Advertisement
১০ জুন ২০২৪

টুকরো খবর

চাকরির পরীক্ষা দিতে এসে প্রশ্নপত্র দেখার পরে তাঁদের প্রতারিত করা হচ্ছে, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। ঘটনাটি আদ্রার। যে সংস্থাটি এই পরীক্ষা নিচ্ছিল, তার বিরুদ্ধে আদ্রা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন কিছু পরীক্ষার্থী। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ওই সংস্থার চার জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি সম্পর্কে তথ্য জোগাড় করার চেষ্টা চালানো হচ্ছে।

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৪ ০২:১৮
Share: Save:

চাকরির পরীক্ষা নিয়ে প্রতারণার নালিশ, ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • আদ্রা

চাকরির পরীক্ষা দিতে এসে প্রশ্নপত্র দেখার পরে তাঁদের প্রতারিত করা হচ্ছে, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। ঘটনাটি আদ্রার। যে সংস্থাটি এই পরীক্ষা নিচ্ছিল, তার বিরুদ্ধে আদ্রা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন কিছু পরীক্ষার্থী। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ওই সংস্থার চার জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি সম্পর্কে তথ্য জোগাড় করার চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার আদ্রার ঝারিয়াডিতে একটি ধর্মশালায় কলকাতার একটি বেসরকারি সংস্থা পরীক্ষা নিচ্ছিল। পরীক্ষার্থীদের বলা হয়েছিল, এটি চাকরির পরীক্ষা। সকালে পুরুলিয়ার বিভিন্ন এলাকা থেকে পরীক্ষা দিতে এসেছিলেন শতাধিক পরীক্ষার্থী। কিন্তু, পরীক্ষার প্রশ্নপত্র দেখে তাঁদের মধ্যে সন্দেহ জাগে। ইতিমধ্যে ধর্মশালায় চাকরির পরীক্ষা হচ্ছে খবর পেয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন বিজেপি ও তৃণমূলের স্থানীয় নেতারা। পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র নিয়ে সন্দেহের বিষয়টি জানার পরে তাঁরা পরীক্ষা নিতে আসা কর্মীদের কাছে চাকরির পরীক্ষা এবং সংস্থাটির বিষয়ে বিশদে জানতে চান। অভিযোগ, সেই সময় সদুত্তর দিতে পারেননি ওই কর্মীরা। তার পরেই সংস্থাটির কর্মীদের ঘিরে বিক্ষোভ শুরু হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরীক্ষার্থীদের মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায়, বিজয় দত্তরা জানান, সম্প্রতি পুরুলিয়া মুখ্য ডাকঘরের পাশে যে দোকানগুলিতে চাকরির ফর্ম পাওয়া যায়, সেখান থেকে তাঁরা এই সংস্থাটির চাকরির আবেদনপত্র কেনার পরে ডাকের মাধ্যমে কলকাতায় সংস্থাটির কার্যালয়ে পাঠিয়েছিলেন। সংস্থার তরফে তাঁদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার দিন ও স্থান জানানো হয়েছিল। সেই মতো এ দিন সকালে তাঁরা আদ্রায় পরীক্ষা দিতে এসেছিলেন। চাকরিপ্রার্থীরা জানান, প্রশ্নপত্রে শুধু ইংরেজিতে একটি অনুচ্ছেদ ছাপিয়ে সেটিকে নকল করতে বলা হয়েছিল এবং নিজের সম্পর্কে কিছু শব্দে লিখতে বলা হয়েছে। এই রকম অদ্ভুত প্রশ্নপত্র দেখার পরেই পরীক্ষা দিতে অস্বীকার করে তাঁদের প্রতারিত করা হচ্ছে বলে অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা। তবে, এ দিন ওই সংস্থার কর্মীরা প্রতারণার অভিযোগ সম্পর্কে কিছু বলতে চাননি। তাঁদের মধ্যে এক জন শুধু বলেন “যা বলার পুলিশকে জানিয়ে দিয়েছি।”

পঞ্চায়েতে গিয়ে হেনস্থা, অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

পঞ্চায়েতে ক্যারেক্টার সার্টিফিকেট চাইতে যাওয়া এক যুবককে প্রধান হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠল। মঙ্গলবার পুরুলিয়া ১ ব্লকের সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ওই পঞ্চায়েতের অধীন রামনগর গ্রামের বাসিন্দা কল্যাণ মাহাতোর অভিযোগ, কম্পিউটারের প্রিন্টিং মেশিন থেকে শংসাপত্রের প্রিন্ট-আউট বের করে তাতে প্রধানকে সই করে দেওয়ার অনুরোধ জানালে তিনি মেজাজ হারিয়ে তাঁকে পঞ্চায়েত থেকে বের করে দেন। প্রধান অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। ওই অভিযোগকে ঘিরে পঞ্চায়েত চত্বরে সামান্য উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পঞ্চায়েতে পুলিশও আসে। তবে ঘটনা এর বেশি গড়ায়নি। ওই যুবকও কোথাও লিখিত অভিযোগ করেননি। কল্যাণের অভিযোগ, “আমি প্রধানের কাছে ওই শংসাপত্র চাইতে উনি কর্মীদের কাছে যেতে বলেন। আমি অনুরোধ করি, কম্পিউটার মেশিন থেকে শংসাপত্রের একটি প্রিন্টআউট বের করে তাতে প্রধান সই দিলে ভাল হয়। এ কথা বলতেই প্রধান আমাকে ঠেলে অফিস থেকে বের করে দেন।” এই ঘটনার পরে কল্যাণের হয়ে কথা বলতে গেলে তাঁর বাবা এবং রামনগর গ্রামের কয়েক জন বাসিন্দাকেও পঞ্চায়েতে অপমানিত হতে হয় বলে অভিযোগ। তাঁদের অভিযোগ, “সময় না থাকলে কর্মীরা বা প্রধান কল্যাণকে অপেক্ষা করতে বলতেই পারতেন। আর তা না হলে যে শংসাপত্র পঞ্চায়েতের হাতে রয়েছে, তাই নিয়ে যেতে হবে। প্রধান ও তাঁর স্বামী পঞ্চায়েতে ছিলেন। তাঁরা আমাদেরও পঞ্চায়েত থেকে বেরিয়ে যেতে বলেন।”পঞ্চায়েত প্রধান শম্পা বাউরি অবশ্য বলেন, “আমি মোটেই ওই যুবককে বের করে দিইনি। আমি তাঁকে পঞ্চায়েতের এক কর্মীর কাছে পাঠিয়েছিলাম। কিন্তু ওঁর দাবি ছিল, ছাপানো শংসাপত্র দিতে হবে। এই নিয়েই বিতর্ক। তাতে ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েতের আসবাবপত্র এলোমেলো করে দিয়েছেন ওই যুবক। তাঁর সঙ্গের লোকজনও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে।”

পুঞ্চায় খুলল কলেজ ভবন

নিজস্ব সংবাদদাতা • কেন্দা

নতুন চারটি হলঘরের উদ্বোধন হল মঙ্গলবার।—নিজস্ব চিত্র।

এক বছর আগে চালু হলেও কলেজের নিজস্ব ভবন ছিল না। লাগোয়া একটি স্কুলের অব্যবহৃত কয়েকটি ঘরে এতদিন কলেজের ক্লাস চলত। মঙ্গলবার সেই কেন্দা থানার কুড়ুকতোপা গ্রামে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের নিজস্ব চালু হল। পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপকরঞ্জন মণ্ডল বলেন, “উচ্চ শিক্ষা দফতর থেকে ১৯ লক্ষ টাকা ভবনের জন্য বরাদ্দ হয়েছিল। এ বার থেকে পড়ুয়ারা নিজস্ব ভবনে থেকে পড়াশোনা করতে পারবে। আমরা খুশি।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহদেব পাত্র জানান, এলাকায় কলেজ না থাকায় ছেলেমেয়েরা অসুবিধায় পড়ছিলেন। ২০১৩ সালের অগস্ট মাসে কলেজ চালু হওয়ার পর এখন পড়ুয়ার সংখ্যা ৭০০ ছাড়িয়ে গিয়েছে। ভবনের উদ্বোধন করে রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, “উচ্চ শিক্ষা দফতর থেকে পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরা যাতে বঞ্চিত না হয় এ কারণে জেলার সব থানা এলাকাতেই কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। বোরো থানা এলাকায় একটি সরকারি কলেজ নির্মাণের কাজ চলছে। তা চালু হয়ে গেলে জেলার সব থানাতেই অন্ততপক্ষে একটি করে কলেজ থাকবে। অনুষ্ঠানে সভাধিপতি সৃষ্টিধর মাহাতো, মানবাজারের বিধায়ক সন্ধ্যারানি টুডু, জেলা পরিষদের ৩ কর্মাধ্যক্ষ ও কয়েকজন পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত ছিলেন।

কলেজে গোলমাল

নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা

ছাত্র সংসদ নির্বাচনের দিন-ক্ষণ সবে ঘোষণা হয়েছে। এরই মধ্যে কলেজে গোলমাল শুরু হয়ে গিয়েছে। টিএমসিপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ তুলল বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপি। মঙ্গলবার পুঞ্চা থানার লৌলাড়া রামানন্দ সেন্টিনারি কলেজের ঘটনা। পরে তারা পুঞ্চা থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করে। এভিবিপি-র পুঞ্চা থানার সভাপতি বিএ তৃতীয় বর্ষের পড়ুয়া শিবু রুহিদাসের অভিযোগ, “এ দিন দুপুরে আমরা কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে ভোটার তালিকা তুলে ফিরছিলাম। সেই সময় টিএমসিপি-র ১৫-২০ জন সদস্য আমাদের ওপর চড়াও হয়। আমাদের সঙ্গে কটা ছাত্র রয়েছে যে ভোটে দাঁড়াব? এই হুমকি দিয়ে ওরা ভোটার তালিকা কেড়ে নিয়ে ছিঁড়ে দেয়। প্রতিবাদ জানালে আমার হাত মুচড়ে দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। আমাদের বাকি দুই সদস্যকেও চড় থাপ্পড় মারে। আমরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।” অধ্যক্ষকেও ফোনে জানিয়েছেন বলে তিনি দাবি করেছেন। পুঞ্চার বাসিন্দা টিএমসিপি-র জেলা সভাপতি নিরঞ্জন মাহাতো পাল্টা দাবি করেন, “মারধরের অভিযোগ ঠিক নয়। ওই কলেজে এভিবিপি-র কোনও সংগঠন নেই। বিজেপি-র কয়েকজন সদস্য কলেজে গিয়েছিলেন। আমাদের ছেলেরা জানিয়েছিল, বহিরাগতদের হাতে ভোটার তালিকা দেওয়া যাবে না। এই নিয়ে কেবল বচসা হয়েছিল মাত্র।”

অনাস্থা ডেকেও গরহাজির

নিজস্ব সংবাদদাতা • কাশীপুর

দলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তাঁরা। কিন্তু, দলেরই নির্দেশে তলবি সভায় অনুপস্থিত থাকলেন তৃণমূলের সদস্যেরা। ফলে খারিজ হয়ে গেল অনাস্থা। ঘটনাটি কাশীপুর ব্লকের সোনাইজুড়ি পঞ্চায়েতের। কাশীপুরের বিডিও তপন ঘোষাল জানান, সোনাইজুড়ি পঞ্চায়েতে অনাস্থা নিয়ে তলবি সভায় প্রয়োজনীয় সংখ্যায় সদস্যেরা হাজির না থাকায় সভা বাতিল হয়েছে। নিয়ম অনুযায়ী অনাস্থাও খারিজ হয়েছে। এই পঞ্চায়েতটি তৃণমূলের দখলে রয়েছে। সম্প্রতি পঞ্চায়েত প্রধান সুচিত্রা সহিসের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তৃণমূলেরই পাঁচ সদস্য। তবে, অনাস্থা নিয়ে কঠোর অবস্থান নিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া জানিয়েছিলেন, এলাকার বিধায়কের নির্দেশে অনাস্থা আনা সদস্যদের মঙ্গলবারের তলবি সভায় যেতে নিষেধ করা হয়েছে। সেই মতো এ দিন তৃণমূলের পাঁচ সদস্য গরহাজির থাকলেও উপস্থিত ছিলেন প্রধান সুচিত্রাদেবী। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগ্রামী মহাজোট এবং সিপিএমের চার সদস্য। প্রশাসন সূত্রের খবর, পঞ্চায়েতের মোট পাঁচ জন সদস্য উপস্থিত হয়েছিলেন। কিন্তু দশ জন সদস্যের মধ্যে ন্যূনতম ছ’জন না আসায় সভা বাতিল হয়েছে।

কাঁকরতলায় সংঘর্ষে নিহত

নিজস্ব সংবাদদাতা • কাঁকরতলা

ফের কয়লার দখলদারি ঘিরে শাসক দলের দু’গোষ্ঠীর মধ্যে বোমা-গুলির লড়াই। আর তার জেরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল এক পক্ষের এক যুবকের। ঘায়েল হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্য পক্ষের আর এক জন। মঙ্গলবার বিকালে এ ভাবেই আরও এক বার কেঁপে উঠল খয়রাশোলের কাঁকরতলা গ্রাম। পুলিশ জানায়, নিহতের নাম শেখ ইসারাফিল (৩২)। বাড়ি কাঁকরতলা গ্রামেই। তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “দু’পক্ষের লোক জনই দলের কর্মী। তবে, এ দিনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” অন্য দিকে, জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “এমন একটি ঘটনার কথা শুনেছি। সবটা জানি না। খোঁজ নিচ্ছি।” পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্থানীয় একটি বেসরকারি খোলামুখ কয়লাখনি থেকে কয়লা বহনের বরাত কে পাবে, এই নিয়ে দিন দু’য়েক ধরে শেখ দুখু ও শেখ মানার গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়েছিল। এ দিন দুপুরে দু’পক্ষের বচসা চরমে ওঠে। বিকেল থেকেই কাঁকরতলা থানার অদূরে কাঁকরতলা গ্রামে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। গুলিবিদ্ধ ইসরাফিলকে খয়রাশোলের নাকড়াকোন্দায় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরেই তাঁর মৃত্যু হয়।

অভিভাবকদের স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন

পড়ুয়াদের অভ্যন্তরীণ সংরক্ষণ পুনর্বহাল রাখা ও সাত ছাত্রকে সাসপেন্ডের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে মঙ্গলবার বিকেলে বিশ্বভারতী কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল অভিভাবকেরা। এ দিন তাঁরা কেন্দ্রীয় দফতরের সামনে অবস্থান, বিক্ষোভ করেন। অভিভাবকদের মধ্যে চার প্রতিনিধি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার কথা জানান। প্রসঙ্গত, বিশ্বভারতীর পড়ুয়াদের অভ্যন্তরীণ সংরক্ষণের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে এই প্রতিষ্ঠানে। ক্লাস বয়কট, পরীক্ষা বয়কট-সহ দুটি বিদ্যালয় পাঠভবন ও শিক্ষাসত্রে প্রতীকী বন্ধ করেছে পড়ুয়ারা। তাঁদের পাশে দাঁড়িয়েছে অধ্যাপক-কর্মী, আধিকারিক এবং পড়ুয়াদের অভিভাবকেরা। অভিভাবকদের এ দিন ওই অবস্থান-বিক্ষোভ কর্মসূচী চলার সময়ে বিশ্বভারতীর কেন্দ্রীয় দফতরে ন্যাকের বৈঠক চলছিল। উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত শান্তিনিকেতনের বাইরে ছিলেন। অনড় অভিভাবকেরা বৈঠক শেষে স্মারকলিপি নেওয়ার আর্জি জানান। তাঁদের দাবি, গোটা বিষয়টি উপাচার্য শান্তিনিকেতন ফিরলে জানানো হবে আশ্বাস দেন কর্তৃপক্ষ।

বামেদের দাবি

নিজস্ব সংবাদদাতা • বোলপুর

হীরেন্দ্রনাথ ঘোষের খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বোলপুর থানায় স্মারকলিপি দিল বামেরা। এ দিন বিকেলে বোলপুর থানায় অবস্থান, বিক্ষোভ করে তাঁরা স্মারকলিপি দেয়। প্রসঙ্গত, চলতি বছর ৯ এপ্রিল লোকসভা ভোটে বামফ্রন্টের প্রার্থী রামচন্দ্র ডোমের জন্য সূর্যকান্ত মিশ্রের জনসভার প্রচারে গিয়ে আক্রান্ত হন বর্ষীয়ান সিপিএম নেতা হীরেন্দ্রনাথ ঘোষ। ওই ঘটনায় কঙ্কালিতলা এলাকার তৃণমূল নেতা মহাদেব রায় ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে বোলপুর থনায় লিখিত অভিযোগ হয়। অভিযুক্তরা বর্তমান জামিনে ছাড়া পেয়ে, বাইরে রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। দীর্ঘ দিন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা চলার পর চলতি মাসের প্রথম দিন মারা যান হীরেন্দ্রবাবু।

চ্যাম্পিয়ন বোলপুর

নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া

সাঁইথিয়া মুরাডিহি স্পোর্টস অ্যাসোসিয়েশন ও টাউন ক্লাব আয়োজিত তিন দিনের নক আউট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল এম.জি রয়্যাল বোলপুর। মঙ্গলবার বিকেলে খেলাটি হয়েছে। আট ওভারের খেলায় প্রথমে ব্যাট করে সাঁইথিয়া পালির মোড় ৬৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বোলপুরের দলটি দু’উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। জয়ী দলকে ট্রফি-সহ ৩০ হাজার ও রানার্স দলকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

যাবজ্জীবনের পরে বেকসুর

নিম্ন আদালতের নির্দেশে পাঁচ বছর জেলে কাটানোর পরে বেকসুর খালাসের নির্দেশ দিল হাইকোর্ট। বাঁকুড়া জেলা আদালত এক বধূকে হত্যার দায়ে তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও এক আত্মীয়কে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছিল। পাঁচ বছর সশ্রম কারাবাসের পরে সোমবার চারজনকে বেকসুর মুক্তি দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ওই চারজন গত পাঁচ বছর মেদিনীপুর সংশোধনাগারে রয়েছেন। পুলিশ জানায়, বাঁকুড়ার বাসিন্দা টুম্পাদেবীর সঙ্গে কাঞ্চন পাইনের বিয়ে হয় ২০০০ সালে। তিন মেয়ে জন্মানোর পরে ফের সন্তানসম্ভবা হয়ে পড়েন ওই বধূ। তাঁর বাপের বাড়ির লোকের অভিযোগ ছিল, ফের মেয়ের জন্ম দিতে পারেন, এই আশঙ্কায় টুম্পার মুখে বালিশ চাপা দিয়ে খুন করেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন। যদিও মহিলার শ্বশুরবাড়ির লোকজন দাবি করেন, বধূটি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ জানায়, টুম্পাদেবীর বড় মেয়ে খুনের একমাত্র সাক্ষী বলে দাবি করেন মহিলার বাপের বাড়ির লোকজন। কিন্তু বড় মেয়ে প্রথমে আদালতে কিছু জানায়নি। দু’বছর পরে সে আদালতে দাবি করে, তার সামনেই তার মাকে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছিল। ২০০৯ সালে নিম্ন আদালত টুম্পার স্বামী কাঞ্চন, শ্বশুর রমেশ পাইন, শাশুড়ি শোভারানি ও আত্মীয় নন্দদুলাল চট্টোপাধ্যায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। দোষীদের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে প্রশ্ন তোলেন, ওই মহিলার বড় মেয়ে যদি খুনের সাক্ষী হয়েই থাকবে, তা হলে সে প্রথমে আদালতে জানায়নি কেন? আইনজীবী আদালতে অভিযোগ করেন, মামার বাড়ির লোকজনের শেখানো কথাই ওই মেয়েটি আদালতে জানিয়েছে।

রেলে টিকিট-চক্র, ধৃত

গাঁটের কড়ি খরচ করলে লাইনের বাইরেই মিলবে রেলের সংরক্ষিত টিকিট। এমনটাই দাবি করেছিল এক যুবক। মঙ্গলবার স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দীপু রজক নামে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে আরপিএফ-এর হাতে তুলে দিল সিউড়ি জিআরপি থানা। আজ, বুধবার ধৃতকে সিউড়ি আদালতে হাজির করানো হবে। অভিযোগকারী শেখ নুরজামান জানান, তিরুবনন্তপুরমে যাওয়ার তৎকাল টিকিট কাটার জন্য এ দিন তিনি সিউড়ি স্টেশনে সংরক্ষিত টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে ছিলেন। তাঁর অভিযোগ, “টিকিট তো পাইনি, উল্টে কাউন্টারের দায়িত্বে থাকা রেলকর্মী টিকিট পাওয়ার উপায় হিসেবে স্টেশনে সাইকেল স্ট্যান্ডের দায়িত্বে থাকা দীপু রজকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।” এর পরেই তিনি জিআরপি-র কাছে গোটা বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই দীপুকে গ্রেফতার করা হয়। এ দিন যে রেল কর্মী এমন পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ, সেই রবিপ্রসাদ সিংহ অবশ্য এমন কোনও ঘটনাই ঘটেনি বলে দাবি করেছেন। অন্য দিকে, ধৃত দীপু কমিশনের ভিত্তিতে যাত্রীদের টিকিট কেটে দেন স্বীকার করে নিলেও তাঁর দাবি লাইনে দাঁড়িয়েই তিনি সেটা করে দিতেন।

দু’টি অপমৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ময়ূরেশ্বর: দু’টি পৃথক ঘটনায় এক কিশোরী-সহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু হল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক জনের নাম পরিতোষ কোনাই (১৮)। বাড়ি ময়ূরেশ্বরের সন্ধিগড়া বাজার এলাকায়। তাঁর পরিবার সূত্রে খবর, ছ’মাস আগে পরিতোষের বিয়ে হয়েছিল। দিন কুড়ি আগে তাঁর স্ত্রী কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়। পুলিশের অনুমান, মঙ্গলবার দুপুরে বাড়িতে কড়ি-বরগার সঙ্গে গলার মাফলার জড়িয়ে আত্মঘাতী হন পরিতোষ। হাসপাতালে নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়েছে। অন্য দিকে মঙ্গলবার বিকালে নিজের বাড়িতে মাড়গ্রাম থানার কনকপুর গ্রামের কিশোরী সঞ্চিতা লেট(১৬) গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। পরিবার সূত্রে দাবি, সঞ্চিতা স্থানীয় একডালা হাই স্কুলের এবারের মাধ্যমিকের ছাত্রী ছিল। মঙ্গলবার দুপুরে সে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিল। পরিবারের দাবি, সঞ্চিতা কিছুদিন থেকে মানসিক রোগে ভুগছিল। বহরমপুরে এবং রামপুরহাটে তাঁর চিকিৎসাও করা হয়।

পুরোহিতের দেহ উদ্ধার

কারখানার মধ্যে নিজের ঘর থেকে উদ্ধার হয়েছে পুরোহিতের ঝুলন্ত দেহ। ঘটনাটি নিতুড়িয়া থানার বড়া গ্রামের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুগাকুমার পাঠক (১৯)। বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার কুমারডুবি গ্রামে। সোমবার সন্ধ্যায় নিতুড়িয়ার বড়া গ্রামের কাছে একটি স্পঞ্জ আয়রন কারখানার মধ্যে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ওই কারখানারই মন্দিরে পুরোহিতের কাজ করতেন ওই তরুণ। সোমবার সকালে অন্য দিনের মতোই মন্দিরে পুজো করে কারখানায় নিজের ঘরে চলে যান সুগা। বিকেলেও ঘরের দরজা বন্ধ থাকায় কর্মীদের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পরে গ্যাস কাটার দিয়ে দরজা কেটে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই তরুণ।

গবেষকের জামিন নাকচ

পাঠভবনের বাংলাদেশের আবাসিক পড়ুয়াকে ধর্ষণের ঘটনায়, ধৃত ছাত্রের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। তিন দিনের পুলিশ হেফাজতের পর, মঙ্গলবার ওই অভিযুক্ত বাংলাদেশের বাসিন্দা বিশ্বভারতীর গবেষক মহমদ সফিকুল ইসলামকে আদালতে তোলে পুলিশ। সরকারি আইনজীবী ফিরোজ কুমার পাল বলেন, “পাঠভবনের আবাসিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গবেষক মহম্মদ সফিকুল ইসলামের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন বোলপুরের এসিজেএম সঙ্ঘমিত্রা পোদ্দার। তাঁকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন।” ২০ তারিখ ফের তাঁকে আদলতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।

ডুবে মৃত্যু

জলে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম ভুড়া শবর (৬২)। তাঁর বাড়ি পুরুলিয়ার পুঞ্চা থানার নির্ভয়পুর গ্রামে। রবিবার রাত থেকে তাঁর খোঁজ মিলছিল না। সোমবার বিকেলে তাঁর দেহ স্থানীয় একটি খালে ভাসতে দেখা যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা পা পিছলে ভুড়া শবর খালে পড়ে যান। মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে কি না পুলিশ তা দেখছে।

আজ, অনুষ্ঠান

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ, বুধবার মহম্মদবাজারের প্যাটেলনগর হাটতলায় অনুষ্ঠানের আয়োজন করেছে প্যাটেলনগর উন্নয়ন সমাজ, ব্লক প্রশাসন ও থানা। সংবর্ধনা দেওয়া হবে এলাকায় যে সব মেয়েরা বাল্যবিবাহ রোধে সক্রিয় ভূমিকা পালন করেছেন তাঁদেরকে এবং যাঁরা সমাজের জন্য কাজ করে চলেছেন তাঁদেরকেও।

জুয়ার ঠেকে হানা

জুয়ার ঠেকে হানা দিয়ে টাকা-সহ ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে ছাতনা থানার সুয়ারাবাকড়ারা গ্রামে জুয়ার আসর বসেছে বলে খবর পায় পুলিশ। সেখানে হানা দেয় তারা। পুলিশের দাবি, হাজার খানেক টাকা-সহ ১১ জন জুয়াড়িকে ধরা হয়। আটক করা হয় জুয়া খেলার যাবতীয় সরঞ্জাম। মঙ্গলবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হয়।

গুলিতে নিহত

ফের কয়লার দখলদারি ঘিরে শাসক দলের দু’গোষ্ঠীর মধ্যে বোমা-গুলির লড়াই। আর তার জেরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল এক পক্ষের এক যুবকের। ঘায়েল হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্য পক্ষের আর এক জন। মঙ্গলবার বিকালে এ ভাবেই আরও এক বার কেঁপে উঠল বীরভূমের খয়রাশোলের কাঁকরতলা। পুলিশ জানায়, নিহতের নাম শেখ ইসারাফিল (৩২)। বাড়ি কাঁকরতলা গ্রামেই।

স্মারকলিপি

পড়ুয়াদের অভ্যন্তরীণ সংরক্ষণ পুনর্বহাল রাখা ও সাত ছাত্রকে সাসপেন্ডের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে মঙ্গলবার বিকেলে বিশ্বভারতী কর্তৃপক্ষকে স্মারকলিপি দিলেন অভিভাবকেরা। এ দিন তাঁরা কেন্দ্রীয় দফতরের সামনে অবস্থান, বিক্ষোভ করেন।

স্মরণে প্রধান

পুরুলিয়া পাম্পড স্টোরেজ প্রকল্পে শ্রমিকদের অধিকারের দাবিতে লড়াই করতে গিয়ে খুন হয়েছিলেন প্রধান সিংহ মুড়া। তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হল মঙ্গলবার বাঘমুণ্ডির বাড়েরিয়া মোড়ে। এই মোড়ের কাছেই দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে তাঁকে ঘিরে ধরে খুন করেছিল।

দুর্ঘটনায় মৃত্যু

দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম কালাচাঁদ মণ্ডল (৫০)। বাড়ি মালদহের মোহিনীচকে। সোমবার ঘটনাটি ঘটে মুরারইয়ের ধনঞ্জয়পুর গ্রামে। ট্রাক্টরে করে মাঠ থেকে ধান ফেরার পথে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

brief story puru tukro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE