Advertisement
২৭ মে ২০২৪

টুকরো খবর

তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সঙ্গীদের নিয়ে মদ্যপ অবস্থায় এক মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। সিমলাপাল থানার দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতের ধানঘরি এলাকার ঘটনা। সোমবার প্রিয়রঞ্জন মিশ্র নামে ওই সদস্যের বিরুদ্ধে থানায় এই অভিযোগ করেন গ্রামেরই এক বাসিন্দা গোরাচাঁদ নন্দী। ওই পঞ্চায়েত সদস্য গোরাচাঁদবাবুর বিরুদ্ধেও মদ খেয়ে এলাকায় গোলমাল পাকানোর অভিযোগ দায়ের করেছেন।

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৫ ০১:০১
Share: Save:

সিমলাপালের গ্রামে গোলমাল

নিজস্ব সংবাদদাতা • সিমলাপাল

তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সঙ্গীদের নিয়ে মদ্যপ অবস্থায় এক মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। সিমলাপাল থানার দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতের ধানঘরি এলাকার ঘটনা। সোমবার প্রিয়রঞ্জন মিশ্র নামে ওই সদস্যের বিরুদ্ধে থানায় এই অভিযোগ করেন গ্রামেরই এক বাসিন্দা গোরাচাঁদ নন্দী। ওই পঞ্চায়েত সদস্য গোরাচাঁদবাবুর বিরুদ্ধেও মদ খেয়ে এলাকায় গোলমাল পাকানোর অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। গোরাচাঁদবাবুর অভিযোগ, “সঙ্গীদের নিয়ে প্রিয়রঞ্জন রোজ রাতে আমার এক পড়শির বাড়িতে মদের আসর বসায়। রবিবার রাতে ওরা বাড়াবাড়ি করে। আমার বাড়িতে মদের খালি বোতল ছোড়ে। আমার ছেলে প্রতিবাদ করায় মারধরের হুমকি দেওয়া হয়। আমার স্ত্রী বাইরে গেলে ওরা মদের বোতল ছোড়ে। স্ত্রীকে ওরা ধর্ষণেরও হুমকি দেয়। আমাকে খুনের হুমকি দেয়।” এলাকাবাসী এসে বিবাদ থামায়। তিনি প্রিয়রঞ্জনবাবু-সহ ওই গ্রামেরই বাসিন্দা নিত্যানন্দ দে, বিকাশ নন্দী ও অবনী গড়াইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগ অস্বীকার করেছেন প্রিয়রঞ্জনবাবু। তাঁর পাল্টা অভিযোগ, “গোরাচাঁদ সিপিএম করে। ওর কথায় তিন বছর আমাকে একঘরে করে রাখা হয়। আমি মদ্যপান করি না। সমবায়ের ঋণ নিয়ে কিছু লোকের সঙ্গে কথা বলছিলাম। গোরাচাঁদই মদ্যপ হয়ে ঝামেলা পাকায়।”

দুর্নীতি নিয়ে সবর সিপিএম

নিজস্ব সংবাদদাতা • সিউড়ি

পুরভোটের আগে পুর-দুর্নীতিই যে সবচেয়ে বড় হাতিয়ার হতে যাচ্ছে বিরোধী দলগুলির কাছে, সেটা ফের প্রমাণ হল সোমবার বিকেলে। এ দিন জলপ্রকল্প ও বস্তি উন্নয়নে অর্থিক দুর্নীতির অভিযোগ তুলে মিছিল করল সিপিএম। প্রতিবাদ পোস্টার নিয়ে মিছিল করে কিছুক্ষণ পুরসভার সামনে বিক্ষোভও দেখান সিপিএমের নেতাকর্মীরা। প্রসঙ্গত, তৃণমূল পরিচালিত সিউড়ি পুরবোর্ডের বিরুদ্ধে তদন্ত চেয়ে দলীয় বিধায়ক স্বপনকান্তি ঘোষ বিধানসভার বাইরে ধর্নায় বসার পর থেকে বিতর্ক থামছে না। গত বৃহস্পতিবারই একই দাবিতে অবস্থান-বিক্ষোভ করেছে সিউড়ি শহর কংগ্রেস। এ দিন করল সিপিএম। সিপিএমের সিউড়ি লোকাল কমিটির সম্পাদক তাপস মুখোপাধ্যায় বলেন, “ওই দুই প্রকল্পে দুর্নীতি হয়েছে এটা নিশ্চিত। এই নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। এ দিনও জানালাম।” এ প্রসঙ্গে অবশ্য মন্তব্য করতে রাজি হননি পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায়।

সাহিত্য শিবির

নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন

‘তুলনামূলক সাহিত্য ও জাতীয় সংহতি’ শীর্ষক দু’দিনের একটি জাতীয় স্তরের আলোচনা শিবির শুরু হল শান্তিনিকেতনে। সোমবার মূলত বিশ্বভারতীর ওড়িয়া বিভাগ এবং সিআইআইএল-এর উদ্যোগে দেশের বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট অধ্যাপকরা যোগ দিয়েছেন। ছিলেন, সিআইআইএলের শ্রীনিবাস আচার্য। ওড়িয়া বিভাগের প্রধান তথা জাতীয় আলোচনার আহ্বায়ক অধ্যাপক মনোরঞ্জন প্রধান বলেন, “জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে বিভিন্ন ভাষার সাহিত্য কী ভাবে উপযোগী, বিভিন্ন ভাষার সাহিত্যের অধ্যয়নের মাধ্যমে জাতীয় সংহতি কে কি ভাবে আরও মজবুত করা যায় সে নিয়ে বিস্তারিত ভাবে বিশিষ্ট অধ্যাপকেরা আলোচনা করেছেন।”

যুবক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল

হেরোইন-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার গভীর রাতে খয়রাশোলের চাপলা গ্রাম থেকে রামপ্রসাদ ঘোষ নামে ওই যুবককে পুলিশ ধরে। ধৃতের বাড়ি খয়রাশোলের জুনিদপুরে। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। ওই যুবক মাদকের কারবারে যুক্ত রয়েছে খবর পেয়ে বেশ কিছু দিন ধরেই তার খোঁজ চালাচ্ছিল।

বধূকে পুড়িয়ে মারার নালিশ

বধূকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার হল শ্বশুর ও শাশুড়ি। গত শনিবার পুরুলিয়া মফস্সল থানার খন্যাডি গ্রামের বাসিন্দা পার্বতী বাউরির (২২) মৃত্যু হয়। জানুয়ারি মাসের শেষের দিকে তিনি শ্বশুরবাড়িতে অগ্নিদ্বগ্ধ হন বলে অভিযোগে। হাসপাতালে চিকিৎসার পরে তিনি ছাড়া পেয়ে বাড়ি ফেরেন। কিন্তু শেষরক্ষা হল না। তাঁর মৃত্যুর পরেই বাপের বাড়ির লোকজন একটি বধূ হত্যার মামলা রুজু করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বধূর শ্বশুর বাবলু বাউরি ও শাশুড়ি শিবানীকে গ্রেফতার করে। রবিবার তাদের আদালতে তোলা হয়। তবে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত পাবর্তীর স্বামী বুলেট বাউরি পলাতক। তার খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

অবসরে দান

কর্মজীবনের সায়াহ্নে এসে অবসরের দিন দুঃস্থ পড়ুয়াদের জন্য এক প্রাক্তন করণিক তার স্কুলের পড়ুয়াদের বই এবং পাঠ্য সরঞ্জাম কেনার জন্য ৫০ হাজার টাকা দান করলেন। মানবাজার ২ ব্লকের বড়গড়িয়া হাইস্কুলের করণিক অজিতকুমার মাহাতো সম্প্রতি অবসর নিয়েছেন। অজিতবাবু বলেন, “এই স্কুল প্রতিষ্ঠার সময় থেকে আমি করণিক হিসাবে কাজ করেছি। দেখেছি এলাকার বেশ কিছু পড়ুয়া আর্থিক অনটনের কারণে সময়ে বই-খাতা জোগাড় করতে পারেনি। এইসব দুঃস্থ পড়ুয়াদের কথা ভেবে প্রধানশিক্ষকের হাতে ৫০ হাজার টাকা দিয়েছি।” স্কুলের প্রধানশিক্ষক ভাস্কর মাহাতো বলেন, “অজিতবাবু বড় মনের পরিচয় দিয়েছেন। তার দেওয়া টাকা দুঃস্থ পড়ুয়াদের জন্য ব্যয় করা হবে।”

যুবক গ্রেফতার

এক বধূর শ্লীলতাহানির অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যাদব হাঁসদার বাড়ি মানবাজার থানার গোবিন্দপুর গ্রামে। সোমবার ওই বধূ থানায় লিখিত অভিযোগে দাবি করেছেন, তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। রবিবার রাতে একাকী থাকার সুযোগে পড়শি যুবক যাদব বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করে। চিৎকারে পাড়ার লোক ছুটে আসায় সে পালিয়ে যায়। অভিযুক্ত যুবকের অবশ্য দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।

বিশেষ ওয়ার্ড

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

জেলায় সোয়াইন ফ্লু আক্রান্তের সন্ধান না মিললেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরুলিয়া সদর হাসপাতালে খোলা হল একটি বিশেষ ওয়ার্ড। সিএমওএইচ মানবেন্দ্র ঘোষ বলেন, “সদর হাসপাতালে সম্প্রতি আমরা সোয়াইন ফ্লুর জন্য ছয় শয্যার পৃথক একটি ওয়ার্ড খুলেছি। জেলার প্রতিটি ব্লক স্বাস্থ্য আধিকারিক, মহকুমা ও সদর হাসপাতালের সুপারদেরও এই মর্মে সতর্ক করা হয়েছে।”

ট্রেনে কাটা দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

রামপুরহাট স্টেশনে ট্রেনে কাটা এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে রবিবার রাতে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রণব দাস (২৪)। বাড়ি মুরারই থানার আমডোল গ্রামে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

puru tukro brief story
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE