Advertisement
১৯ মে ২০২৪

টুকরো খবর

এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের বুথ কমিটির সভাপতি-সহ তাঁর আত্মীয় এবং পরিবারের চার ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা ইলামবাজার থানার শীর্ষা পঞ্চায়েতের রবিবার রাতের। ইলামবাজার থানায় সোমবার লিখিত অভিযোগ জানিয়েছেন, ওই নির্যাতিতা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে ধরতে পারেনি পুলিশ।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৫ ০০:৪৬
Share: Save:

শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল নেতা

নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার

মায়ের সঙ্গে। —নিজস্ব চিত্র

এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের বুথ কমিটির সভাপতি-সহ তাঁর আত্মীয় এবং পরিবারের চার ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা ইলামবাজার থানার শীর্ষা পঞ্চায়েতের রবিবার রাতের। ইলামবাজার থানায় সোমবার লিখিত অভিযোগ জানিয়েছেন, ওই নির্যাতিতা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে ধরতে পারেনি পুলিশ। জেলা পুলিশ সুপার মুকেশ কুমার অবশ্য এ নিয়ে কিছু বলতে চাননি। তিনি এসএমএসেরও উত্তর দেননি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ওই পড়ুয়া এ বার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। রবিবার রাতে গ্রামের দোকান থেকে চা, চিনি কিনে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, ওই সময়ে গ্রামেরই শেখ রাইহান, শেখ রাজিবুল, শেখ আরফান ও শেখ মহম্মদ নামে চার জন ওই ছাত্রীর পিছু নেয়। কিছুটা এগোনোর পর রাস্তায় কেউ না থাকার সুযোগ বুঝে, ওই ছাত্রীকে অশ্লীল কথা বলে। তার পোষাক ছিঁড়ে দেয়। নির্যাতিতা চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায়। এ দিন তৃণমূলের স্থানীয় বুথ কমিটি সভাপতি শেখ আরফান বলেন, “অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। গোটা পরিবার এবং আত্মীয়কে ফাঁসানোর চেষ্টা করছে, ওই ছাত্রীর পরিবার।’’ শীর্ষা গ্রাম পঞ্চায়েতের প্রধান ফরিদা বিবি বলেন, “অভিযোগ ভিত্তিহীন। উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই অভিযোগ করছেন ওই ছাত্রী। এই জাতীয় কোনও ঘটনা ঘটেনি।”

শিক্ষা নিয়ে আলোচনাচক্র

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

লিভার ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার পুরুলিয়া হরিপদ সাহিত্য মন্দির হলে অনুষ্ঠিত হল শিক্ষা নিয়ে এক আলোচনাচক্র। যার শীর্ষক ছিল, ‘অবৈতনিক শিক্ষা কি পড়ে পাওয়া যায় চোদ্দ আনা’। রূপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মারক এই আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য ও সঙ্গীতশিল্পী অভিজিৎ বসু। শিক্ষা দেওয়া নেওয়ার মাঝে কোনও বিনিময় থাকা উচিত নয় বলে মত প্রকাশ করেন শঙ্করলালবাবু। তিনি বলেন, ‘‘এই যে বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন রাস্তার পাশে দেওয়া থাকে, যে সংস্থাগুলি জয়েন্টের পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রশিক্ষণ দেয়, সেই সংস্থাগুলির দরজায় কত সংখ্যক মানুষ পৌঁছতে পারেন?’’ সঙ্গীতশিল্পী অভিজিত বসু তাঁর জীবনের একটি ঘটনার উদাহরণ তুলে ধরেন। এক সময় তাঁর পিসতুতো দাদার কাছে একজোড়া তবলা ছিল। তিনি এই বাদ্যযন্ত্র দুটির তেমন একটা ব্যবহার করতেন না। পিসেমশাই তাঁকে বলেছিলেন তিনি চাইলে ঐ বাদ্যযন্ত্র দুটি নিয়ে গিয়ে ব্যাবহার করতে পারেন। এই তবলা বাজানোর মধ্যে দিয়েই তাঁর সঙ্গীতের প্রতি একটা ভালবাসা জন্মে যায়। তারপর আজ তিনি যতটুকু শিখেছেন তাতে এই বাদ্যযন্ত্র দুটিরও অবদান রয়েছে। তিনি বলেন, ‘‘আমার কাছে ওই তবলা তো পড়ে পাওয়া চোদ্দ আনা হয়নি। পুরো ষোল আনাই হয়েছে।’’ লিভার ফাউন্ডেশনের পক্ষে পার্থ মুখোপাধ্যায় বলেন, ‘‘একটি কর্মসূচী চলছে বীরভূম, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায়। আমরা জয়েন্টের জন্য মেধাবী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছি। এই ব্যবস্থা অবৈতনিক।’’

ট্রেনে হার ছিনতাই

নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া

ট্রেনের মধ্যে এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাইয়ের ঘটনা ঘটল সাঁইথিয়ায়। ঘটনাটি ঘটে সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ রামপুরহাটগামী বর্ধমান-রামপুরহাট বামদেব প্যাসেঞ্জার ট্রেনে। রেল পুলিশ জানায়, যে মহিলার হার ছিনতাই হয়েছে তাঁর নাম দীপিকা মণ্ডল। স্টেশনের লোকজন ওই হকারকে ধরে, রেল পুলিশের হাতে তুলে দেয়। ওই মহিলার স্বামী বিপ্লব মণ্ডল বলেন, ‘‘বামদেব ট্রেনে সস্ত্রীক মল্লারপুর যাচ্ছিলাম এক আত্মীয়র বাড়ি। সাঁইথিয়ায় ট্রেনে ওঠার সময় ভিড় ঠেলে আমি উঠে যাই। পিছনেই আমার স্ত্রী ছিল। স্ত্রীর গলায় প্রায় ভড়ি দেড়েক ওজনের সোনার হার ছিল। সে ট্রেনে ওঠার সময় পিছন থেকে কেউ তার গলার হারটা ছিনতাই করে নেয়।’’ দীপিকাদেবী বলেন, ‘‘গলায় এত টান লাগে যে আমি আর ট্রেনে উঠতে পারিনি। চিৎকার করতে করতেই ট্রেন ছেড়ে দেয়। আমার স্বামী আগেই ট্রেনে চেপে যাওয়ায় তিনি আর ট্রেন থেকে নামতেই একজন গলার হার ধরে টান দেয়। সন্দেহ, সেই হার ছিনতাই করেছে। স্বামী আর নামতে পারেননি।’’ স্থানীয়দের সহযোগিতায় ওই হকারকে ধরে রেল পুলিশ। সাঁইথিয়া রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ জানায় বিপ্লব বাবুদের অভিযোগের ভিত্তিতে, ‘‘ওই হকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

থমকে জাতীয় সড়ক

নিজস্ব সংবাদদাতা • সিউড়ি

থমকে জাতীয় সড়ক। সোমবার ছবিটি তুলেছেন দয়াল সেনগুপ্ত।

সেতুতে লরি আটকে ৬০ নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ যানজটে থমকে রইল। সোমবারের ঘটনা। এ দিন সকালে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের মধ্যে সিউড়ি থানা এলাকায় চন্দ্রভাগা নদীর সেতুর উপরে হঠাৎ-ই যন্ত্রাংশ বিকল হয়ে আড়াআড়ি আটকে যায় একটি পণ্য বোঝাই ভারি লরি। তারপর থেকেই ওই সেতুর দু’দিকে কয়েক কিলোমিটার লম্বা লাইন পড়ে যায়। থমকে থাকে সড়ক। ভারি লরি, যাত্রীবাহী সরকারি ও বেসরকারি বাস ও ছোট গাড়ি আটকে পড়ে। বাদ পড়েনিনি অ্যাম্বুল্যান্সও। দুপুর গড়িয়ে একই পরিস্থিতি থাকলেও লরিটিকে সরানোর কোনও প্রশাসনিক উদ্যোগ চোখে পড়েনি। সদাইপুর ও সিউড়ি থানার মধ্যে, কার এলাকায় লরি রয়েছে সেতু তাই নিয়ে চাপানউতোর চলে। ক্ষুব্ধ হন সাধারণ মানুষ। দুপুর দুটোর পর লরিটিকে কিছুটা সারনোর পর পরিস্থিতির জট কাটতে শুরু করে।

সিউড়িতে বুক ব্যাঙ্ক

নিজস্ব সংবাদদাতা • সিউড়ি

অবসরপ্রাপ্ত শিক্ষকের দানের টাকায় গড়ে উঠল ‘বুক ব্যাঙ্ক’। উদ্দেশ্য দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য করা। সোমবার ওই ‘বুক ব্যাঙ্ক’টির আনুষ্ঠানিক উদ্বোধন হল সিউড়ি বিদ্যাসাগর কলেজে। কলেজের অবসরপ্রাপ্ত গণিতের অধ্যাপক পঙ্কজকুমার ঘোষ তার জন্য এক লক্ষ টাকা কলেজকে দান করেছেন। এমনটাই জানিয়েছেন বিদ্যাসাগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাদেব চন্দ্র। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মহাদেববাবু বলেন, ‘‘ওঁর ইচ্ছে অনুসারে দানের টাকা ব্যাঙ্কে রাখা থাকবে। যে সুদ হবে, সেই টাকায় বই কিনে গরিব মেধাবী পড়ুয়াদের পড়াশোনের জন্য দেওয়া হবে।’’ তিনি জানান, এ বারই কলেজ প্রায় ৮ হাজার টাকার বই কিনেছে। প্রয়োজনে পড়ুয়ারা পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ওই বই নিজের কাছে রাখতেও পারবেন। যিনি উদ্যোগ নিলেন, সেই পঙ্কজবাবু বলছেন, ‘‘কলেজে থাকাকালীনই বইয়ের অভাবে কিছু পড়ুয়ার কষ্টের কথা ভেবেই এ কাজ করলাম।’’

দাবা প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা • আদ্রা

দক্ষিণ-পূব রেলের আদ্রায় শুরু হওয়া আদ্রা ফাইড ওপেন ইন্টারন্যাশন্যাল রেটিং দাবা প্রতিযোগিতা শেষ হল সোমবার। এ দিন রেলের অফিসার্স ক্লাবে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ-পূব রেলের জিএম রাধেশ্যাম, চিফ পার্সোনাল অফিসার মনোজ পাণ্ডে ও আদ্রা ডিভিশনের ডিআরএম অংশুল গুপ্ত প্রমুখ। অল ইন্ডিয়া দাবা ফেডারেশন ও বেঙ্গল দাবা অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ৮১ জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। এ দিন তাঁদের মধ্যে সফল ৩০ জনকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতার উদ্যোক্তা ছিল, সাউথ ইষ্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের আদ্রা শাখা।

প্রৌঢ়াকে নলি কেটে খুন কেন্দার গ্রামে

স্নান সেরে ফেরার পথে খুন হয়ে গেলেন এক প্রৌঢ়া। পুলিশ জানায়, নিহতের নাম কান্দরি গঙ্গোপাধ্যায় (৫৫) । বাড়ি পুরুলিয়ার কেন্দা থানার পিঁড়রা গ্রামে। সোমবার বেলা ১১টা নাগাদ পিঁড়রা গ্রামের পুকুর পাড়ে ঘটনাটি ঘটেছে। নিহতের বড় ছেলে স্বপন গঙ্গোপাধ্যায় তাঁরই জেঠতুতো দাদার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। স্বপনের অভিযোগ, ‘‘মা এদিন পুকুর থেকে স্নান সেরে ফিরছিলেন। ওই সময় আমিও স্নানে যাচ্ছিলাম। স্নানের ঘাট ফাঁকা ছিল। দূর থেকে দেখি, আমার জ্যাঠতুতো দাদা তমাল একটা ছুরি নিয়ে মায়ের ওপর চড়াও হয়েছে। মা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তমাল মাকে মাটিতে ফেলে গলায় ছুরি চালিয়ে দেয়। আমি অনেকটা দূরে ছিলাম। চিৎকার করে লোক ডাকি। তমাল তখন পালিয়ে যায়। পুকুরের অন্য পাড় থেকে মায়ের কাছে পৌঁছে দেখি, ছটফট করতে করতে মা নিথর হয়ে গেলেন।’’ পুলিশের কাছে স্বপন এ-ও দাবি করেছেন যে, কয়েক দিন আগে পারিবারিক বিষয় নিয়ে তাঁদের সঙ্গে তমালের ঝগড়া হয়েছিল। প্রাথমিক তদন্তের পরে পুলিশও জানিয়েছে, দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। অভিযোগ পাওয়ার পর তমালের খোঁজে গিয়েও তাঁর সন্ধান মেলেনি বলে পুলিশের দাবি। পুলিশ জানিয়েছে, কান্দরিদেবীকে গলার নলি কেটে খুন করা হয়েছে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাহা উৎসব

সোমবার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পালিত হল বাহা উৎসব। এ দিন উৎসবের উদ্বোধন করেন উপাচার্য দীপকরঞ্জন মণ্ডল। উৎসব উপলক্ষ্যে একটি আলোচনাচক্রও অনুষ্ঠিত হয়। ছিলেন ভারতীয় নৃতত্ত্ব সবের্ক্ষণ বিভাগের বিজ্ঞানী দলপতি মুর্মু, সাঁওতালি ভাষার লেখক কলেন্দ্রনাথ মান্ডি প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান গৌতম মুখোপাধ্যায় জানিয়েছেন, এই উৎসবের উদ্যোক্তা ছিল যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি, নৃতত্ত্ব ও ইতিহাস বিভাগ।

ভ্রম সংশোধন

সোমবার পত্রিকার ‘বীরভূম’ সংস্করণে পুরভোটের প্রার্থীতালিকায় কিছু ভুল থেকে গিয়েছে। সাঁইথিয়া শহরের ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী তরুণ ঘোষকে ‘সিপিএম প্রার্থী’ বলে ছাপা হয়েছে। আদতে তরুণবাবু কংগ্রেস দলের প্রার্থী। পাশাপাশি এমনটাও লেখা হয়েছিল, কংগ্রেসের এ বার শহরের চারটি ওয়ার্ডে কোনও প্রার্থী নেই। আদতে ওই সংখ্যাটি হবে তিন। শহরের ১, ২ ও ১৬ নম্বর ওয়ার্ডে এ বার দলের কোনও প্রার্থী নেই। ১ ও ২ নম্বরে কংগ্রেস কোনও মনোনয়নপত্র জমা করেনি। অন্য দিকে, ১৬ নম্বরে তারা মনোনয়নপত্র জমা দিলেও সংশ্লিষ্ট প্রার্থী পরে তা প্রত্যাহার করে নেন। সুতরাং ১৬ ওয়ার্ডের সাঁইথিয়া পুরসভায় এ বার কংগ্রেসের প্রার্থী সংখ্যা ১৩। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

puru tukro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE