Advertisement
১৯ মে ২০২৪

টুকরো খবর

ভবানীপুর সপ্তপ্রদীপ সাংস্কৃতিক সংস্থা আয়জিত একদিনের ভলিবল টুর্নামেন্টে জয়ী হল মাজিগ্রাম নিউ যুব সংঘ। সোমবার খেলায় মোট আটটি দল যোগ দেয়। খেলার সূচনা করেন সাঁইথিয়া হাইস্কুলের ক্রীড়া শিক্ষক মুকুলেশ্বর রহমান। নকআউট ভলিবল টুর্নামেন্টের প্রথম খেলায় ২-১ গেমে বোলপুরকে হারিয়ে দেয় কাঞ্চননগর নিউ যুব সংঘ। সেমি ফাইনালে পারুলিয়াকে হারিয়ে মাজিগ্রাম ও বোলপুরকে হারিয়ে কাঞ্চননগর ফাইনালে ওঠে।

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৫ ০০:২২
Share: Save:

জয়ী মাজিগ্রাম

নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া

ভবানীপুর সপ্তপ্রদীপ সাংস্কৃতিক সংস্থা আয়জিত একদিনের ভলিবল টুর্নামেন্টে জয়ী হল মাজিগ্রাম নিউ যুব সংঘ। সোমবার খেলায় মোট আটটি দল যোগ দেয়। খেলার সূচনা করেন সাঁইথিয়া হাইস্কুলের ক্রীড়া শিক্ষক মুকুলেশ্বর রহমান। নকআউট ভলিবল টুর্নামেন্টের প্রথম খেলায় ২-১ গেমে বোলপুরকে হারিয়ে দেয় কাঞ্চননগর নিউ যুব সংঘ। সেমি ফাইনালে পারুলিয়াকে হারিয়ে মাজিগ্রাম ও বোলপুরকে হারিয়ে কাঞ্চননগর ফাইনালে ওঠে। ফাইনালে ২-০ গেমে কাঞ্চনগরকে হারিয়ে সপ্তপ্রদীপ ভলিবল ট্রফি জিতে নেয় মাজিগ্রাম। ট্রফি ছড়াও মাজিগ্রাম দলকে প্রথম পুরস্কার হিসাবে চার হাজার টাকা দেওয়া হয়। রানার্স ট্রফি ও আড়াই হাজার টাকা দেওয়া হয় কাঞ্চননগরকে। আয়োজক সংস্থার সম্পাদক সুব্রত ঘটক বলেন, ‘‘মল্লারপুর পূর্বাঞ্চল মানব সেবা কেন্দ্রের সহযোগিতায় এই ভলিবল টুর্নামেন্ট করা সম্ভব হল। ফাইনাল খেলার সময় স্থানীয় বহু ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন।’’ ট্রফি ও পুরস্কারের টাকা তুলে দেন মল্লারপুরের ওই সংস্থার সুমন গুপ্তা ও স্থানীয় সব পেয়েছি আসরের সভাপতি সত্যেশ সরকার। এছাড়াও ফাইনালে যোগ দেওয়া দুটি দলের প্রতিটি খেলোয়াড়কে একটি করে মেডেল দেওয়া হয়।

স্কুলে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • পাড়া

মিড-ডে মিলের মান খারাপ, ছাত্রীদের শৌচালয় নেই, তফসিলি জাতি ও উপজাতি ছাত্রদের হস্টেল বন্ধ দুই বছর ধরে। এমন নানা অভিযোগ তুলে স্কুলে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। ঘটনাটি পাড়া ব্লকের ভাঁওরিডি হাইস্কুলের। সোমবার ছাত্র সংগঠন ডিএসও-র নেতৃত্বে ঘণ্টা তিনেক স্কুলে বিক্ষোভ হয়। পরে দাবি আদায়ে প্রধান শিক্ষককে ঘেরাও করে ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভের জেরে এ দিন স্কুলে পঠনপাঠনও ব্যাহত হয়েছে। ডিএসও-র পুরুলিয়া জেলা সভাপতি স্বদেশপ্রিয় মাহাতোর অভিযোগ, পাড়া ব্লকের অন্য স্কুলগুলির তুলনায় ভাঁওরিডিতে বার্ষিক ফি বেশি নেয় স্কুল কর্তৃপক্ষ। কিন্তু, স্কুলের সমস্যা মেটাতে উদ্যোগী নয় তারা। এ দিন সকালে গ্রামে মিছিল করার পরে স্কুলের গেটে বিক্ষোভ দেখায় শতাধিক ছাত্রছাত্রী। বহু ছাত্রীরই ক্ষোভ, ‘‘স্কুলে ছাত্রীদের জন্য কোনও শৌচালয় নেই। ফলে রোজ সমস্যায় পড়তে হয়। স্কুল কর্তৃপক্ষকে বহুবার বলেও ফল হয়নি।” এ দিন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে জানান, বাইরে আছেন। পরে তাঁর মোবাইলে একাধিক বার ফোন করা হলেও তিনি ধরেননি।

লগ্নিসংস্থা নিয়ে দাবি

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা সুদ সমেত ফেরত দেওয়া, বিভিন্ন এলাকায় বসবাসকারী এজেন্টদের নিরাপত্তা, বেসরকারি অর্থলগ্নি সংস্থাগুলিকে বেআইনি ঘোষণা করা-সহ নানা দাবিতে সোমবার বলরামপুরের বিডিওকে স্মারকলিপি দিল অল বেঙ্গল চিটফান্ড ডিপোজিটর অ্যান্ড এজেন্ট ফোরামের স্থানীয় শাখা। তাদের আরও দাবি, ওই সব লগ্নিসংস্থার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা, যে সমস্ত এজেন্ট ও আমানতকারী সব হারিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন, তাঁদের পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। সংগঠনের সম্পাদক ভন্দু মাঝি বলেন, ‘‘আমরা প্রশাসনের কাছে আমাদের দাবি জানিয়েছি। আমাদের শ’দেড়েক এজেন্টের কী অবস্থা, তা-ও জানিয়েছি।’’ বিডিও বলেন, ‘‘আমি ওঁদের জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমাদের পক্ষে যতটুকু দেখার আমরা দেখব। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও জানানো হবে।’’

বাজেয়াপ্ত মদের বোতল

নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র

বেআইনি ভাবে বাড়িতে ও দোকানে মজুত করা প্রচুর পরিমাণ দেশি ও বিদেশি মদ উদ্ধার করেছে পাত্রসায়র থানার পুলিশ। রবিবার রাতে পাত্রসায়রের বাজার এলাকা, বালসি ও বীরসিংহ গ্রামের দু’টি বাড়ি ও একটি দোকান থেকে শতাধিক বোতল দেশি ও বিদেশি মদ আটক করা হয়। যদিও ওই মদ বিক্রেতাদের পুলিশ ধরতে পারেনি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পাত্রসায়রের বাজার এলাকায় একটি চায়ের দোকানে বেআইনি ভাবে মদ মজুত ও বিক্রি করা হচ্ছিল বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল। ওই দোকানে এবং দোকানদারের বাড়িতে হানা দেওয়া হয়। প্রচুর পরিমাণে দেশি ও বিদেশি মদ পাওয়া গিয়েছে। একই ভাবে বালসির একটি দোকান এবং বীরসিংহের একটি বাড়ি থেকেও চোলাই ও দেশি মদ উদ্ধার করা হয়েছে।

ধৃত মহিলাদের জামিন
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

চোর সন্দেহে গণপিটুনির পরে পুলিশ গ্রেফতার করেছিল দুই মহিলাকে। রামরপুরহাটের ওই ঘটনায় সোমবার ধৃতদের জামিন দিল আদালত। সরকারি আইনজীবী অতীন্দ্রকুমার মণ্ডল বলেন, ‘‘ধৃত দুই মহিলার নাম এফআইআর-এ ছিল না। পুলিশ সন্দেহ বশত ওই দুই মহিলাকে গ্রেফতার করেছিল। তাই রামপুরহাট আদালতের জেএমওয়ান (ফাস্ট কোর্ট) বিচারক প্রদীপ বন্দ্যোপাধ্যায় ধৃত দুই মহিলাকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছেনি।’’ সোমবার চোর সন্দেহে বাস থেকে নামিয়ে ওই দুই মহিলাকে জনতা বেদম মারধর করেছিল। পুলিশ মহিলাদের গ্রেফতার করলেও যারা আইন হাতে নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

চলচ্চিত্র উৎসব
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

সপ্তাহান্তে বেশ কয়েকটি ভাল ছবির স্বাদ পেল পুরুলিয়া শহরের সিনেমাপ্রেমীরা। ‘কাব্যায়ণ’-র উদ্যোগে শহরের হরিপদ সাহিত্য মন্দিরে শুক্রবার থেকে তিনদিনের চলচ্চিত্র উৎসব হয়ে গেল। কালপুরুষ, উজানতলি, বাউল গৌর ক্ষ্যাপার উপর তথ্যচিত্র, ক্ষাপার মন বৃন্দাবন, মেঘমল্লার, বৃত্ত, লেবার অব লাভ, ছোটদের ছবি দ্য সাইলেন্ট হিরোজ, ওপেন টি বায়স্কোপ সহ আরও কয়েকটি ছবি দেখানো হয়। সংগঠনের পক্ষে পিনাকী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সমস্ত সিনেমাপ্রেমীদের কথা ভেবেই আমরা এই উৎসবের আয়োজন করেছিলাম। দর্শকদের ভাল সাড়া পেয়ে আমরা খুশি।’’

বোমা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • নানুর

ফের ড্রামভর্তি বোমা উদ্ধার হল নানুরের গ্রামে। সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে, বাসাপাড়া পেট্রোল পাম্প এবং তাকোড়া গ্রামের মাঝে একটি ধানের জমি থেকে তিন টি প্লাস্টিকে ড্রাম ভর্তি প্রায় দেড়শো টি বোমা উদ্ধার করে পুলিশ। এর আগেও, ওই থানারই আটকুলা গ্রাম থেকে মাটিতে পোঁতা অবস্থায়ে তিন ড্রাম বোমা উদ্ধার করেছিল পুলিশ। পুলিশ জানায়, কারা কি কারণে বোমা মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বোমাগুলি নিস্ক্রিয় করা হয়েছে।

সংস্কৃত প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা • রাইপুর

সংস্কৃত সম্ভাষণ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে রাইপুরে। ১০ দিনের এই শিবির স্থানীয় গড় রাইপুর হাইস্কুলে গত ৩১ মার্চ থেকে চলছে। শিবিরের আয়োজক রাইপুর সংস্কৃতি অনুরাগীবৃন্দ। শিবিরটি পরিচালনা করছেন ‘সংস্কৃত ভারতী’র প্রশিক্ষক মিলন মাজি। প্রতিদিন সকাল ও বিকেলে প্রশিক্ষণ চলছে।

ফের বহিষ্কার তৃণমূলে

দলের টিকিট না পেয়ে ‘নির্দল’ হয়ে যাওয়া আরও এক গোঁজ প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল। ১৯ নম্বরের ওয়ার্ডের পরে এ বার বিষ্ণুপুরের ১০ নম্বর ওয়ার্ডের এক গোঁজ ‘নির্দল’ প্রার্থীকে বহিষ্কার করা হল। বহিষ্কৃত ওই নির্দল প্রার্থীর নাম মিলন রক্ষিত। তিনি দলেরই টিকিটে দাঁড়ানো রবিলোচন দে-র (লালু) বিরুদ্ধে ১০ নম্বর ওয়ার্ডে লড়ছেন মই প্রতীকে। সোমবার বিষ্ণুপুর পুরসভার বিদায়ী পুরপ্রধান তথা রাজ্যের বস্ত্র মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “দলের প্রতীকে দাঁড়ানো রবিলোচন দে-র বিরুদ্ধে প্রার্থী হওয়ায় মিলন রক্ষিতকে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে।” মিলনবাবু অবশ্য বলেছেন, “রবিবার শ্যামবাবু নির্বাচনী বক্তৃতায় আমাকে বহিষ্কারের কথা বলেছেন বলে শুনেছি। কিন্তু আমি এ দিনও কোনও লিখিত চিঠি পাইনি। আমি আমার লড়াই চালিয়ে যাব।’’ মিলনবাবুর লড়াইকে দলবিরোধী জানিয়ে রবিলোচনবাবু বলেন, “আমি দীর্ঘদিন পাশের ১২ নম্বর ওয়ার্ড থেকে জিতে কাউন্সিলর হিসেবে এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছি। এখানকার মানুষ সেই খবর জানেন। তাঁরা আমাকেই ফের জিতিয়ে আনবেন। দলবিরোধী কাজের জন্য মিলনবাবুর জামানত জব্দ হবে।”

দুর্ঘটনায় মৃত্যু

গ্যারাজে কাজ করার সময়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক তরুণের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ রামজান (১৯)। তাঁর বাড়ি নিতুড়িয়া থানার নামো দিঘা গ্রামে। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটছে নিতুড়িয়া থানারই ইনানপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইনানপুরে একটি গ্যারাজে কাজ করছিলেন রামজান। সেই সময় একটি ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। হারমাড্ডি ব্লক স্বাস্থ্যকেন্দ্র তাঁকে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

পুকুরে দেহ

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক মহিলা। পরে পুকুরের জলে তাঁর দেহ ভেসে ওঠে। মৃতার নাম মায়া দাস (৫২)। তাঁর বাড়ি আদ্রার ৬৪ কলোনির রেল আবাসনে। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে আদ্রার বেনিয়াসোলে সরাক বাঁধ নামের একটি পুকুরে। পুলিশ গিয়ে তাঁর দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্নান করার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়ে পুকুরে তলিয়ে যান।

নেতাজি ভাবনা

বর্তমান প্রজন্মের অনেকের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু সর্ম্পকে তেমন স্পষ্ট ধারণা নেই। নেই আগ্রহও। এই ভাবনা থেকেই নেতাজির জীবন ও কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি পুঞ্চায় একটি আলোচনাসভা হয়ে গেল। আয়োজন করেছিল ‘নেতাজি ভাবনা’ নামের একটি মঞ্চ। প্রধান বক্তা পূরবী রায় নেতাজি সর্ম্পকে বিশদে আলোচনা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

puru tukro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE