Advertisement
১৯ মে ২০২৪

টুকরো খবর

জলসঙ্কটের অভিযোগ পেয়ে মানবাজারের পোদ্দারপাড়ায় এলেন বিডিও এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকেরা। গত কয়েক মাস ধরে পোদ্দারপাড়ায় জলসঙ্কট চলছে। বাসিন্দাদের অভিযোগ, নলবাহিত জলে পোকা মেলায় ওই জল খাওয়া যাচ্ছিল না। পরিবর্তে নলকূপ ও কুয়োর জল ব্যবহার হচ্ছিল। কিন্তু, ওই এলাকায় প্রয়োজনের তুলনায় নলকূপের সংখ্যা কম। গরম বাড়তে থাকায় সঙ্কট আরও তীব্র হয়েছে।

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৫ ০১:০৮
Share: Save:

জলসঙ্কট দেখতে বিডিও

নিজস্ব সংবাদদাতা • মানবাজার

জলসঙ্কটের অভিযোগ পেয়ে মানবাজারের পোদ্দারপাড়ায় এলেন বিডিও এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকেরা। গত কয়েক মাস ধরে পোদ্দারপাড়ায় জলসঙ্কট চলছে। বাসিন্দাদের অভিযোগ, নলবাহিত জলে পোকা মেলায় ওই জল খাওয়া যাচ্ছিল না। পরিবর্তে নলকূপ ও কুয়োর জল ব্যবহার হচ্ছিল। কিন্তু, ওই এলাকায় প্রয়োজনের তুলনায় নলকূপের সংখ্যা কম। গরম বাড়তে থাকায় সঙ্কট আরও তীব্র হয়েছে। মঙ্গলবার দুপুরে এলাকায় যান বিডিও। স্থানীয় বাসিন্দা রাজা দত্ত, লাল্টু দত্ত বলেন, “কবে থেকে আমরা পানীয় জল পাব, জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকেরা এ নিয়ে সুনির্দিষ্ট আশ্বাস দিতে পারেননি।” মানবাজারের বিডিও সায়ক দেব বলেন, “জনস্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। ওঁরা বলেছেন, পাইপলাইন বদলে দেওয়া হবে। দু-এক দিনের মধ্যেই পাইপ ও অন্য সরঞ্জাম এসে যাবে।” পাইপ মেরামতিতে সময় লাগবে। ততদিন বিকল্প কী হবে, এ প্রশ্নের উত্তরে বিডিও জানিয়েছেন, আপাতত ট্যাঙ্কারে করে ওই পাড়ায় জল সরবরাহ করা হবে ।

নিখোঁজ শিক্ষক-ছাত্রীর দেহ মিলল নয়াগ্রামে

নিজস্ব সংবাদদাতা • নয়াগ্রাম

পনেরো দিন নিখোঁজ থাকার পরে এক শিক্ষক ও ছাত্রীর দেহ পাওয়া গেল নয়াগ্রাম থানার উঠান-নয়াগ্রাম গ্রাম লাগোয়া খালের ধারে। মঙ্গলবার সকালে মদনমোহন হাঁসদা (৩৫) ও জানকী হেমব্রমের (১৭) দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পাশে পড়েছিল বিষের খালি বোতল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দু’জনে আত্মহত্যা করেছেন। পেশায় প্রাথমিক শিক্ষক মদনমোহনবাবুর বাড়ি কোপ্তিভোল গ্রামে। তিনি স্থানীয় ভুড়রুবনি প্রাথমিক বিদ্যালয়ের টিচার-ইনচার্জ ছিলেন। খড়িকামাথানির একটি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জানকীর বাড়ি আম্বিশোল গ্রামে। জানকীর পরিবারের সঙ্গে মদনমোহনবাবুর পরিবারের হৃদ্যতা ছিল। সেই সূত্রে জানকী কোপ্তিভোল গ্রামে মদনমোহনবাবুর বাড়িতে থেকে পড়াশুনা করত। মদনমোহনবাবু বিবাহিত এবং দুই সন্তানের পিতা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, জানকীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মদনমোহনবাবু। এই নিয়ে তাঁর সংসারে অশান্তি শুরু হয়। এরপরই দিন পনেরো আগে জানকীকে নিয়ে গা-ঢাকা দেন মদনমোহনবাবু। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গত রাতে দু’জনে খালের ধারে বিষ পান করেন।

নানুরে পঙ্ক্তিভোজ

নিজস্ব সংবাদদাতা • নানুর

ভিক্ষুকদের ভিক্ষায় পঙ্ক্তিভোজ।

কেউ দিনমজুর, কেউ বা নিতান্তই ভিক্ষাজীবী। তাঁদের দানেই ভরে ওঠে পঙ্ক্তিভোজের ভাঁড়ার। বছরান্তে স্বেচ্ছায় তাঁরা তুলে দেন সামান্য হলেও একমুঠো চাল। মঙ্গলবার নানুরের ভাষামাঠ শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার মঠে তেমন এক পঙ্ক্তিভোজেই সামিল হলেন এলাকার কয়েক হাজার মানুষ। তিন বছর আগে শুরুর দিনে ভিক্ষার উপর সম্বল করেই শুরু হয়েছিল পঙ্ক্তিভোজ। আজও সেই ধারা অব্যাহত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের ১১ মার্চ ভাষামাঠ গ্রামে ওই মঠ স্থাপিত হয়। শুধু ভিক্ষা দেওয়াই নয়, পঙ্ক্তিভোজে সামিল হন সব শ্রেণির মানুষ। এ দিন স্থানীয় ব্যবসায়ী প্রবীর মণ্ডল, চঞ্চল দত্ত, সমাজকর্মী অমর কুণ্ডুর পাশাপাশি বসে খেলেন দিনমজুর সূর্যমুখী দাস, ভিক্ষাজীবী সনাতন দাসরা।

ফের দুর্ঘটনায় মৃত্যু, অবরোধ বোলপুরে

নিজস্ব সংবাদদাতা • বোলপুর

দুর্ঘটনার পর। —নিজস্ব চিত্র।

ফের বোলপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সকালে বোলপুর-শান্তিনিকেতন রাস্তার উপর চিত্রা মোড়ের কাছে একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল চালকের। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সমীর সরকার (৪৩)। তাঁর বাড়ি বোলপুরের হাটতলা এলাকায়। ঘটনার পর উত্তেজিত জনতা ভাঙচুর চালায় গাড়িটিতে। কিছুক্ষণ পথ অবরোধ করেন তাঁরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যবস্থার নেওয়ার আশ্বাসে, পথ অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দা এবং দোকানদারেরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছ, মঙ্গলবার সকাল সাতটা নাগাদ চিত্রা মোড়ের দিকে আসছিলেন সমীরবাবু। ফুটপাথ থেকে রাস্তায় ওঠার সময়ে তিনি সাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যান। ওই সময়ে তার পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক ধাক্কা মারে তাঁকে। গুরুতর জখম অবস্থায়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ট্রাকের চালক ও খালাসি পলাতক।

গাড়ির ধাক্কায় মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া ও পুরুলিয়া

—নিজস্ব চিত্র।

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বালিকার। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের উপরে, বাঁকুড়া সদর থানার বেলবনী এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত প্রিয়া মাল (৮) বেলবনির বাসিন্দা। ঘটনার সময় রাস্তা পারাপার করতে গিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার। ঘটনাস্থলেই সে মারা যায়। গাড়িটি অবশ্য চম্পট দেয়। ঘটনার পরে পথ অবরোধে নামেন স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়ার ডিএসপি বাপ্পাদিত্য ঘোষ ও বাঁকুড়ার টাউনবাবু প্রভাত বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অন্য দিকে, এ দিনই বিকেলে পুরুলিয়া সদর থানা কর্পূরবাগান এলাকায়, পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে একটি ট্রাক্টরের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে তা ধাক্কা মারে একটি মোটরবাইককে। বাইক-আরোহী তিন যুবক জখম হন। ওই তিনজন পুরুলিয়া শহরের দিক থেকে রঘুনাথপুরের দিকে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে ট্রাক্টরটি শহরের দিকে আসছিল। তখনই ওই দুর্ঘটনা। আহতদের পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো। দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রতিষ্ঠা দিবস

নিজস্ব সংবাদদাতা • নলহাটি

১১৬ বছরের প্রাচীন নলহাটি থানার বানীওড় গ্রামের অর্দ্ধ বুনিয়াদি স্কুলের প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ৯৫ বছর বয়সী কমলেশ রায়চৌধুরী, নলহাটি হীরালাল ভকত কলেজের প্রাক্তন অধ্যক্ষ জগন্নাথ রায়চৌধুরী, স্থানীয় ফরওয়ার্ড ব্লক বিধায়ক দীপক চট্টোপাধ্যায়, স্কুলের সম্পাদক পার্থ রায়চৌধুরী-সহ আরও বিশিষ্ট জন উপস্থিত ছিলেন। স্কুলের প্রধান শিক্ষক সুদীপ চৌধুরী জানান, এ দিন কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

দোকান ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

বাড়ির জায়গা নিয়ে বিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে রামপুরহাট হাসপাতালের সামনে, জাতীয় সড়কের ধারে একটি ওষুধের দোকানে ভাঙচুরের ঘটনা ঘটল। ওই দোকানের মালিক সুপ্রিয় লাহা থানায় রামপুরহাট হাসপাতালের এক কর্মী-সহ পাঁচ জনের নামে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এ দিনই এলাকায় গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

তৃণমূল কর্মীর মৃত্যু

বোমা বাঁধতে গিয়ে জখম তৃণমূল কর্মী রিপন শেখ ওরফে শেখ ইসমাইলের মৃত্যু হল সোমবার রাতে। দিন কয়েক আগে ইলামবাজার থানার ঘুড়িশা-শ্রীপুর গ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হন রিপন। এরপর দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে গুরতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৬ ফেব্রুয়ারি গভীর রাতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। পরের দিন সকালে পুলিশ গিয়ে ওই এলাকা থেকে তৃণমূল কর্মী কওসর শেখের নিথর দেহ উদ্ধার করে। এলাকায় খোঁজ নিয়ে তাঁরা ওই ঘটনায় গুরুতর জখম রিপনের কথাও জানতে পারে।

বিয়ে রুখল প্রশাসন

এক নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। বাঁকুড়ার জঙ্গমলহলের রাইপুর থানার চাঁদুডাঙার ঘটনা। মঙ্গলবার স্থানীয় মহামায়া মন্দিরে সারেঙ্গা ব্লকের বাসিন্দা এক নাবালিকার বিয়ের বন্দোবস্ত করা হয়েছিল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা রাইপুরের একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে। পশ্চিম মেদিনীপুরের লালগড় থানা এলাকার এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল। স্থানীয় সূত্রে খবর পেয়ে রাইপুরের বিডিও দীপঙ্কর দাস পুলিশ নিয়ে ওই মন্দিরে যান। পাত্রপক্ষ তখন গাড়িতে চেপে রাইপুরের মন্দিরে আসছিল। ফোন করে বিডিও তাঁদের বিয়ে করতে নিষেধ করায় মাঝপথ থেকেই তাঁরা ফিরে যান। অন্য দিকে, ওই নাবালিকার বিয়ে ১৮ বছর বয়সের আগে দেওয়া হবে না বলে তার বাবাকে দিয়ে একটি মুচলেখা লিখিয়ে নেওয়া হয়। বিডিও পরে বলেন, “নাবালিকার বাবাকে আমরা বুঝিয়েছি, এটা অন্যায়। ওই নাবালিকা ছাত্রী যাতে কন্যাশ্রী প্রকল্পে সুবিধা পায়, আমরা তার ব্যবস্থা করছি।”

বিবেকানন্দ যুব সম্মেলন

রঘুনাথপুর শহরে হয়ে গেল বিবেকানন্দ যুব সম্মেলন। উদ্যোক্তা রঘুনাথপুর বিবেকানন্দ পাঠচক্র। রবিবার রঘুনাথপুর ১ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এই সম্মেলনে উপস্থিত ছিলেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী জ্ঞানলোকানন্দ, রঘুনাথপুর ১ বিডিও সুনীতিকুমার গুছাইত, রামকৃষ্ণ মিশনের প্রাক্তন শিক্ষক স্বপন বন্দ্যোপাধ্যায়, রঘুনাথপুর কলেজের শিক্ষক সুব্রত রাহা প্রমুখ। উদ্যোক্তাদের তরফে কৌশিক সরকার জানান, অনুষ্ঠানটি দু’টি পর্বে ভাগ করা হয়েছিল। প্রথমে স্বামীজির জীবন ও ভাবধারা নিয়ে আলোচনা হয়েছে। আর ছিল প্রশ্নোত্তর পর্ব। সেখানে বিবেকানন্দের জীবনের উপরে বিভিন্ন প্রশ্ন রেখেছিল স্থানীয় স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা। প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন স্বামী জ্ঞানলোকানন্দ। পরের পর্যায়ে স্বামীজির জীবন ও ভাবধারা নিয়ে আলোচনা করেছেন বক্তারা।

হাতির দল গেল ঝাড়খণ্ডে

এ যাত্রায় মাত্র এক দিন। হুলাপার্টির তাড়া খেয়ে ফের ও-পারে ফিরে গেল হাতির দল। ১৮টি হাতির যে দলটি দিন কয়েক আগে বাঘমুণ্ডি হয়ে ঝাড়খণ্ড চলে গিয়েছিল, সেই দল দিন ছয়েক সেখানে কাটিয়ে রবিবার রাতে ফের বাঘমুণ্ডি এলাকায় ঢুকে পড়ে। সে রাতে কয়েকটি বাড়ি ভাঙচুর করার পাশাপাশি সব্জি খেতেও হামলা চালায় হাতিরা। সোমবার দিনভর গাগি গ্রামের কাছে পলাশ জঙ্গলে অবস্থানের পরে রাতে ফের সুবর্ণরেখা নদী পার হয়ে ঝাড়খণ্ডে ঢুকে পড়েছে তারা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হুলাপার্টির লোকজন সোমবার রাতে দলটিকে সুবর্ণরেখার দিকে খেদাতে শুরু করে। বাঘমুণ্ডির রেঞ্জার শম্ভুনাথ মাইতির অবশ্য আশঙ্কা ফের হাতির দল এ দিকে চলে আসতে পারে। তাঁর কথায়, “ক’দিন ওপারে থাকে, তা আগে দেখি!”

ক্লাসঘর উদ্বোধন

প্রধান শিক্ষকের অফিসঘর-সহ নবনির্মিত চারটি ক্লাসঘরের উদ্বোধন হল পুরুলিয়ার কাশীপুর ব্লকের কুশতোড় জুনিয়র হাইস্কুলে। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক স্বপন বেলথরিয়া, বিডিও তপনকুমার ঘোষাল ও পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া। স্কুলের টিচার-ইন-চার্জ বাপ্পাদিত্য বসু জানান, এত দিন অসুবিধের মধ্যে পড়ুয়ারা ক্লাস করত। এখন তাদের সেই সমস্যা অনেকটাই দূর হল।

দল বদল

পুরভোটের আগেই রামপুরহাটের বিভিন্ন ওয়ার্ডের বেশ কিছু বিজেপি কর্মী দলে যোগ দিয়েছেন বলে তৃণমূল দাবি করল। মঙ্গলবার সকালে স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ওই সমস্ত কর্মীরা উপস্থিত হন। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা ওই সমস্ত কর্মীদের দাবি, পুরসভা এলাকায় বিজেপি-র শহর মণ্ডল কমিটির সঙ্গে জেলা সহ-সভাপতির অন্তর্দ্বন্দ্বে তাঁরা দল ছেড়েছেন। বিজেপি-র দাবি, তাঁদের আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

চ্যাম্পিয়ন আবাডাঙা

লাভপুরের শাঁখপুর শিবাজী সঙ্ঘ পরিচালিত ষোলো দলীয় ‘রেজাউল স্মৃতি নকআউট ক্রিকেট প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হল স্থানীয় আবাডাঙা রেজাউল একাদশ। রবিবার স্থানীয় মাঠে খেলা শুরু হলে প্রথমে ব্যাট করতে নেমে আবাডাঙা নির্ধারিত ১৬ ওভারের খেলায় ৮ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে সাঁইথিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৪.২ ওভারে ১০৯ রান করে অলআউট হয়ে যায়। আবাডাঙার মঙ্গলময় চক্রবর্তী ‘ম্যান অফ দ্য ম্যাচ’ এবং অমিত চন্দ্র ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ হন। সম্পাদক আজিজুল হক জানান, উইনার্স এবং রানার্স দলকে ট্রফি-সহ ৬ ও ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। স্থানীয় মানুষের সহযোগিতার জন্যই সেটা সম্ভব হল।

মামলায় পক্ষপাতের অভিযোগ, জেলাশাসকের কাছে সাগর ঘোষের স্ত্রী

—নিজস্ব চিত্র।

পাড়ুইয়ের সাগর ঘোষ হত্যা মামলায় পক্ষপাতের অভিযোগ তুলে সরকারি আইনজীবীর বদল চেয়ে জেলাশাসককে আগেই চিঠি দিয়েছিলেন। তারই পরিপ্রেতিতে মঙ্গলবার সিউড়িতে নিজের চেম্বারে নিহতের স্ত্রী সরস্বতীদেবীর সঙ্গে কথা বললেন জেলাশাসক পি মোহন গাঁধী। সঙ্গে ছিলেন ছেলে হৃদয় ঘোষও। পরে জেলাশাসক বলেন, “ওঁর কথা শুনেছি। এর পরে সরকারি আইনজীবীর সঙ্গে বলব। তার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ছিনতাই

রেলকর্মীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মোবাইল-সহ টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। ঘটনাস্থল, রামপুরহাট থানা থেকে একশ মিটার দূরত্বের মধ্যে। মঙ্গলবার ভোরে ওই রেলকর্মী স্টাফ কোয়ার্টার থেকে কাজে বেরিয়েছিলেন। তখনই ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের ফুটবল

জনসংযোগ বাড়াতে রেল পুলিশের সাঁইথিয়া থানার উদ্যোগে দু’দিনের ফুটবল প্রতিযোগিতা শেুরু হয়েছে রামপুরহাট রেলওয়ে মাঠে। উদ্বোধন করেন রেল পুলিশের সাঁইথিয়া ওসি বিকাশ মুখোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

puru tukro brief story
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE