Advertisement
১৯ মে ২০২৪

টুকরো খবর

হাতির হানায় ক্ষতিই হয়নি। অথচ স্ত্রী ও ভাইয়ের নামে ক্ষতিপূরণের টাকা তোলার অভিযোগ উঠল তৃণমূলেরই ধানসিমলা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এর বিচার চেয়ে সোমবার বিডিও-র দ্বারস্থ হয়েছে প্রকৃত ক্ষতিগ্রস্তরা। তাঁদের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তরা টাকা পেলেন না। কিন্তু প্রধানের স্ত্রী সুচিত্রা ঘোষ ও ভাই নিতাইচন্দ্র ঘোষের নামে ক্ষতিপূরণ বাবদ যথাক্রমে ৩,৪৫০ ও ৩,১৫০ টাকা তোলা হয়েছে। এটা কী ধরণের বিচার। তাই তাঁরা বিডিও-র দ্বারস্থ হয়েছেন।

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৪ ০১:২৮
Share: Save:

ক্ষতিপূণের টাকা অত্মসাৎ, নালিশ

নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর

হাতির হানায় ক্ষতিই হয়নি। অথচ স্ত্রী ও ভাইয়ের নামে ক্ষতিপূরণের টাকা তোলার অভিযোগ উঠল তৃণমূলেরই ধানসিমলা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এর বিচার চেয়ে সোমবার বিডিও-র দ্বারস্থ হয়েছে প্রকৃত ক্ষতিগ্রস্তরা। তাঁদের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তরা টাকা পেলেন না। কিন্তু প্রধানের স্ত্রী সুচিত্রা ঘোষ ও ভাই নিতাইচন্দ্র ঘোষের নামে ক্ষতিপূরণ বাবদ যথাক্রমে ৩,৪৫০ ও ৩,১৫০ টাকা তোলা হয়েছে। এটা কী ধরণের বিচার। তাই তাঁরা বিডিও-র দ্বারস্থ হয়েছেন। সোনামুখীর বিডিও বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, “অভিযোগের তদন্ত হবে।”ক্ষুব্ধ গ্রামবাসীদের পক্ষে জাকির শেখের দাবি, “আমার পাঁচ বিঘা জমির আলু ক্ষতি হয়ে গেল। একটা টাকাও পেলাম না। আরও বহু ক্ষতিগ্রস্ত রয়েছেন, যাঁদের ক্ষতিগ্রস্তদের তালিকায় নামই তোলা হয়নি। সেখানে কোনও ক্ষতি না হওয়া সত্ত্বেও নিজের স্ত্রী ও ভাইয়ের নাম তুলে টাকা নেওয়া হল। এই দুর্নীতির তদন্ত চেয়ে আমরা বিডিও-র দ্বারস্থ হয়েছে।” তাঁর অভিযোগ, অন্যদের চোখে ধুলো দেওয়ার জন্য স্ত্রী ও ভাইয়ের নামের পাশে চালাকি করে স্বামী বা বাবার নাম বসানো হয়নি। একই অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসী দিলীপ লোহার, রবি লোহার, উজ্জ্বল মিদ্যা, জালালউদ্দিন খাঁ’রা। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান নিমাইচন্দ্র ঘোষ। তিনি বলেন, “কে বলেছে হাতির হানা হয়নি? হয়েছে বলেই তালিকায় নাম উঠেছে।”দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিরোধীরাও। সোনামুখীর বাসিন্দা সিপিএমের জেলা কমিটির সদস্য শেখর ভট্টাচার্যের কটাক্ষ, “ওদের দলে এসবই তো হয়। প্রকৃত দাবিদার যাঁরা, তাঁদের দেবে কী! নিজেরাই লুটেপুটে খেতে ব্যস্ত।” একই মন্তব্য বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি স্বপন ঘোষেরও। জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী বলেন, “এ ধরনের কাজ হয়েছে কি না খোঁজ নিয়ে দেখছি। তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।”

আবাসিক শিশুর মৃত্যু পুরুলিয়ায়

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

অস্বাভাবিক মৃত্যু হল পুরুলিয়া আনন্দমঠ হোমের এক আবাসিকের শিশু সন্তানের। হোম সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ওই আবাসিকের মাস দেড়েকের শিশু সন্তানকে নড়াচড়া করতে না দেখে অন্য আবাসিকেরা হোম কর্তৃপক্ষকে খবর দেন। শিশুকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন। খবর পেয়ে হোমে যান অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সবুজবরণ সরকার, জেলা সমাজকল্যাণ দফতরের আধিকারিক নীলিমা দাসচৌধুরী প্রমুখ। গত জুন মাসে চাইল্ড লাইন জেলা শিশু কল্যাণ কমিটি মারফত ওই মহিলা আবাসিককে হোমে পাঠিয়েছিল। নীলিমাদেবী জানান, সন্তানসম্ভবা অবস্থায় হোমে এসেছিলেন। কিন্তু তাঁর কথা পরিষ্কার করে কিছু বোঝা যাচ্ছিল না। গত ৩ নভেম্বর একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। হোমের সুপার অর্চনা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিজের ছেলের প্রতি কোনও টান ছিল না। তাই দুধ খাওয়ানো হয়ে গেলেই ওই শিশুকে অন্য প্রসূতিদের কাছে রাখতাম।” তবে কী ভাবে শিশুটির মৃত্যু হল? অর্চনাদেবী বলেন, “সেটাই তো বুঝতে পারছি না।” অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বলেন, “প্রাথমিক ভাবে মনে হচ্ছে শ্বাসরুদ্ধ হয়েই শিশুটির মৃত্যু হয়েছে। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। বিষয়টি জানা সত্ত্বেও তাঁর কাছে গত রাতে শিশুটিকে রাখা হয়েছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।”

ব্যবসায়ীকে মারধরের নালিশ

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

ট্রাক আটকে তোলা আদায় চলছিল। প্রতিবাদ করায় এক বালি ব্যবসায়ীকে রড দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠল। রবিবার রাতের ওই ঘটনায় রামপুরহাট থানার খড়িডাঙা গ্রামের ওই ঘটনায় আক্রান্ত ব্যবসায়ী পুলিশের কাছে চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এসডিপিও (রামপুরহাট) কোটেশ্বর রাও জানিয়েছেন, অভিযুক্তেরা পালিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মারধরে জখম আব্দুল হামিদ নামে ওই ব্যবসায়ী রাতেই রামপুরহাট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ দিনই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বহরমপুরে বাড়িতে ফিরে গিয়েছেন। রামপুরহাট থানার শালবুনি এলাকায় তাঁর একটি বালিঘাট রয়েছে। হামিদের অভিযোগ, শালবুনি ঘাট থেকে বালি তুলে খড়িডাঙা গ্রামের উপর দিয়ে রামপুরহাট আসার পথে স্থানীয় কিছু যুবক বালির গাড়ি আটকে ৫০০-১০০০ টাকা তোলা আদায় করছিল। রবিবার রাতেও চারটি গাড়ি আটকে টাকা দাবি করে। হামিদ বলেন, “খবর পেয়ে এলাকায় গিয়ে প্রতিবাদ করলে ওরা আমাকে লোহার রড দিয়ে মারে। আমার গাড়ি ভাঙচুরের চেষ্টা করে।” কোনও রকমে সেখান থেকে ফিরেই তিনি রামপুরহাট থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের কারও সঙ্গে অবশ্য যোগাযোগ করা যায়নি।

ব্লকে ব্লকে যুব সংসদ

নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার

যুব সংসদ প্রতিযোগিতায় মহম্মদবাজারে প্রথম দিন জয়ী হল গণপুর হাইস্কুল। সোমবার মহম্মদবাজার ব্লক প্রশাসনের উদ্যোগে স্থানীয় টুরকু হাঁসদা শতবার্ষিকী স্মৃতি ভবনে দু’দিনের ওই প্রতিযোগিতা শুরু হয়েছে। ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক ও ব্লক কর্মীদের পরিচালনায় যুব সংসদ এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এ দিন যুব সংসদ প্রতিযোগিতায় যোগ দেয় স্থানীয় কাঁইজুলি হেমচন্দ্র হাইস্কুল, হেরুকা হাজি সুলেমান হাইস্কুল, গণপুর হাইস্কুল, কাপিস্টা-জিন্দারপুর ভবকালী হাইস্কুল ও মহম্মদবাজার ডাক্তার সুধাকৃষ্ণ হাইস্কুল। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা প্রতিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। পরে মহম্মদবাজারের বিডিও সুমন বিশ্বাস বলেন, “আজকের ছাত্রছাত্রীরা আগামীর নাগরিক। তাদের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যেই এই প্রয়াস।” অন্য দিকে, এ দিনই রামপুরহাট ১, ময়ূরেশ্বর ১ এবং নলহাটি ১ ব্লকেও যুব সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রামপুরহাট ১ ব্লকে চ্যাম্পিয়ন হয় নাইসরগ্রাম হাইস্কুল। আবার নলহাটি ১ ও ময়ূরেশ্বর ১ ব্লকে যথাক্রমে মেহেগ্রাম হাইস্কুল এবং তাঁলোয়া হাইস্কুল চ্যাম্পিয়ন হয়।

লোকশিল্পীদের শিবির

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

শুধু লোকশিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরাই নন, সেই শিল্প উপস্থাপনের জন্য যাঁদের সহায়তা প্রয়োজন সেই হস্ত শিল্পীদেরও লোকপ্রসার প্রকল্পে যুক্ত করছে রাজ্য সরকার। সোমবার পুরুলিয়া জেলা লোকশিল্পী নাম নথিভুক্তকরণ শিবিরে এসে এ কথা বলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, “লোকশিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদেরই নয়, এই শিল্পের সঙ্গে যুক্ত হস্ত শিল্পীদেরও লোকপ্রসার প্রকল্পে যুক্ত করা হচ্ছে। এতদিন শিল্পী বলতে যাঁরা একক বা দলগত ভাবে লোকশিল্প উপস্থাপন করেন, তাঁদেরই শিল্পী হিসেবে নাম নথিভুক্ত হত। এ বার থেকে লোকশিল্পের সঙ্গে যুক্ত হস্তশিল্পীরাও শিল্পী হিসেবে পরিচয়পত্র পাবেন।” সুব্রতবাবু জানিয়েছেন, যেমন ছৌ নাচের ক্ষেত্রে মুখোশ জরুরি বা পট দেখিয়ে যাঁরা গান করেন তাঁদের জন্য পট জরুরি। তাই এ বার যে শিল্পীরা মুখোশ গড়েন বা যাঁরা পট আঁকেন তাঁরাও স্বীকৃত শিল্পী হিসেবে গণ্য হবেন। এ দিন পুরুলিয়া পলিটেকনিক কলেজ চত্বরে পুরুলিয়া জেলা প্রশাসন ও জেলা তথ্য সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই শিবিরের। রাজ্য লোকসংস্কৃতি ও আদিবাসী কেন্দ্রের চেয়ারম্যান স্বপন দেবনাথ বলেন, “নাম নথিভুক্তকরণের পরে বিভিন্ন ব্লকে বাছাই কমিটি অডিশনের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে শিল্পীদের বাছাই করবে। তারপরই প্রকল্পের আওতায় আসবেন।” স্বনির্ভর ও স্বনিযুক্তি প্রকল্প বিষয়ক মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, “এতদিন এই জেলায় ৭০০ শিল্পী ভাতা পেতেন। আশা করছি এ বার ৭ হাজার শিল্পী উপকৃত হবেন।”

অনুষ্ঠান ও কর্মশালা

নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া

সাঁওতালি ভাষা দিবস উপলক্ষে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয় সোমবার। সাঁওতালি ভাষায় সঙ্গীত, আবৃত্তি, আলোচনাচক্রের পাশাপাশি নৃত্যও পরিবেশন করেন ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় সাঁওতালি ভাষার ছাত্রছাত্রীদের একটি মাসিক দেওয়াল পত্রিকা প্রকাশ করার প্রস্তাব দেন। পত্রিকার খরচ বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এ দিন, ছবির মাধ্যমে সাঁওতাল সমাজের নানান ঘটনা তুলে ধরেন ছাত্রছাত্রীরা। একটি স্বচ্ছাসেবী সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘সাধারণ মানুষের অধিকার ও আইন’ বিষয়ক একটি কর্মশালা হয়েছে। তাতে বিশ্ববিদ্যালয়ের আইন, সমাজকর্ম ও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা যোগ দিয়েছিলেন। উপস্থিত ছিলেন জেলা মহিলা সুরক্ষা আধিকারিক অপর্ণা দত্ত। উপাচার্য বলেন, “সাধারণ মানুষের জন্য যে সমস্ত আইন ও অধিকার রয়েছে সেগুলি ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয়েছে এই কর্মশালায়। এই ধরনের অনুষ্ঠানে পড়ুয়ারা সিলেবাসের বাইরেও অনেক কিছু শিখতে বা জানতে পারে।”

অসুস্থ হয়ে মৃত্যু কার্যকরী সভাপতির

নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া

কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে সোমবার মারা গেলেন বাঁকুড়া বার অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি কানাইলাল সিংহ। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। কানাইলালবাবু বাঁকুড়ার স্কুলডাঙা এলাকার বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, এ দিন খাতড়া আদালতে সওয়াল করছিলেন তিনি। হঠাৎই অসুস্থ বোধ করেন। অ্যাম্বুল্যান্সে করে তাঁকে বাঁকুড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন। বাঁকুড়া বার অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য অরূপ বন্দ্যোপাধ্যায় জানান, কার্যকরী সভাপতি হলেও কয়েক মাস আগে আমাদের সংগঠনের সভাপতি জ্ঞানশঙ্কর চট্টপাধ্যায়ের মৃত্যুর পরে কানাইলালবাবুই সভাপতির কাজ সামলাচ্ছিলেন।

হার রামপুরহাটের

সিএবি-র অনূর্ধ্ব ১৫ আন্তঃ মহকুমা লিগ কাম নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় সিউড়ির কাছে হেরে গেল রামপুরহাট। সোমবার রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে প্রথমে ব্যাট করে রামপুরহাট ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে সিউড়ি ৩৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। আজ, মঙ্গলবার রামপুরহাট উলুবেড়িয়া মহকুমার মুখোমুখি হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

brief story puru tukro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE