Advertisement
২২ মে ২০২৪
Anubrata Mondal

গেরুয়া আবির, চড়াম চড়াম ঢাকের বোল! কেষ্টর দিল্লিযাত্রা উদ্‌যাপন বীরভূম জেলা বিজেপির

অনুব্রতকে ইডি দিল্লি নিয়ে গিয়েছে। তার পরেই বীরভূম বিজেপি পথে নেমে আনন্দপ্রকাশ করতে শুরু করেছে। ‘চড়াম চড়াম’ শব্দে ঢাক বাজিয়ে গুড়, বাতাসা বিলি করছেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা।

BJP holi celebration

বীরভূমের বিভিন্ন জায়গায় গেরুয়া আবির নিয়ে পথে বিজেপির নেতাকর্মীরা। — ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৩ ১২:৫৩
Share: Save:

বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। তার পরেই আনন্দে মেতে পথে নেমে আবির খেললেন বীরভূম জেলার বিজেপি নেতা, কর্মীরা। ঢাক বাজিয়ে, গেরুয়া আবির উড়িয়ে, গুড় এবং বাতাসা বিলি করা হচ্ছে বীরভূম জেলার বিভিন্ন জায়গায়। স্থানীয় বিজেপি নেতাদের হুঁশিয়ারি, আগামী দিনে আরও নেতা, মন্ত্রীর ঠাঁই হবে জেলে। যদিও বিজেপির কেষ্টর দিল্লিযাত্রা উদ্‌যাপনকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।

জেলা বিজেপির তরফ থেকে বীরভূমের বিভিন্ন জায়গায় অনুব্রতের দিল্লিযাত্রা নিয়ে শুরু হয়েছে ‘হোলি সেলিব্রেশন’। বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার দাবি, ধর্মের কল বাতাসে নড়ে। তাই অনুব্রতের আজ এই অবস্থা। তিনি বলেন, ‘‘চড়াম চড়াম ঢাক আর বীরভূমে বাজবে না, আমরাই শেষ বার বাজিয়ে দেব। গুড়, বাতাসা খেতে খেতে সেই বাজনা শুনবেন সকলে। আজ বীরভূমে একটাই সুর, আহা কী আনন্দ আকাশে, বাতাসে! বীরভূমের মানুষ গণতন্ত্র ফিরে পাবেন। রাস্তায় আর উন্নয়ন দাঁড়িয়ে থাকবে না। কোথাও আর ভোট লুট হবে না। যাঁরা গুন্ডামি করতে চাইবেন তাঁরা কেষ্ট মণ্ডলের অবস্থা দেখুন। আজকের আবির খেলা হল, রং দে তু মুঝে গেরুয়া। গেরুয়া রং আমাদের সবার মনে রয়েছে। সেই গেরুয়া রংই বীরভূমের আকাশে, বাতাসে ভাসছে।’’ বিকেলে চড়াম চড়াম শব্দে ঢাক বাজিয়ে এলাকা পরিক্রমা হবে বলেও জানা গিয়েছে। ঘটনাচক্রে, দোলের দিন সকালে আসানসোল জেল থেকে কেষ্টকে বার করে কলকাতা, তার পর দিল্লি নিয়ে যাওয়া হয়। আসানসোল সংশোধনাগার থেকে কেষ্টর গাড়ি বেরোতেই স্থানীয় বিজেপি নেতাকর্মীরা গোটা এলাকা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেন।

যদিও বিজেপির আবির খেলাকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। বীরভূমের তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা এ সব নিয়ে ভাবছি না। বিজেপি এ রকম অনেক সার্কাস করবে। আমরা মানুষের উন্নয়ন নিয়ে ব্যস্ত। তার জবাব নির্বাচনে বিজেপি পেয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anubrata Mondal BJP Celebration Holi ED TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE