সুজিত অগস্তি। নিজস্ব চিত্র
বিজেপির বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বদল হল। প্রায় এক বছর ধরে ওই পদে ছিলেন হরকালী প্রতিহার। রবিবার দায়িত্ব পেয়েছেন সুজিত অগস্তি। এত দিন তিনি দলের ঝাড়খণ্ডের পর্যবেক্ষক ছিলেন। রাজ্য নেতৃত্বের নির্দেশেই এই রদবদল বলে জানানো হয়েছে।
হরকালী প্রতিহারকে দায়িত্ব থেকে সরানো নিয়ে দলের নিচুতলার কর্মীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। তবে হরকালীবাবু বলেন, ‘‘রাজ্য বিজেপির সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। নেতৃত্ব নিশ্চয় ভাল কিছু বুঝেছেন। নতুন সভাপতিকেও স্বাগত জানাই।’’
নতুন সভাপতি সুজিত অগস্তি বলেন, “১৯৯০ সাল থেকে বিজেপির এক জন সৈনিক হিসেবেই কাজ করে আসছি। ঝাড়খণ্ডের পর্যবেক্ষক ছিলাম। এ বার বিষ্ণুপুরের সভাপতির দায়িত্ব পেয়েছি। সবাইকে সঙ্গে নিয়েই চলব।’’
কটাক্ষ শোনা গিয়েছে তৃণমূল শিবির থেকে। বাঁকুড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান শুভাশিস বটব্যাল বলেন, “দু’দিন অন্তর পদে পরিবর্তন করে মানুষের মন থেকে তৃণমূলকে সরানো সম্ভব নয়। নির্বাচনের আগে আরও কত পরিবর্তন দেখতে হবে, কে জানে!”
বিজেপির বিদায়ী সভাপতি হরকালীবাবু বলেন, ‘‘কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই কাজ করব। আমাদের একমাত্র লক্ষ্য, তৃণমূলকে রাজ্যছাড়া করা।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy