Advertisement
১১ জুন ২০২৪

টুকরো খবর

স্কুলের একমাত্র নলকূপ অকেজো, পানীয় জল আনতে হচ্ছে কিছুটা দূরের গ্রাম থেকে। তারই জেরে মিড-ডে মিল বন্ধ। পাত্রসায়র ব্লকের বাগানপাড়া-বাংলাডাঙা চাঁদনি প্রাথমিক স্কুলে স্রেফ পানীয় জলের অভাবে মিড-ডে মিল রান্না বন্ধ হয়ে গিয়েছে বলে ওই স্কুলের প্রধানশিক্ষক আশিসকুমার দে দাবি করেছেন। দুপুরের রান্না না হওয়ায় সোমবার না খেয়েই বাড়ি ফিরতে হয়েছে পড়ুয়াদের। পাত্রসায়র ব্লক সদর থেকে দু’কিলোমিটার দূরের ওই স্কুলে পড়ুয়ার সংখ্যা ৫২। প্রধানশিক্ষক-সহ দু’জন শিক্ষক।

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৪ ০০:২১
Share: Save:

নলকূপ বিকল, বন্ধ মিড-ডে মিল

নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র

স্কুলের একমাত্র নলকূপ অকেজো, পানীয় জল আনতে হচ্ছে কিছুটা দূরের গ্রাম থেকে। তারই জেরে মিড-ডে মিল বন্ধ। পাত্রসায়র ব্লকের বাগানপাড়া-বাংলাডাঙা চাঁদনি প্রাথমিক স্কুলে স্রেফ পানীয় জলের অভাবে মিড-ডে মিল রান্না বন্ধ হয়ে গিয়েছে বলে ওই স্কুলের প্রধানশিক্ষক আশিসকুমার দে দাবি করেছেন। দুপুরের রান্না না হওয়ায় সোমবার না খেয়েই বাড়ি ফিরতে হয়েছে পড়ুয়াদের। পাত্রসায়র ব্লক সদর থেকে দু’কিলোমিটার দূরের ওই স্কুলে পড়ুয়ার সংখ্যা ৫২। প্রধানশিক্ষক-সহ দু’জন শিক্ষক। প্রধানশিক্ষক আশিসবাবু বলেন, “সাত দিন আগে স্কুলের একমাত্র নলকূপটি খারাপ হয়ে পড়ে রয়েছে। রাঁধুনিরা কিছুটা দূরে গ্রাম থেকে খাবার জল আনছিলেন। এ দিন তাঁরা দূর থেকে জল এনে রান্না করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। মিড-ডে মিল তাই আর রান্না হয়নি। নলকূপ সারানোর জন্য পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি।” দুপুরে অভুক্ত থেকে বাড়ি ফিরতে হওয়ায় পড়ুয়াদের মনও খারাপ। তাদের কয়েক জনের কথায়, “দুপুরে খাবার পাব জেনে বাড়িতে সামান্য মুড়ি খেয়ে এসেছিলাম। কিন্তু, না খেয়েই বাড়ি ফিরতে হল। নলকূপ খারাপ থাকায় বাড়ি থেকে বোতলে জল নিয়ে আসতে হচ্ছে।” পাত্রসায়র চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক গণেশ গরাই বলেন, “ওই স্কুলে মিড-ডে মিল বন্ধ থাকার খবর পাইনি। খোঁজ নিয়ে দেখছি।” পাত্রসায়রের বিডিও অপূর্বকুমার বিশ্বাস অবশ্য বলেন, “ওই স্কুলের পাশেই মিনি সাবমার্সিবেল পাম্প রয়েছে। পানীয় জলের অভাব হওয়ার কথা নয়। জলের জন্য নয়, অন্য কারণে মিড-ডে মিল বন্ধ থাকতে পারে।” তবে, নলকূপ সারানো হবে বলে আশ্বাস দিয়েছেন পাত্রসায়র গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত কর্মকার।

ঝুলতে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত যুবক

নিজস্ব সংবাদদাতা • ছাতনা

রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি থেকে ঝুলতে থাকা তার গলা পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক গাড়ি আরোহীর। আহত হয়েছেন আরও এক জন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম স্বপন বাউরি (৩২)। তাঁর বাড়ি পুরুলিয়ার কাশীপুর থানার পারবেদিয়া গ্রামে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনার ঝাঁটিপাহাড়ি এলাকায়। ঘটনার পরেই উত্তেজিত স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। সকাল সাড়ে দশটা থেকে টানা তিন ঘণ্টা ধরে চলে এই অবরোধ। অবরোধের জেরে বাঁকুড়া-শালতোড়া রাজ্য সড়কে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। রাস্তার দু’দিকেই গাড়ির লম্বা লাইন পড়ে যাওয়ায় ব্যাপক যানজট হয়। যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। খবর পেয়ে ছাতনা থানার ওসি সন্দীপন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। ওসি-র কাছ থেকে মৃতের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস পাওয়ার পরে দুপুর দেড়টা নাগাদ অবরোধ ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে জনা ১৫ আরোহীকে নিয়ে একটি ছোট গাড়ি শালতোড়ার দিক থেকে বাঁকুড়া যাচ্ছিল। ঝাঁটিপাহাড়ির সতী মন্দিরের কাছে রাস্তার পাশেই বিদ্যুতের খুঁটি থেকে একটি তার ঝুলছিল। রাস্তা পেরনোর সময় ওই তার গাড়ির পিছনের পা-দানিতে দাঁড়িয়ে থাকা স্বপনের গলায় পেঁচিয়ে যায়। গাড়ি থেকে ছিটকে পড়েন তিনি। ওই গাড়ির আরও এক আরোহী বিদ্যুৎস্পৃষ্ট হন। দু’জনকেই বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, স্বপনের মৃত্যু হয়েছে।

দোকানে চুরি

নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর

অ্যাসবেস্টাসের ছাউনি কেটে চুরি হয়ে গেল একটি মোবাইল দোকানে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার হিংজুড়ি গ্রামে। দোকান মালিক আশিস কোলে জানিয়েছেন, রাতে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো বাড়িতে চলে গিয়েছিলেন। সোমবার সকালে দোকান খুলে দেখেন, উপরের অ্যাসবেস্টাসের ছাউনি কাটা। উধাও ক্যামেরা, মোবাইল-সহ লক্ষাধিক টাকার জিনিসপত্র। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কেউ গ্রেফতার বা চুরি যাওয়া জিনসপত্র উদ্ধার হয়নি।

স্মারকলিপি

চাষের জন্য বরাদ্দ সরকারি গমের বীজ আড়তে বিক্রি করার ঘটনার প্রতিবাদে রামপুরহাট ১ জোনাল বামফ্রন্ট নেতৃত্ব যুগ্ম বিডিওর কাছে স্মারকলিপি দিল। সোমবার পঞ্চায়েত সমিতির নির্বাচিত ৮ জন বামফ্রন্ট সদস্য এবং সারা ভারত কৃষক সভার জেলা নেতৃত্ব ওই স্মারকলিপি জমা দেন। সমিতির বামফ্রন্ট সদস্য হুমায়ূন কবীর অভিযোগ করেন, “চাষীদের জন্য বরাদ্দ সরকারি গমের বীজ তৃণমূল নেতার মাধ্যমে চুরি হল এবং আবার সেই গম তৃণমূল নেতার মাধ্যমে বিলি হল। প্রকৃতপক্ষে একটা নির্দিষ্ট এলাকার চাষের জন্য চাষীরা বঞ্চিত হল। আমরা চাই এই ধরনের অন্যায় কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।” বিডিও কৌশিক সমাদ্দার বলেন, “সরকারি গম বীজ চুরির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কৃষি আধিকারিকের সঙ্গে আলোচনা করে, প্রয়োজনে এসডিও সাহেবের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

জামিন হল না দেবযানীর

তাঁর আইনজীবী উপস্থিত না থাকায় সোমবার বাঁকুড়া আদালতে জামিন পেলেন না দেবযানী মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে সারদার এক আমানতকারী প্রতারণার মামলা করেছিলেন। এ দিন হাজার টাকার বন্ডে এ দিন তাঁর জামিন পাওয়ার কথা ছিল। কিন্তু তাঁরই আইনজীবী অনুপস্থিত থাকায় বিচারক ২২ ডিসেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন।

দুবরাজপুরে চুরি, ক্ষোভ

চুরির ঘটনা অব্যাহত দুবরাজপুর থানা এলাকায়। রবিবার গভীর রাতে দু-দু’টি ধান ঝাড়াই যন্ত্র চুরি হয়ে গেল দুবরাজপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ড এবং লাগোয়া বালিজুড়ি পঞ্চায়েত এলাকার শেখ আখতার, শেখ ফটিক নামে দুই কৃষকের বাড়ি থেকে। সোমবার সাকলে দুবারজপুর থানায় অভিযোগ জানাতে এসে দুই কৃষক বলেন, “এ ভাবে যদি কৃষি যন্ত্রও চুরি হয়ে যায় তা হলে মানুষ কোথায় যাবে।” প্রসঙ্গত, দুবরাজপুর পুর-এলাকা ও আশপাশে লাগাতার চুরির ঘটনা ঘটলেও কোনও চুরির কিনারা করতে পারেনি পুলিশ। সেই নিয়ে ক্ষোভ রয়েছে এলাকায়। পুলিশ অবশ্য চুরির কিনারা করার সাধ্যমতো চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেছে।

নক আউট ক্রিকেট

টাউন ক্লাব ও মুরাডিহি স্পোর্টস অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে এমএসএর উদ্যোগে রবিবার শুরু হল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এমএসএ মাঠে বীরভূম, বর্ধমান ও কলকাতা মিলিয়ে মোট ১৬টি দল অংশ নেয়। সোমবারের খেলা শেষে সেমিফাইনালে ওঠে সাঁইথিয়া টাউন ক্লাব, সাদিক ইলেভেন কলকাতা, এন জি রয়েলস দুবরাজপুর ও বর্ধমান। আজ মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হবে দুটি সেমিফাইনাল। বিকেল তিনটেয় ফাইনাল খেলা হবে। টুর্নামেন্টের কর্ম কর্তাদের পক্ষে সাঁইথিয়ার বিদায়ী উপ পুরপ্রধান শান্তনু রায় বলেন, “গত চার বছর ধরে এই টুর্নামেন্ট চলছে। এ বছর প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ৩০ হাজার টাকা ও ট্রফি। দ্বিতীয় পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা ও ট্রফি।”

দুর্ঘটনায় মৃত্যু

যন্ত্র চালিত ভ্যানের সঙ্গে বাইক আরোহীর ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ জানায়, মৃতর নাম মহম্মদ জিন্নাত আলি (৬৫)। বাড়ি ময়ূরেশ্বর থানার হাজিপুর গ্রামে। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে রামপুরহাট-সাঁইথিয়া রাস্তার উপর ময়ূরেশ্বর থানার ধাঙরপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে নিজের বাইক চালিয়ে হাজিপুর থেকে বীরচন্দ্রপুর গ্রামের দিকে আসছিলেন ওই বৃদ্ধ। বিপরীত দিক থেকে আসা একটি যন্ত্র চালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে পড়ে গিয়ে গুরুতর জখম হন তিনি। রামপুরহাট হাসপাতালে ভর্তি করার পর সেখানেই তাঁর মৃত্যু হয়।

পুড়ে ছাই বাড়ি

আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি খড়ের ছাউনি মাটির বাড়ি। সোমবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে সদাইপুর থানা এলাকার করমকাল গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সুখেন বাগদি নামে গ্রামের এক বাসিন্দার বাড়িতে হঠাৎ আগুন জ্বলতে দেখে ছুটে আসেন পড়শিরা। সেই সময় বাড়িতে ছিলেন না পেশায় দিনমজুর সুখেনের পরিবার। পুকুরে স্নানে গিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ ও দমকল আসে। ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বাঁচানো যায়নি বাড়ি। রান্নাঘর থেকে আগুন ছড়িয়েছে বলে মত এলাকাবাসীর।

হোমে নির্যাতিতা

তুরুকদিঘি গ্রামের নির্যাতিতা আদিবাসী যুবতীকে সরকারি হোমে পাঠাল মহকুমা প্রশাসন। দিন পনের আগে তিন আদিবাসী যুবকের বিরুদ্ধে ওই যুবতী নগ্ন করে শ্লীলতাহানির অভিযোগ এনেছিল। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করলেও বর্তমানে তারা জামিনে মুক্ত। প্রতিবাদে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস নির্যাতিতা যুবতীর প্রতি অবিচার করা হয়েছে বলে দাবি করে। ওই যুবতীকে সরকারি হোমে পাঠানোর দাবিও জানিয়েছিল তারা।

দু’টি অপমৃত্যু

মুরারই এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে রবিবার সকালে গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই ওই মহিলার মৃত্যু হয়। অন্য দিকে, পারিবারিক বিবাদে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হল এক তরুণের। মৃতের নাম আসরাফুল বাদশা (১৯)। বাড়ি নলহাটি থানার উদয়নগর গ্রামে।

অপহরণের নালিশ

নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা

মামারবাড়ি থেকে এক কিশোরীকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে রবিবার সন্ধ্যায় পুঞ্চা থানায় অভিযোগ হয়েছে। কাশীপুরের বাসিন্দা ওই কিশোরী সম্প্রতি পুঞ্চায় তার মামাবাড়িতে এসেছিল। অভিযোগ, এক পড়শি যুবক এই অপহরণে জড়িত। পুলিশ জানায়, ওই যুবক দিল্লিতে অস্থায়ী কাজ করে। তার খোঁজ চলছে।

লেপ তৈরিতে ব্যস্ত বৃদ্ধ কারিগর। সিউড়ি স্টেশন বাজারে ছবিটি তুলেছেন তাপস বন্দ্যোপাধ্যায়।

জানুয়ারি, ফেব্রুয়ারিতে পস্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে বসবে মেলার আসর। সেখানে পসরা নিয়ে

যেতে বাঁকুড়ার বিখ্যাত কাঠের ঘোড়া তৈরিতে ব্যস্ত এক শিল্পী। রামপুরে ছবিটি তুলেছেন অভিজিৎ সিংহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

brief story puru tukro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE