেকে রাজ্যে আবেদন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানা যায়নি।

পুরুলিয়ার আবগারি দফতরের সুপারিন্টেন্ডেন্ট সিদ্ধার্থবাবু জানান, যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে ২০ হাজার বা তার কম জনসংখ্যা রয়েছে সেই এলাকায় কোনও মদের দোকান থাকলে তার জন্য দূরত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছে ২২০ মিটার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

liquor shops Roadside
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE