Advertisement
১৯ মে ২০২৪

টুকরো খবর

জেলাকে মডেল করে অন্য জেলায় প্রচার করার কথা ঘোষণা হয়েছিল এনসিবি-র তরফে। এ বার সেই জেলাতেই পোস্ত চাষ নষ্ট করতে অভিযান চালাল প্রশাসন! খয়রাশোলের জামালপুর ও খয়রাশোলের হিংলো জালাধার সংলগ্ন এলাকার কিছু জমিতে হওয়া পোস্ত চাষ নষ্ট করতে বুধবার সকালে মিলিত আভিযান চালাল জেলা প্রশাসন, পুলিশ ও আবগারি দফতর।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০৪
Share: Save:

পোস্ত চাষ নষ্টে অভিযান

নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল

খয়রাশোলে বুধবার তোলা নিজস্ব চিত্র।

জেলাকে মডেল করে অন্য জেলায় প্রচার করার কথা ঘোষণা হয়েছিল এনসিবি-র তরফে। এ বার সেই জেলাতেই পোস্ত চাষ নষ্ট করতে অভিযান চালাল প্রশাসন! খয়রাশোলের জামালপুর ও খয়রাশোলের হিংলো জালাধার সংলগ্ন এলাকার কিছু জমিতে হওয়া পোস্ত চাষ নষ্ট করতে বুধবার সকালে মিলিত আভিযান চালাল জেলা প্রশাসন, পুলিশ ও আবগারি দফতর। বুধবার অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত জেলাশাসক(জেনারেল) শ্যামল কুমার মণ্ডল। প্রশাসন সূত্রের খবর, গত ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জেলায় অবৈধ ভাবে পোস্ত চাষের রমরমা ছিল। শুধু তাই নয় পোস্ত আঁঠা সংগ্রহ করে তা, মাদক কারবারিদের হাতে তুলে দিয়ে মোটা টাকা রোজগার করার কারবারও ফুলে ফেঁপে উঠে ছিল জেলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে, বীরভূমে অবৈধ পোস্ত চাষ ঠেকাতে তৎপর হয় প্রশাসন। আবগারি দফতর, জেলা প্রশাসন, পুলিশ ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মিলিত অভিযান, নিয়মিত প্রচার ও বে-আইনি ভাবে যে সব চাষি বা জমির মালিক তা করছিলেন তাঁদেরকে ধরপাকড় ও তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করার জন্য জেলায় পোস্ত চাষ একেবারেই কমিয়ে ফেলা সম্ভব হয়েছিল। কিন্তু জেলা গোয়েন্দা সূত্রের খবর, গত বছরও দুবরাজপুর ও খয়রাশেলে অবৈধ পোস্ত চাষ হয়েছিল। কিছু পোস্ত নষ্টও করেছিল প্রশাসন। তবে এবারও লুকিয়ে পোস্ত চাষিরা সেই বীরভূমেই খয়রাশোলের বিভিন্ন জায়গায় পোস্ত চাষ করায় অস্বস্তিতে প্রশাসন। জেলা প্রশাসনের ও জেলা পুলিশের বিভিন্ন কর্তা অবশ্য বলছেন, পরিমানটা আরও বেশি ছিল। ক্রমাগত প্রচারে কিছু চাষি নিজের জমির পোস্ত নিজেরাই নষ্ট করেছে। কিছু চাষি এবার নিজের জমি বাদ দিয়ে সরকারি জমি ও চর এলাকায় পোস্ত চাষ করেছে। এ দিন যেখানে পোস্ত নষ্ট করা হল, সেটা তেমনই জায়গা বলে জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক। আবগারি দফতরের সুপারিনটেন্টডেন্ট তপন কুমার রায় ও প্রায় একই দাবি করছেন। তবে আবগারি সুপার বলেন, “এবার চাষের ক্ষেত্র গতবারের থেকে অনেক কমেছে। নিষিদ্ধ পোস্ত চাষ হচ্ছে খবর পাওয়া মাত্রই সেগুলি নষ্ট করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

খুলছে আড়শার স্পঞ্জ আয়রন কারখানা

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

জট খুলল আড়শার কৌরাং গ্রামের বন্ধ স্পঞ্জ আয়রন কারখানার। বুধবার আসানসোলে উপ শ্রম কমিশনারের অফিসে ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী চার মাস কারখানায় উত্‌পাদন চালু থাকবে। সেই সময় কর্মী-শ্রমিকেরা বেতন পাবেন। মাঝে ৪৫ দিন কারখানা বন্ধ রাখা হবে। তখন কর্মীদের বেতনও বন্ধ থাকবে। কারখানা চালানোর জন্য কাঁচামালের অভাব, বিদ্যুতের অত্যধিক বিল এবং উত্‌পাদন ব্যয় বেশি হয়ে যাওয়ার কারণ দেখিয়ে গত ২ ফেব্রুয়ারি এই মালিকপক্ষ কারখানায় লে-অফ ঘোষণা করে। আচমকা কারখানা বন্ধ হয়ে যেতে আন্দোলনে নামেন শ্রমিকেরা। ১২ ফেব্রুয়ারি পুরুলিয়ায় শ্রম দফতর, মালিকপক্ষ এবং শ্রমিকদের প্রতিনিধিদের ত্রিপাক্ষিক বৈঠকেও জট খোলেনি। বুধবার আসানসোলে উপ শ্রম কমিশনারের (পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম) অফিসে ফের ত্রিপাক্ষিক বৈঠক হয়। শ্রমিকদের প্রতিনিধি প্রফুল্ল মাহাতো বলেন, “কারখানা চালু হয়ে যাচ্ছে, এটা অবশ্যই আনন্দের খবর। কেননা কারখানা বন্ধ থাকলে দু’পক্ষেরই ক্ষতি।” উপ শ্রম কমিশনার পার্থপ্রতিম চক্রবর্তী জানিয়েছেন, কারখানার মালিক পক্ষ এ দিন কাঁচামালের অভাবের বিষয়টি জানিয়েছেন। তবে কারখানা খুলবেন বলে জানিয়েছেন। আগামী চার মাসে ৪৫ দিন ‘লে-অফ’ থাকবে (অর্থাত্‌, কর্মীরা কাজ পাবেন না)। বাকি দিনগুলিতে কারখানা চলবে।” কারখানা কর্তৃপক্ষের তরফে নিশান্ত দূত বলেন, “কাঁচামালের অভাব রয়েছে। তবু কারখানা চালাব বলে জানিয়েছি।” লে-অফ পিরিয়ডেও শ্রমিকদের অর্ধেক মাইনের দাবি তুলেছে শ্রমিক সংগঠন। এসপি-র পরামর্শ। দায়িত্ব পেয়েই পুরুলিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার মঙ্গলবার মাওবাদী প্রভাবিত বান্দোয়ান পরিদর্শন করলেন। থানা আধিকারিকদের প্রতি তাঁর পরামর্শ, জনসংযোগ বাড়াতে হবে। পুলিশকে বাসিন্দাদের আস্থা অর্জনে আরও বেশি করে জনসংযোগ মূলক কর্মসূচি নিতেও বলেছেন। এ দিন এসপি একদা মাওবাদী প্রভাবিত এলাকা কুইলাপাল, কুচিয়া, রাজগ্রাম, গুড়পানা প্রভৃতি রক্ষী শিবির পরিদর্শন করেন। শিবিরে রক্ষীদের সংখ্যা, ঝাড়খণ্ড সীমানা থেকে শিবিরের দূরত্ব, মাওবাদীদের আনাগোনার করিডর হিসাবে এক সময় ব্যবহৃত রাস্তাগুলি থেকে শিবির ও থানার দূরত্ব প্রভৃতি সর্ম্পকে তিনি খোঁজ নেন।

ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি পুরুলিয়ায়, ক্ষয়ক্ষতি

নিজস্ব সংবাদদাতা • কাশীপুর

হঠাত্‌ ‘বরফ’: শিলাবৃষ্টি। কাশীপুরের ধানাড়া গ্রামে।—নিজস্ব চিত্র।

বসন্তের গোড়ায় তুমুল ঝড়ের সঙ্গে নামল শিলাবৃষ্টি। বুধবার বিকেলে কাশীপুর, হুড়া, পাড়া, লিপানিয়া, কুস্তাউর-সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির সঙ্গে বড় বড় শিল পড়ে। এর ফলে কাঁচাবাড়ি ও চাষের জমিতে ক্ষতি হয়েছে বলে অভিযোগ। কাশীপুরের চুনা গ্রামের চাষি কানাই মাহাতোর কথায়, “টম্যাটো লাগিয়েছিলাম। এখনও অনেক খানি জমিতে টম্যাটো ধরে আছে। কিন্তু অকাল বৃষ্টি বড় বড় আকারের শিলের আঘাতে বেশির ভাগই নষ্ট হয়ে গিয়েছে।” ধানাড়ার বাসিন্দা নিরঞ্জন চট্টোপাধ্যায়ের কথায়, “বৃষ্টির মধ্যে আচমকা বড়বড় শিল পড়ল। ঘরের চালা থেকে উঠোন শিলে ভরে গেল।” কুস্তাউরের বাসিন্দা কিংশুক সূপকার জানান, বৃষ্টির মধ্যে এতবড় শিলা অনেকদিন তাঁরা দেখেননি। অনেকের বাড়ির টিল, অ্যাসবেসটসের চালা ফুটো হয়ে গিয়েছে। হুড়া ও কাশীপুর লাগোয়া এলাকা থেকেও শিলা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির খবর মিলেছে। কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া রাতে বলেন, “এখনও আমাদের কাছে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র আসেনি।যাঁদের ক্ষতি হয়েছে তাঁদের সাধ্যমতো ত্রাণ সামগ্রী দেওয়া হবে।”

মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • বরাবাজার

এক মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সঞ্জয় সিং সর্দার (১৭)। বাড়ি বরাবাজার থানার দেঘরিয়াডি গ্রামে। বুধবার সকালে পুলিশ দেহটি উদ্ধার করেছে। পুলিশ ও গ্রাম সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় ভাল ফুটবল খেলত। প্রতিদিনের মতো বুধবার বিকেলে সে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে বেড়িয়ে ছিল। সঞ্জয়ের বাবা পেশায় কৃষক কাঞ্চন সিং সর্দার বলেন, “সন্ধ্যা গড়িয়ে গেলেও ছেলে বাড়ি ফিরে আসেনি। এ নিয়ে আমাদের দুশ্চিন্তা হয়। এরপরে আমি ওর বন্ধুদের কাছে খোঁজ করি। ওরা জানায়, খেলার শেষে সে মাঠ থেকে চলে গিয়েছিল। ওরা ভেবেছিল সঞ্জয় বুঝি বাড়ি ফিরে গিয়েছে। কিন্তু ছেলে তখনও ফেরেনি।” কাঞ্চনবাবু জানান, পড়শি ও আত্মীয়দের নিয়ে তাঁরা রাতেই পাশাপাশি খেলার মাঠ ও জঙ্গলে খোঁজ শুরু করেন। রাত প্রায় ৯টা নাগাদ জঙ্গল লাগোয়া জমিতে তাঁরা সঞ্জয়ের দেহ পড়ে থাকতে দেখেন। তার মুখ দিয়ে গ্যাঁজলা বের হচ্ছিল। পাশেই কীটনাশকের শিশি-সহ একটি গ্লাস পড়েছিল। তাঁরা পুলিশে খবর দেন। বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, কয়েকদিন ধরে সঞ্জয় মনমরা হয়েছিল। কিন্তু সে যে এমন কাণ্ড করে বসবে তাঁরা ভাবেননি। পুলিশকে কাঞ্চনবাবু জানিয়েছেন, জমিতে দেওয়ার জন্য কয়েকদিন আগে তিনি কীটনাশক এনে বাড়িতে রেখেছিলেন। তাঁর মতে, সঞ্জয় ওই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • নলহাটি

বাড়িতে ঢুকে এক বধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল পড়শি যুবকের বিরুদ্ধে। শ্লীলতাহানির ঘটনা প্রতিবাদ করতে গেলে বধূর স্বামী, খুড়শ্বশুরকে মারধর করা হয় বলে অভিযোগ। নলহাটি থানা এলাকার ঘটনা। রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক কোটেশ্বর রাও জানান, অভিযোগ পেয়ে পুলিশ মামলা শুরু করেছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বধূটির অভিযোগ, মঙ্গলবার দুপুরে ছেলেকে কোলে নিয়ে রান্না করছিলাম। সেই সময় পড়শি এক যুবক মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে। ছেলেকে কোল থেকে নামিয়ে ওই যুবক ভাতের হাঁড়ি উল্টে দেয়। চিৎকার শুনে তাঁর স্বামী মাঠ থেকে ছুটে আসেন। তাঁর আরও অভিযোগ, তখন ওই যুবক লোহার রড দিয়ে তাঁর স্বামীকে আঘাত করে। শ্বশুর ও অন্যদের মারধরও করে। এই ঘটনার পরে তাঁরা থানায় অভিযোগ জানাতে গেলে যুবকটির লোকজন বধূর স্বামী এবং শ্বশুর, খুড় শ্বশুরকে মারধর করে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল।

দুই গ্রামের বিবাদ, অবরোধ

নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর

পার্শ্ববর্তী দুই গ্রামের বিবাদের জেরে উত্তেজনা ছড়াল ময়ূরেশ্বরের মহিষা বাসস্ট্যান্ড এলাকায়। ঘটনার জেরে দীর্ঘক্ষণ পথ অবরোধও হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে তিনটে নাগাদ বাঁশের গাড়ি নিয়ে যাওয়ার সময়ে মহিষা বাসস্ট্যান্ড এলাকায় ‘নো-এন্ট্রি’ ব্যারিকেড় ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তিলপাড়া গ্রামের কয়েকজনের বিরুদ্ধে। মহিষা বাসস্ট্যান্ডের এক ব্যাবসায়ী প্রতিবাদ জানালে তাঁকে মারধরের অভিযোগ ওঠে। এই নিয়ে দুই গ্রামের বিবাদ বাধে। বোমাবাজিরও অভিযোগ ওঠে। এই ঘটনায় উভয় পক্ষের তিন জন আহত হয়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিকেল সাড়ে চারটে থেকে মহিষা বাসস্ট্যান্ডে সিউড়ি-বহরমপুর সড়ক অবরোধ করেন ব্যাবসায়ীরা। প্রায় চল্লিশ মিনিট পর পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। পুলিশ জানায়, এ দিন রাত পর্যন্ত কোনও অভিযোগ হয়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

পুকুর ভরাট নিয়ে সরব শহরের বাসিন্দা

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

পুকুর ভরাটের অভিযোগ উঠল খোদ জেলা সদর পুরুলিয়ায়। বাসিন্দাদের অভিযোগ, ওই একটিমাত্র পুকুরই বাসিন্দাদের ব্যবহারের উপযোগী রয়েছে। পুকুর রক্ষার দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিলেন পুরুলিয়া শহরের চারটি ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা। বুধবার ‘ভূতগড়িয়া বাঁচাও কমিটি’ নামের একটি সংগঠনের তরফে পুরুলিয়ার মহকুমাশাসকের (পূর্ব) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহরের ২২ নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় আড়াই-তিন বিঘা জমির উপরে রয়েছে ভূতগড়িয়া নামের ওই পুকুরটি। ২২ নম্বর ওয়ার্ড ছাড়াও পাশের ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা নিত্য প্রয়োজনীয় কাজে ওই পুকুরের জল দীর্ঘ সময় ধরে ব্যবহার করে আসছেন। কমিটির তরফে রঙ্গলাল কুমারের অভিযোগ, “চারটি ওয়ার্ডের কেতকা, কাটিনপাড়া, ধোবাডি, সরবাগান, সিঙ্গারপট্টি এলাকার বাসিন্দারা ওই পুকুরের জল ব্যবহার করেন। ওই সব এলাকায় সরকার থেকে কুয়ো তৈরি করেনি। টিউবয়েলেরও অভাব রয়েছে। ফলে পুকুরটির জলই একমাত্র ভরসা। কিন্তু সম্প্রতি কিছু প্রোমোটার পুকুরটির একাংশ ভরাটের কাজ শুরু করেছেয় প্রশাসনের কাছে সেই কাজ বন্ধ করার দাবি জানানো হয়েছে।” প্রশাসন সূত্রে জানানো হয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

ধর্মঘটের দাবি আদ্রায়

নিজস্ব সংবাদদাতা • আদ্রা

কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ধর্মঘটের অধিকার খর্ব করতে চাইছে বলে অভিযোগ তুলে বুধবার আদ্রায় ‘গ্লোবাল অ্যাকশান ডে ফর রাইট টু স্ট্রাইক’ পালন করল বামপন্থী রেলকর্মী সংগঠন মেনস ইউনিয়ন। উপস্থিত ছিলেন সর্বভারতীয় ক্ষেত্রে বামপন্থী রেলকর্মী সংগঠন এআইআরএফের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র। তাঁর দাবি, “কেন্দ্র সরকার জনবিরোধী নীতি প্রনয়ণ করা-সহ কেন্দ্রীয় সংস্থার কর্মীদের বিরুদ্ধে অনায্য সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু প্রতিবাদ জানানোর অন্যতম হাতিয়ার ধর্মঘট করার অধিকার কর্মীদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।” তিনি জানান, ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলির কর্মীদের নিয়ে যৌথ ভাবে জয়েন্ট অ্যাকশান কাউন্সিল তৈরি করা হয়েছে। রাজ্য স্তরে বিভিন্ন কর্মসূচি পালন করার পরে আগামী ২৮ এপ্রিল এই যৌথ কমিটির নেতৃত্বে লোকসভা অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে।

কারখানায় চুরি, ধৃত ৩ সাঁতুড়িতে

নিজস্ব সংবাদদাতা • সাঁতুড়ি

স্পঞ্জ আয়রন কারখানায় চুরির অভিযোগে তিনজনকে ধরল সাঁতুড়ি থানার পুলিশ। ধৃতেরা হল সাঁতুড়ির জগন্নাথডি গ্রামের বাসিন্দা সুনীল মান্ডি, কৃষ্ণ মুর্মু ও নিতুড়িয়া থানার হেড্ডি গ্রামের শেখ ইসলাম। মঙ্গলবার রাতে তাদের ধরা হয়। বুধবার রঘুনাথপুর মহকুমা আদালতে তাদের তোলা হলে সুনীল ও কৃষ্ণকে দু’দিনের পুলিশ হেফাজত এবং ইসলামকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাঁতুড়ির মধুকুণ্ডার কাছে একটি স্পঞ্জ আয়রন কারখানা থেকে বারবারই চুরির অভিযোগ উঠছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে সাঁতুড়ি থানার পুলিশ মঙ্গলবার রাতে ওই কারখানা এলাকা থেকেই দু’জনকে গ্রেফতার করে। পরে ধরা হয় ইসলামকে। পুলিশ জানিয়েছে, সুনীল ও কৃষ্ণের কাছে থেকে কারখানার চোরাই লোহা-সহ গাড়ির যন্ত্রাংশ কিনত ইসলাম।

যুবক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা • মানবাজার

সহবাস করেও বিয়ের প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগে পুলিশ বুধবার সন্ধ্যায় এক যুবককে ধরল পুলিশ। ধৃত বাপি বাউরি মানবাজার থানার বনমহড়া গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, মানবাজারের এক তরুণী বুধবার থানায় লিখিত অভিযোগে জানান, দু’বছর ধরে বাপির সাথে তাঁর পরিচয়। বিয়ের আশ্বাস দিলে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এখন ওই যুবকের অন্যত্র বিয়ের কথাবার্তা চলছে। এরপরেই তিনি বাধ্য হয়ে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। ধৃতের দাবি, সব অভিযোগ মিথ্যা।

দুর্ঘটনায় মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে হুড়া-কাশীপুর রাস্তায় পালগার কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রভাতচন্দ্র মান্ডি (২৭) এক সঙ্গীকে নিয়ে মোটরবাইকে ফিরছিলেন। রাস্তার পাশে কালভার্টে গাড়টি ধাক্কা মারে। ওই রাতে মফস্সল থানার আইমন্ডি গ্রামের কাছে দুর্ঘটনায় গুরমিত সিং (৩৬) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়। তিনি পঞ্জাবের পাতিয়ালা জেলার সান্ডালির বাসিন্দা।

ডাক্তারের দাবি

নিজস্ব সংবাদদাতা • বাঘমুণ্ডি

বাঘমুণ্ডিতে মহিলা কলেজ গড়া, তুন্তুড়ি, তোড়াং ও অযোধ্যা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগ, ব্লকের বিদ্যুৎবিহীন মৌজাগুলিতে অবিলম্বে বিদ্যুদয়ন, পাহাড়ে আদিবাসীদের অধিগৃহীত জমি তাঁদের নামে রেকর্ড করা-সহ বিভিন্ন দাবিতে বুধবার বাঘমুণ্ডির বিডিওকে স্মারকলিপি দিল বিজেপি। দলের ব্লক সভাপতি জগদীশ কুমার বলেন, “এ ছাড়া বাঘমুণ্ডিতে খেলার মাঠ গড়া, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আরও শাখা খোলার মতো কিছু দাবি রয়েছে। এই সব ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমরা স্মারকলিপি দিয়েছি।”

কলেশ্বরে ৭ দিনের মেলা

নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর

শিবরাত্রি উপলক্ষে ময়ূরেশ্বরের কলেশ্বরে মঙ্গলবার থেকে শুরু হল ৭ দিনের গ্রামীণ মেলা। কলেশ্বর শিবালয় এবং আশ্রম কমিটির পরিচালনায় নানা অনুষ্ঠান-সহ পঙ্ক্তিভোজে সামিল হন কয়েক হাজার পূণ্যার্থী। আয়োজক সংস্থার সভাপতি শুকদেব মিত্র বলেন, “এক সময় শিবরাত্রির ওই মেলা বসত। জনশ্রুতি, বর্ষায় ব্যাঙ না ডাকা পর্যন্ত মেলা ভাঙত না।” একই সঙ্গে স্থানীয় নেতাজি সংস্কৃতি মঞ্চের উদ্যোগে কলেশ্বরে মঞ্চ প্রাঙ্গণে ১৭ ফেব্রুয়ারি থেকে ৪ দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্থার সম্পাদক হিমাদ্রিশেখর দে বলেন, “পারস্পরিক মেলবন্ধনের পাশাপাশি অবলুপ্তপ্রায় লোক সংস্কৃতিকে তুলে ধরার উদ্দেশ্যে ১৯৯৮ সাল থেকে ধারাবাহিক ভাবে এই অনুষ্ঠান-সহ ব্লক জুড়ে নানা কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে।”

আটলায় উৎসব

সাধক বামাক্ষ্যাপার ১৭৮তম আবির্ভাব তিথি উৎসব রামপুরহাট থানার আটলা গ্রামে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত সেই উৎসব চলবে। আটলা গ্রামে বামাক্ষ্যাপা বাবার স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে মঙ্গলবার সকালে বামাক্ষ্যাপা বাবার প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা তারাপীঠ শ্মশান প্রদক্ষিণ করে। আটলা গ্রামে দিনভর চণ্ডীপাঠ, সন্ধ্যায় ভক্তিমূলক গানের অনুষ্ঠান, বাউল গান পরিবেশিত হয়। গভীর রাতে বিশ্ব শান্তির জন্য হোম হয়। বুধবার সকালে বাউলগান, বীরাচারে পূজা, দুপুরে পাত পেড়ে ভোগ খাওয়ানো হয়। সন্ধ্যায় ভক্তিমূলক গানের আসর বসে। আজ সন্ধ্যায় কবিগানের আয়োজন করা হয়েছে।

শ্মশান পরিদর্শন

তারাপীঠ শ্মশান এলাকায় বৈদ্যুতিক চুল্লি তৈরির কাজ শুরু করার জন্য কলকাতার একটি সংস্থার নির্মাণকারী বাস্তুকাররা বুধবার তারাপীঠ শ্মশান পরিদর্শন করলেন। তাঁরা এলাকায় মাপজোক করে দেখেন। উল্লেখ্য, তারাপীঠে নদী দূষণ ঠেকাতে গ্রিন বেঞ্চের নির্দেশে তারাপীঠ শ্মশান এলাকার সৌন্দর্যায়ন, নদী পাড় বাঁধানো, শ্মশান এলাকায় বসবাসকারী সাধুদের জন্য ঘর করে দেওয়ার জন্য জেলা প্রশাসনও উদ্যোগ নিয়েছে। তার কাজও শুরু হয়েছে। সেই কাজের অঙ্গ হিসেবে তারাপীঠে শ্মশানে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ হবে বলে রামপুরহাট এসডিও উমাশঙ্কর এস জানিয়েছেন।

পরীক্ষা কেন্দ্র বাড়ল জেলায়

জেলায় পরীক্ষাগ্রহণ কেন্দ্র বাড়লেও, মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কম এবার বীরভূমে। জেলা স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রদের চেয়ে বেশি জেলায়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০,২৩১। গত বার এই সংখ্যা ছিল ৪০, ৬৮৯। গতবার জেলাতে মাধ্যমিক পরীক্ষা মূল কেন্দ্র ছিল ৩০ টি এবং শাখা কেন্দ্র ৭৭ টি। মূল কেন্দ্র একই থাকলেও, রামপুরহাট মহকুমার নলহাটিতে একটি শাখা কেন্দ্র বাড়ানো হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের বীরভূম জেলা কনভেনর প্রবাল সামন্ত বলেন, “রামপুরহাট মহকুমার নলহাটিতে অনেক দিন থেকে একটি শাখা পরীক্ষা কেন্দ্র বাড়ানোর দরকার ছিল। এবারে সেটা করা হয়েছে।”

প্রতারণা,আটক

প্রতারণার অভিযোগে এক যুবককে পুলিসের হাতে তুলে দিল স্থানীয়রা। সিউড়ি দু’ ব্লকের কেন্দুয়া অঞ্চলের ঘটনা। ঋণদানকারী সংস্থার নাম করে ফর্ম পিছু বেশ কিছু মানুষের কাছে ৩০০ টাকা করে নিয়েছিল মহম্মদ রেজাউল করিম নামে এক যুবক। কিন্তু কোনও ঋণ না মেলায় এবং ৩০০ টাকাও ডুবতে বসায় বুধবার সকালে ওই যুবককে ধরে পুলিশের হতে তুলে দিল সিউড়ি থানার দমদমা গ্রামের স্থানীয় একটি ক্লাবের সদস্যরা। যুবককে আপাতত আটক করেছে পুলিশ। যুবকের দাবি, তাঁকে মারধর করা হয়েছে। যদিও অভিযোগ মানেননি ক্লাব সদস্যারা।

আন্তঃক্লাব ক্রীড়া

হাইজাম্প। —নিজস্ব চিত্র

বোলপুর স্টেডিয়ামে বুধবার হয়ে গেল বীরভূম জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব প্রতিযোগিতা। বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক তাপস দে জানান, পুরুষদের বিভাগে বোলপুর মহকুমায় টাউন ক্লাব চাম্পিয়ন হয়েছে। মহিলাদের বিভাগে সিউড়ি মহকুমার সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন চাম্পিয়ন হয়। ৯০টি ইভেন্ট ছিল।

চ্যাম্পিয়ন ভালকুঠি

ময়ূরেশ্বরে ভলিবল। —নিজস্ব চিত্র

ময়ূরেশ্বরের পারুলিয়া তরুণ সঙ্ঘ পরিচালিত শৈলেনচন্দ্র দাস উইনার্স এবং দূর্গাপ্রসন্ন চট্টোপাধ্যায় রানার্স ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল লাভপুরের ভালকুঠি ক্রিকেট ক্লাব। তারা নির্ধারিত ৩ সেটের খেলায় ২৫/১৮ এবং ২৫/২২ পয়েন্টে নৈহাটি ক্রিকেট ক্লাবকে হারায়। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ভালকুঠির রাজদীপ চন্দ্র। মঙ্গলবার স্থানীয় স্কুল মাঠে একদিনের ৮ দলীয় খেলাটি হয়। হাজির ছিলেন ক্রীড়াবিদ বিশ্বরূপ দত্ত। ক্লাবের সম্পাদক সুশান্ত বাগদি বলেন, “উইনার্স এবং রানার্স দলকে ট্রফি সহ ৩০০০ এবং ২০০০ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।”

যুবকের দেহ উদ্ধার

এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে সদাইপুর থানার রানিগঞ্জ-মোরগ্রাম জাতীয় সড়কের ধার থেকে দেহটি উদ্ধার হয়। দেহটি কোনও লরি চালক বা খালাসির হতে পারে বলে অনুমান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

brief story puru tukro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE