Advertisement
১৯ মে ২০২৪

টুকরো খবর

চিকিৎসক পরিচয় দিয়ে হাসপাতালের ওয়ার্ডে ঢুকে মহিলা রোগীদের পরীক্ষা করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হল এক যুবক। শনিবার দুপুরে বাঁকুড়া মেডিক্যালের ঘটনা। অন্ডালের জামবাদ কোলিয়ারি এলাকার ওই যুবকের নাম শিবদাস বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে ঢোকেন। অভিযোগ, তিনি রোগিণীদের সঙ্গে কথা বলেন ও শারীরিক পরীক্ষা করেন।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৫ ০০:১৫
Share: Save:

হাসপাতালের মহিলা ওয়ার্ডে ঢুকে গ্রেফতার

চিকিৎসক পরিচয় দিয়ে হাসপাতালের ওয়ার্ডে ঢুকে মহিলা রোগীদের পরীক্ষা করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হল এক যুবক। শনিবার দুপুরে বাঁকুড়া মেডিক্যালের ঘটনা। অন্ডালের জামবাদ কোলিয়ারি এলাকার ওই যুবকের নাম শিবদাস বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে ঢোকেন। অভিযোগ, তিনি রোগিণীদের সঙ্গে কথা বলেন ও শারীরিক পরীক্ষা করেন। তাঁর আচরণ সন্দেহজনক দেখে রোগীরা চিৎকার করেন। তখন স্বাস্থ্যকর্মীরা ওই যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। গঙ্গাজলঘাটির গোবিন্দধামের বাসিন্দা শঙ্করী নন্দীর অভিযোগ, “গত বুধবারও ছেলেটি নিজেকে ডাক্তার বলে স্ত্রীরোগ বিভাগে ভর্তি আমার বৌমার স্বাস্থ্য পরীক্ষা করে। সে দিনই সন্দেহ হয়েছিল। এ দিন ফের ওকে দেখে কিছু প্রশ্ন করি। ঘাবড়ে যেতেই বুঝি ও ডাক্তার নয়।” হাসপাতালের সুপার পঞ্চানন কুণ্ডু জানান, ওই যুবক আমাদের কাছে স্বীকার করেন তিনি মিথ্যা পরিচয় দিয়ে মহিলা ওয়ার্ডে ঢুকেছিলেন। কিন্তু কেন তিনি ওই কাজ করলেন তা পরিষ্কার নয়। পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

বধূকে ধর্ষণের অভিযোগে ধৃত

টাকা পৌঁছে দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে এক বধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অম্বুজ মাহাতো। পুরুলিয়ার কোটশিলা থানার উড়ুসাড়াম গ্রামের বাসিন্দা। যে বধূকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ সেই মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। স্বামীর পাঠানো টাকা ওই মহিলার বাড়িতে পৌঁছে দেওয়ার অছিলায় বাড়িতে ঢুকে মহিলার উপর অম্বুজ নির্যাতন চালায় বলে অভিযোগ। গত শুক্রবার কোটশিলা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। শনিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিন পুলিশ হেফাজতে পাঠান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

puru tukro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE