Advertisement
১৯ মে ২০২৪

টুকরো খবর

নিকাশি নালা করতে গিয়ে অপটিক্যাল ফাইবার ছিঁড়ে বিপর্যস্ত হয়ে পড়ল সিউড়ি শহরের বিএসএনএলের ইন্টারনেট পরিষেবা। তার জের পড়ল শহরের সর্বত্র। লিজ লাইন ছিঁড়ে যাওয়ায় বেশ কয়েকটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক, বিমা অফিসে ইন্টারনেট লিঙ্ক নেই। দিন তিনেক ধরে কোনও পরিষেবা পাচ্ছেন না গ্রাহকেরা। প্রসঙ্গত সিউড়ি শহরের মূল রাস্তার একদিকে নিকাশি নালা তৈরির কাজ চলছে। ঠিকাদার সংস্থা মাটি কাটার যন্ত্র লাগিয়ে মাটি কাটার সময় অপটিক্যাল ফাইবার ছিঁড়ে ফেলায় বিপত্তি।

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ০১:১০
Share: Save:

তার ছিঁড়ে বিপর্যস্ত বিএসএনএল

নিজস্ব সংবাদদাতা • সিউড়ি

নিকাশি নালা করতে গিয়ে অপটিক্যাল ফাইবার ছিঁড়ে বিপর্যস্ত হয়ে পড়ল সিউড়ি শহরের বিএসএনএলের ইন্টারনেট পরিষেবা। তার জের পড়ল শহরের সর্বত্র। লিজ লাইন ছিঁড়ে যাওয়ায় বেশ কয়েকটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক, বিমা অফিসে ইন্টারনেট লিঙ্ক নেই। দিন তিনেক ধরে কোনও পরিষেবা পাচ্ছেন না গ্রাহকেরা। প্রসঙ্গত সিউড়ি শহরের মূল রাস্তার একদিকে নিকাশি নালা তৈরির কাজ চলছে। ঠিকাদার সংস্থা মাটি কাটার যন্ত্র লাগিয়ে মাটি কাটার সময় অপটিক্যাল ফাইবার ছিঁড়ে ফেলায় বিপত্তি। একটি ব্যাঙ্কের ম্যানেজার বলেন, “মাসের প্রথমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বেতন পেনশনের মত গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়ার কথা। কিন্তু তা দেওয়া যাচ্ছে না। অহেতুক ঘুরতে হচ্ছে গ্রাহকদের। কিন্তু ঠিক কবে থেকে পরিষেবা স্বাভাবিক হবে তা জানি না।” বিএসএনএলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যন্ত্র দিয়ে মাটি কাটার জন্যই কেবল ছিঁড়েছে। পরিষেবা স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি। ইতিমধ্যেই নতুন কেবল দেওয়া হয়েছে।” সিউড়ি পুরসভার পুরপ্রধান উজ্বল মুখোপাধ্যায় বলেন, “এতটা নিকাশি নালা, শ্রমিক লাগিয়ে খুঁড়তে গেলে সময় আরও বেশি লাগত। তাই ঠিকাদার সংস্থা যন্ত্র ব্যবহার করছে। তবে ইচ্ছাকৃত ঘটনাটি ঘটেনি। পরিষেবা যাতে স্বভাবিক হয়, সেজন্য সংশ্লিষ্ট দফতরকে অনুরোধ করা হয়েছে।”

পরিষেবার উন্নতির দাবি

নিজস্ব সংবাদদাতা • ছাতনা

পাঁচটি গ্রামের মানুষের ভরসা একটি উপস্বাস্থ্যকেন্দ্র। সেখানেও আবার পরিকাঠামো বলে কিছুই নেই। অবিলম্বে পরিকাঠামোর উন্নতি করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উন্নীত করার দাবি তুলল বিজেপি। ছাতনার শালচূড়া উপস্বাস্থ্যকেন্দ্রে এই দাবিতে বৃহস্পতিবার স্মারকলিপি দিয়ে ধর্না আন্দোলনে নামলেন বিজেপি কর্মীরা। ছাতনা-২ সাংগঠনিক ব্লকের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর কুণ্ডু ও বিজেপির জেলা কমিটির সদস্য অশোক বিদ জানান, চিনাবাড়ি, জামতোড়া, শালদিহা, মেটালা ও তেঘরি গ্রামের কয়েক হাজার মানুষ শালচূড়া উপস্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভর। কিন্তু পরিকাঠামো নেই। দুপুরে একজন ডাক্তার ঘণ্টা দু’য়েকের জন্য থাকেন। শয্যা নেই। তাই জরুরি পরিষেবার জন্য ১৮ কিলোমিটার দূরে সরবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা প্রায় ৩০ কিলোমিটার দূরে বাঁকুড়া মেডিক্যাল ছাড়া গতি নেই তাঁদের। বিজেপির দাবি, অন্তত ১০টি শয্যা রাখতে হবে, নিয়মিত ডাক্তার ও নার্স উপস্থিত থাকতে হবে, উপস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উন্নীত করতে হবে। বিজেপির দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক।

প্রয়াত স্বামী মহানন্দ

নিজস্ব সংবাদদাতা • সিউড়ি

প্রয়াত হলেন সিউড়ি রামকৃষ্ণ আশ্রম সমূহের শীর্ষ সেবক তথা বিশিষ্ট শিক্ষাবিদ স্বামী মহানন্দ। বহস্পতিবার ভোরে সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্য হয় তাঁর। মত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। দিন তিনেক ধরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে নার্সিংহোমে ভর্তি ছিলেন। সিউড়ি রামকৃষ্ণ আশ্রম সূত্রের খবর, স্বামী মহানন্দর কর্মজীবন শুরু সিউড়ি রামকৃষ্ণ বিদ্যাপীঠের প্রাথমিক শিক্ষক হিসাবে। পরে বিদ্যাপীঠের উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষকতা এবং তারও পরে সাঁইথিয়া অভেদানন্দ কলেজে অধ্যাপনা করে কর্মজীবন থেকে অবসর নিয়েছিলেন। পড়াশুনার প্রতি তাঁর প্রগাঢ় অনুরাগ ছিল। ভারতীয় আধ্যাত্মবাদ ও রবীন্দ্রনাথ নিয়ে গবেষণাও করেছিলেন। ব্রাহ্মসমাজ ও শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে তাঁর বিশেষ কাজ রয়েছে। এই সমস্ত বিষয়ের উপর রয়েছে গ্রন্থও।

আগুনে ভস্মীভূত দশটি খড়ের বাড়ি

নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল

আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল দশটি খড়ের ছাউনি বাড়ি। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ খয়রাশোলের কৃষ্ণপুরগ্রামের বাউড়ি পাড়ার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে, এমন সময় হঠাৎ-ই ওই পাড়ার বাসিন্দা সাধু বাউড়ির বাড়িতে প্রথমে আগুন লাগে। সেখান থেকে একে একে আগুন ছড়িয়ে পড়ে পড়শি বাঁকাশ্যাম, রমেশ প্রকাশ, কাবুল, বাবলু বাউড়িদের বাড়িগুলিতেও। এক সঙ্গে এতগুলি বাড়িতে আগুন লাগায় প্রথমে কিছুটা দিশেহারা হয়ে পড়েন পরিবারে লোকজন। বাড়িগুলি জ্বলতে দেখে আগুন নেভাতে ছুটে আসেন প্রতিবেশিরা। ঘণ্টা দু’য়েক পরে সিউড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই অবশ্য আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছিলেন বাসিন্দারা। তবে, বাড়িগুলিকে বাঁচানো যায়নি। বধূ মালা বাউড়ি, জ্যোৎস্না বাউড়ি, শীতলা বাউড়ি, লতা বাউড়িরা বললেন, “কেউ কোনও জিনিস বাড়ি থেকে বের করে আনার সুযোগই পাইনি। চাল, টাকা, জিনিসপত্র, বাচ্চাদের পড়ার বই সবই পুড়ে গিয়েছে। শুধু গায়ের কাপড়টুকু বেঁচেছে।” বৃহস্পতিবার সকালেই ত্রাণ নিয়ে গ্রামে পৌঁছন খয়রাশোলের যুগ্ম বিডিও অভিষেক মিশ্র এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর। যুগ্ম বিডিও বলেন, “প্রয়োজনীয় ত্রাণ দেওয়ার পাশাপাশি বাড়ি তৈরিতে সাহায্য করার জন্য যে আবেদন পত্র নেওয়া হয়, এ দিন সেগুলিও নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “এখানে এসে জেনেছি রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে ছিল।”

কর্মসংস্থানের দাবি ডিভিসিতে

নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর

জমিহারাদের কর্মসংস্থানের দাবিতে রঘুনাথপুরে ডিভিসি’র প্রকল্পে অবস্থান করে স্মারকলিপি দিল জমিহারাদের একটি সংগঠন। বুধবার আরটিপি ল্যান্ড লুজারস অ্যান্ড লোকাল কমিটি নামের একটি সংগঠন ডিভিসি কর্তৃপক্ষকে ২০ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে। সংগঠনটির সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “প্রকল্প কাজের বরাদপ্রাপ্ত বিভিন্ন বেসরকারি ঠিকা সংস্থা কম মজুরিতে বাইরে থেকে শ্রমিকদের নিয়ে আসছে। ফলে কাজ পাচ্ছেন না স্থানীয় জমিহারারা।” পাশাপাশি দ্রুত দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করার দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। এর আগেও বারবার একই দাবিতে অবস্থান-বিক্ষোভ করেছেন জমিহারাদের একাংশ।

বিশ্বভারতীতে মহামিছিল

নিজস্ব সংবাদদাতা • বোলপুর

উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবারও বিশ্বভারতীতে অবস্থান অব্যাহত রাখল আন্দোলনকারীরা। এ দিন কয়েকটি করে ক্লাস করেছে পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন ব্যবস্থা সচল রাখতে সব স্তরে আবেদন রেখেছেন কর্তৃপক্ষ। তবে তাতে সাড়া দেননি আন্দোলনকারীরা। আজ শুক্রবার শ্রীনিকেতন বার্ষিক উৎসব ও মাঘমেলা শুরু হচ্ছে। তারই মধ্যে মহামিছিলের ডাক দিয়েছেন তাঁরা।

ফের প্রতারণা

নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া

ফের প্রতারকের ফোনে এটিএমের গোপন নম্বর দিয়ে টাকা খোয়ালেন এক মহিলা। বাঁকুড়া শহরের বাসিন্দা বুলা দত্তের অভিযোগ, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট থেকে ৪৩ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

মোটরবাইক উদ্ধার, পুরুলিয়ায় আটক ৮

মোটরবাইক চুরির তদন্তে নেমে ঝাড়খণ্ডের পুলিশ পুরুলিয়ার বিভিন্ন থানা এলাকা থেকে কয়েকটি চোরাই বাইক উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে এবং বৃহস্পতিবার সারাদিন অভিযান চালিয়ে ৮টি বাইক উদ্ধার হয়েছে। সেই সঙ্গে চোরাই বাইক কেনার অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, বুধবার সকালে ঝাড়খণ্ডের জামশেদপুর এলাকার শাকচি থানার বাজারে এক ব্যক্তির বাইক চুরি করার সময় দুই যুবক হাতেনাতে ধরে বাসিন্দারা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে বাইক চুরির আন্তঃরাজ্য চোরাই চক্রের হদিশ পায়। বুধবার রাতে মানবাজারের কেশরগড়িয়া গ্রাম থেকে ৪টি, কেন্দার জামবাদ থেকে ৩টি ও বরাবাজারের খাওয়াস গ্রাম থেকে ১টি বাইক উদ্ধার করেছে পুলিশ। বাসিন্দাদের দাবি, যে সব বাড়ি থেকে বাইকগুলি উদ্ধার হয়েছে সেগুলি আত্মীয় ও পরিচিত ব্যক্তিরাই বিভিন্ন সময়ে রেখে গিয়েছেন। সেগুলি যে চোরাই বাইক, তা তাঁদের জানা ছিল না। পুরুলিয়া জেলা পুলিশের এক পদস্থ কর্তা বলেন, “চুরিতে সিদ্ধহস্ত এই চক্রটি ঝাড়খণ্ডে বাইক চুরি করে লাগোয়া পুরুলিয়ার বিভিন্ন থানা এলাকার গ্রামে পরিচিতদের বাড়িতে রেখে দিত। গোলমাল থিতিয়ে এলে পরিস্থিতি বুঝে বিক্রি করে দেওয়া হত। অনুরূপভাবে এই এলাকার বাইক সীমানা পার হয়ে ঝাড়খণ্ডে পাচার হয়ে যেত। চোরাই বাইক কেনাবেচায় জড়িত অভিযোগে ঝাড়খণ্ড রাজ্যের পুলিশ তিন থানা থেকে ৮ জনকে আটক করেছে।” পুরুলিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, “একটি আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের হদিশ মিলেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে নতুন কোন তথ্য পাওয়া যায় কি না দেখা হচ্ছে।”

টাকা উধাও

ফের প্রতারকের ফোনের ফাঁদে পড়ে এটিএমের গোপন নম্বর দিয়ে টাকা খোয়ালেন এক মহিলা। অভিযোগকারিণী বাঁকুড়া শহরের শিটপুকুর লেনের বাসিন্দা বুলা দত্ত। শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। পুলিশ জানিয়েছে, ৪৩ হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। তদন্ত চলছে। বুলাদেবী জানান, বৃহস্পতিবার সকালে তাঁর মোবাইলে একটি ফোন আসে। ফোনটি ধরেন তাঁর ছেলে সুরজিৎ দত্ত। সুরজিতের অভিযোগ, “ফোনে এক ব্যক্তি নিজেকে ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে জানান, মায়ের এটিএম কার্ড ব্লক হয়ে গিয়েছে। গোপন নম্বর বলতে বলেন। তাঁর কথায় বিশ্বাস করে বলেও দিই। ফোন কেটে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কয়েক দফায় মোট ৪৩ হাজার টাকা তুলে নেওয়া হয়। বিষয়টি জানতে পারার পরেই ব্যাঙ্কে গিয়ে আমরা খোঁজ নিই এবং থানায় অভিযোগ করি।” বাঁকুড়া ১ নম্বর ওয়ার্ড উন্নয়ন কমিটির সম্পাদক দেবাশিস লাহা বলেন, “এ ভাবে অনেক মানুষই প্রতারিত হচ্ছেন। তার পরেও মানুষ সচেতন হচ্ছেন না। পুলিশও দোষীদের ধরতে পারছে না।” বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার নীলকান্ত সুধীর কুমার।

দুর্ঘটনায় জখম ছাত্র

স্কুলে বেরিয়ে মোটরবাইকের ধাক্কায় গুরুতর জখম হল পঞ্চম শ্রেণির এক ছাত্র। তাকে বাঁচাতে গিয়ে বাইক আরোহীও জখম হয়েছেন। জখম ছাত্রের নাম প্রদীপ মাহাতো। বাড়ি বান্দোয়ানের হলুদবনি গ্রামে। বান্দোয়ান ব্লক স্বাস্থ্যকেন্দ্রে দু’জনের চিকিৎসা চলছে। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে বান্দোয়ান-পুরুলিয়া রাস্তায় চাঁদড়া গ্রামের কাছে।

আধার কার্ডের দাবি

কুলটি পুরসভার অন্তর্গত ইসিএলের আবাসন এলাকার আধার কার্ড তৈরির দাবি জানিয়ে বৃহস্পতিবার পুরসভায় বিক্ষোভ দেখান কুলটি নাগরিক অধিকার বাঁচাও সমিতি। তাঁদের অভিযোগ, ইসিএলের আবাসনের বাসিন্দাদের জন্য কোনও উদ্যোগ হচ্ছে না।

সফরের প্রস্তুতি

—নিজস্ব চিত্র।

আগামী ১০ ফেব্রুয়ারি রামপুরহাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবে। তারই প্রস্তুতির জন্য বৃহস্পতিবার তারাপীঠের চিলা কাঁদর মাঠ পরিদর্শন করেন পুলিশ-প্রশাসনের কর্তারা। সেখানেই মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার কথা। ‘পান্থশ্রী’ পরিদর্শন কুটির এবং রামপুরহাট হাইস্কুল মাঠও পরিদর্শন করেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

brief story puru tukro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE