Advertisement
১১ জুন ২০২৪

টুকরো খবর

রোগ হলে ওঝা, গুণীনের কাছে না গিয়ে চিকিৎসকের কাছে গেলে নিরাময় পাওয়া যায়। পথনাটিকা করে গ্রামবাসীকে এই বার্তাই দিলেন বলরামপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যেরা। সম্প্রতি তাঁরা ওই নাটক করেন বোরো থানার বড়গড়া গ্রামে। মাস দুয়েক আগে ওই গ্রামেরই এক শিশু ও তার মাকে ডাইন অপবাদ দিয়ে গ্রামছাড়া করার অভিযোগ উঠেছিল গ্রামের কিছু বাসিন্দার বিরুদ্ধে।

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৫
Share: Save:

কুসংস্কার দূরীকরণে পথনাটিকা

নিজস্ব সংবাদদাতা • বোরো

রোগ হলে ওঝা, গুণীনের কাছে না গিয়ে চিকিৎসকের কাছে গেলে নিরাময় পাওয়া যায়। পথনাটিকা করে গ্রামবাসীকে এই বার্তাই দিলেন বলরামপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যেরা। সম্প্রতি তাঁরা ওই নাটক করেন বোরো থানার বড়গড়া গ্রামে। মাস দুয়েক আগে ওই গ্রামেরই এক শিশু ও তার মাকে ডাইন অপবাদ দিয়ে গ্রামছাড়া করার অভিযোগ উঠেছিল গ্রামের কিছু বাসিন্দার বিরুদ্ধে। পরে অবশ্য পুলিশ ও তৃণমূলের স্থানীয় নেতাদের একাংশের সহযোগিতায় তাঁরা ঘরে ফেরেন। নাটকের পরে ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটি গান শোনায় এবং বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যেরা জাদু প্রদর্শন করে তার বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ব্যাখ্যা করেন। সমস্ত অনুষ্ঠানের আয়োজন করেছিল জেলা পুলিশ ও বোরো থানা।

মাঠ নিয়ে তদন্তে দল

নিজস্ব সংবাদদাতা • মানবাজার

বিধায়ক তহবিলের টাকায় খেলার মাঠ সংস্কার করা নিয়ে দুর্নীতির অভিযোগের তদন্তে এলেন পরিদর্শকেরা। শুক্রবার মানবাজার ১ ব্লকের জয়েন্ট বিডিও ব্লকের এক ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে স্থানীয় রাধামাধব বিদ্যায়তনের মাঠের কাজ পরিদর্শন করেন। ওই মাঠ সংস্কার বাবদ বিধায়ক তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা মিলেছিল। সম্প্রতি মাঠ সংস্কারে দুর্নীতি হয়েছে বলে বিডিও-র কাছে অভিযোগ জমা পড়ে। জয়েন্ট বিডিও শ্রীকুমার ভট্টাচার্য বলেন, “আমরা দু’জনে মাঠের কাজ পরিদর্শন করেছি। এ ছাড়া মাঠ সংক্রান্ত নথিও পরীক্ষা করেছি। রিপোর্ট বিডিওকে জমা দেব। রিপোর্ট দেখে তিনি সিদ্ধান্ত নেবেন।” মানবাজার ১ বিডিও সায়ক দেব বলেন, “স্কুল কর্তৃপক্ষ যে সময় মাঠ সংস্কারের কাজ করিয়েছিলেন সেই সময় আমাদের কোনও ইঞ্জিনিয়ার সেখানে উপস্থিত ছিলেন না। ফলে এই মুহূর্তে বরাদ্দ টাকার কতটা খরচ হয়েছে নির্ধারিত উপকরণ কতটা ব্যবহৃত হয়েছে, বলা সম্ভব নয়।” মানবাজার রাধামাধব বিদ্যায়তনের পরিচালন সমিতির সম্পাদক চণ্ডীদাস বন্দ্যোপাধ্যায়ের দাবি, “মাঠ সংস্কারে কোনও দুর্নীতি হয়নি। এই সংক্রান্ত সমস্ত নথি জয়েন্ট বিডিও-র হাতে তুলে দিয়েছি।”

মালগাড়ি ও ট্রাকের সংঘর্ষ

প্রহরীবিহীন লেভেলক্রসিংয়ে একটি ট্রাককে ধাক্কা মারল একটি মালগাড়ি। মালগাড়িটির গতি কম থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ নিতুড়িয়া থানার মেকাতলা লেভেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকচালক সঞ্জয় যাদবকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করার পরে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন পারবেলিয়া কোলিয়ারি থেকে একটি কয়লা বোঝাই মালগাড়ি রামকানালি স্টেশনের দিকে যাচ্ছিল। সেই সময় জামশেদপুর থেকে সরবড়িগামী লোহা বোঝাই একটি ট্রাক ওই রেলফটক পার হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালগাড়িটি ট্রাকটিকে লাইনের উপরে কিছু দূর টেনে নিয়ে যায়। ট্রাক চালক জানিয়েছেন, ওই জায়গায় একটি বড় বাঁক থাকায় ট্রেনটি যে আসছে তা তাঁর নজরে পড়েনি। খবর পেয়ে রেলের পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে যান। ওই রেলফটক পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপরে। তাই এই দুর্ঘটনার জেরে ওই রাস্তায় ঘণ্টা দুয়েক যান চলাচল ব্যাহত হয়।

সাইট-সতর্কতার পাঠ পুরুলিয়ায়

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অপরিচিতদের সঙ্গে বন্ধুত্ব করার আগে সতর্ক করার পাঠ দেওয়া হচ্ছে স্কুল পড়ুয়াদের। সম্প্রতি পুরুলিয়া রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের কাছে সাইবার অপরাধের খুঁটিনাটি তুলে ধরলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্য সচিব রোহন সিংহ। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং জেলা চাইল্ড লাইনের উদ্যোগে এই স্কুলের ছাত্রীদের হাতে কলমে দৈন্যন্দিন নানা ঘটনার উদাহরণ তুলে ধরে বোঝান হল সাইবার অপরাধ থেকে তারা কী ভাবে দূরে থাকবে। যদি অপরাধ ঘটেও যায়, সে ক্ষেত্রে তারা কী করবে। ওই সচেতনা শিবিরে পড়ুয়াদের প্রথমত কম্পিউটারে অ্যান্টি-ভাইরাস ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত কোনও অপরিচিতের বন্ধুত্বের অনুরোধ গ্রহণ না করা, তৃতীয়ত নিজের ব্যক্তিগত তথ্য কারওকে না জানাতে বলা হয়।

সাঁইথিয়ায় নাট্যসন্ধ্যা

শিক্ষক দিবস উপলক্ষে দু’দিনের নাট্য উৎসব করল সাঁইথিয়ার অ্যাম্পি থিয়েটারওয়ালা। শুক্রবার, শহরের রবীন্দ্রভবনে নাট্য দলের প্রথম প্রযোজনা ছিল ব্রজশ্যাম লেটের ‘উপহার’। ওই দিনই রাধারমন ঘোষের ছোটদের হাসির নাটক ‘চিচিংগে এন্ড কোং’ মঞ্চস্থ করেন সংস্থার শিশু শিল্পীরা। নাটকে দেবস্মিতা, শুভনীল, শুভ্রবরণ, অনিবেদ, পৃথা, সৌমনীলদের অভিনয় প্রশংসিত। দ্বিতীয় দিন সন্ধ্যায় মঞ্চস্থ হয়, প্রভাকর চক্রবর্তীর ‘সোনার পাথরবাটি’ ও মনোজ মিত্রর ‘হারানো প্রাপ্তি’। অন্য দিকে, নেহেরু যুবকেন্দ্রের পরিচালনায় ও ভারত সরকারের আর্থিক সহায়তায় পোর্টব্লেয়ারে ছ’দিনের রাষ্ট্রীয় একতা উৎসবে অংশগ্রহণ করে শহরে ফিরলেন সাঁইথিয়ার ভবানীপুরের সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটির কর্ণধার সুব্রত ঘটক। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ থেকে আমাদের সংস্থা ও পুরুলিয়ার একটি ছৌ নাচের দল অংশগ্রহণ করেছিল। পরিবেশন করি রবীন্দ্র নৃত্যনাট্য ‘চন্ডালিকা’, একটি পুতুল নাটিকা, মাইম ও প্রাদেশিক লোকনৃত্য।”

চাঁদা তোলার চেষ্টা, ধৃত ২৪

মহম্মদবাজারের শেওড়াকুড়িতে ৬০ নম্বর জাতীয় সড়কে গাড়ি আটকে চাঁদা তোলার চেষ্টার অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলের ঘটনা। পুলিশ জানায়, এ দিন বেশ কিছু ছেলে ট্রাক আটকে চাঁদা তোলার চেষ্টা করছিল। তাদের দাবি মতো চাঁদা দিতে রাজি না হওয়ায় চালকদের সঙ্গে বচসা হয়। পুলিশ এলাকায় গেলও বচসায় জড়িয়ে পড়ে। ধৃতদের আজ সোমবার সিউড়ি আদালতে হাজির করানো হবে বলে পুলিশ জানিয়েছে।

জন্মদিন পালন

সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮০তম জন্মদিন পালিত হল তাঁর শান্তিনিকেতনের বাড়ি ‘একা এবং কয়েকজন’-এ। রবিবার এই উপলক্ষে জেলার বহু কবি-সাহিত্যিক সেখানে জড়ো হয়েছিলেন। তাঁর লেখা ১২টি চিঠিপত্র, কবিতা ছাপা হয়েছে কবিতায়ন পত্রিকায়। শান্তিনিকেতনের সুরুল গ্রাম থেকে প্রকাশিত হয় ওই পত্রিকা।

ব্লক সভাপতি

রবিবার পাইকরের জনসভায় তৃণমূলের মুরারই ১ ও ২ ব্লকের দলের যুব সভাপতিদের নাম ঘোষণা করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। মুরারই ১ ব্লক যুব সভাপতি হন সুজয় দাস এবং মুরারই ২ ব্লকের হন সৌমেন মুখোপাধ্যায়। একই সঙ্গে দুই ব্লকের মহিলা নেত্রীদের নাম ঘোষণা করা হয়।

রাজ্য সম্মেলন

মফস্সল সংবাদপত্র সমিতির রাজ্য সম্মেলন হয়ে গেল শনিবার তারাপীঠে। দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত ওই সম্মেলন চলে। সম্মেলনে তিন জন বিশিষ্ট মানুষকে সংবর্ধনা দেওয়া হয়। উদ্যোক্তা তারাপীঠ থেকে প্রকাশিত ‘গ্রামীণ সবুজ রশ্মী’ পত্রিকা।

ধৃত দুই

ডাকাতির ঘটনায় যুক্ত অভিযোগে পুলিশ শনিবার আরও দু’জনকে গ্রেফতার করল। এই নিয়ে বরাবাজারে ডাকাতির ঘটনায় মোট তিনজনকে ধরল পুলিশ। ধৃতদের নাম ছুটু সোরেন ও কালিপদ গোপ। দু’জনেই লাগোয়া ঝাড়খণ্ডের বড়াম থানা এলাকার বাসিন্দা। বরাবাজারের নিশ্চিন্তপুর গ্রামে গত ৩১ জুলাই রাতে সম্পন্ন চাষি গয়ারাম মাহাতোর বাড়িতে ডাকাতি হয়। তাঁদের চিৎকার দুষ্কৃতীরা পালায়। তবে গণপিটুনিতে এক দুষ্কৃতী মারা যায়।

বোলপুরে ছিনতাই, গুলি

প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইকারীর গুলিতে জখম হলেন বিএসএলের এক মহিলা কর্মী। রবিবার বোলপুরের প্রভাত সরণি এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ভুবনডাঙার বাসিন্দা ওই মহিলাকর্মী প্রভাত সরণি এলাকায় প্রাতঃভ্রমণে বের হন। ওই সময় এক যুবক আগ্নেয় অস্ত্র দেখিয়ে তাঁর কাছ থেকে গয়না ছিনিয়ে নেয়। তিনি চিৎকার করলে স্থানীয় বাসিন্দাদের আসতে দেখে গুলি ছুঁড়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। গুরুতর জখম হন তিনি। বোলপুর থানায় একটি অভিযোগও করেন তিনি। তাঁর অভিযোগ, “দু’টি সোনার আংটি নিয়ে গুলি করতে করতে চলে যায় ওই যুবক। পায়ে গুলি লাগায় পড়ে যাই। স্থানীয়রা উদ্ধার করে।”

কলেজে অনুষ্ঠান

রামপুরহাট কলেজের প্রতিষ্ঠা দিবসের দিন নাটক পরিবেশন করছেন পড়ুয়ারা। রবিবার তোলা নিজস্ব চিত্র।

এই প্রথম রামপুরহাট কলেজের প্রতিষ্ঠা দিবস পালিত হল। শনিবার এই উপলক্ষে সকালে শহরে একটি পদযাত্রা হয় এবং কলেজে সা্স্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন কলেজের পরিচালন কমিটির সভাপতি এবং প্রতিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক এবং পড়ুয়ারা যোগদিয়েছিলেন।

বোমা উদ্ধার

রামপুরহাট থানার বগটুই গ্রামের পূর্বপাড়ার কবরস্থান লাগোয়া এলাকা থেকে শ’দেড়েক বোমা উদ্ধার করল পুলিশ। তদন্ত চলছে।

প্রশিক্ষণ শিবির

ভারতীয় লোকনৃত্যের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে পাত্রসায়রে। আয়োজন করেছে স্থানীয় বৈদ্যনাথ স্মৃতি কলাকেন্দ্র। আয়োজক প্রতিষ্ঠানের সম্পাদক জয়দেব দাস জানান, শনিবার সকাল থেকে তিনদিনের এই শিবির চলছে। আজ সোমবার শেষ হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

brief story puru tukro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE