Advertisement
১৯ মে ২০২৪

টুকরো খবর

স্থানীয় এক বিজেপি নেতার একটি গাড়ি রাতের অন্ধকারে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। রাইপুর থানার বক্সি বাজারের ঘটনা। বিজেপি-র ঢেকো অঞ্চল সহ-সভাপতি সাধন লাহা বুধবার পুলিশের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাইপুর থানার গোপালপুর গ্রামে ওই নেতার বাড়ি। স্থানীয় বক্সি বাজারে তাঁর আসবাবপত্রের দোকান রয়েছে।

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৪ ০০:৪৭
Share: Save:

নেতার গাড়িতে আগুন দিল দুষ্কৃতী

নিজস্ব সংবাদদাতা • রাইপুর

রাইপুরের বক্সিবাজারে।—নিজস্ব চিত্র

স্থানীয় এক বিজেপি নেতার একটি গাড়ি রাতের অন্ধকারে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। রাইপুর থানার বক্সি বাজারের ঘটনা। বিজেপি-র ঢেকো অঞ্চল সহ-সভাপতি সাধন লাহা বুধবার পুলিশের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাইপুর থানার গোপালপুর গ্রামে ওই নেতার বাড়ি। স্থানীয় বক্সি বাজারে তাঁর আসবাবপত্রের দোকান রয়েছে। সেই দোকানের সামনে গাড়িটি অন্য দিনের মত মঙ্গলবার রাতেও রাখা ছিল। সাধনবাবুর অভিযোগ, “আমি বিজেপি করি বলে রাজনৈতিক আক্রোশে আমার ব্যবসার ক্ষতি করতেই গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে।” যদিও পুলিশের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে তিনি কারও নাম উল্লেখ করেননি। বিজেপি-র রাইপুর ব্লক সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, “ওই এলাকায় আমাদের দলের সংগঠন সাধনবাবুদের হাত ধরে ক্রমশ বাড়ছে। তাই রাজনৈতিক কারণেই সাধনবাবুকে জব্দ করতে তাঁর গাড়িতে আগুন লাগানো হয়েছে বলে সন্দেহ করছি। দুষ্কৃতীদের ধরার জন্য পুলিশের কাছে দাবি জানানো হয়েছে।” জেলা পুলিশের এক আধিকারিক জানান, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। কে বা কারা গাড়িটি পুড়িয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বধূ নির্যাতন, ধৃত

নিজস্ব সংবাদদাতা • মানবাজার

বধূ নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পুলিশ মঙ্গলবার রাতে স্বামী-সহ তিন জনকে গ্রেফতার করল। মানবাজারের নামোপাড়ার ঘটনা। ধৃতদের নাম হিমাংশু চক্রবর্তী, শীতাংশু চক্রবর্তী ও শুভ্রাংশু চক্রবর্তী। কেন্দা থানার রাজনোয়াগড় গ্রামের বাসিন্দা স্বপন বড়াল ২১ ডিসেম্বর পুলিশকে লিখিত অভিযোগে জানিয়েছেন ১৩ বছর আগে তাঁর বোন জয়শ্রীর সাথে শুভ্রাংশুর বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই পরিবারের সদস্যেরা তাঁর বোনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। এ নিয়ে দুই পরিবার অনেকবার আলোচনায় বসলেও অত্যাচার বন্ধ হয়নি। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় খবর পান, জয়শ্রী অগ্নিদগ্ধ অবস্থায় মানবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। সেই রাতে তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। স্বপনবাবুর দাবি, পড়শিরা তাঁকে জানিয়েছেন, শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে জয়শ্রী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। তাঁর অবস্থা এখন সঙ্কটজনক। তিনি ওই পরিবারের ৯ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। ধৃতদের বুধবার পুরুলিয়া ১৪ দিনের জেল হেফাজত হয়।

পেনশন চালুর দাবি

নিজস্ব সংবাদদাতা • মানবাজার

জেলায় স্বাধীনতা সেনানীদের সংখ্যা হাতে গোনা। তবু সেই অল্প কয়েকজন প্রবীণও এক বছরের বেশি সময় ধরে পেনশন পাচ্ছেন না অভিযোগ উঠেছে। সম্প্রতি স্বাধীনতা সেনানীদের হয়ে লোকসেবক সঙ্ঘ পেনশন ফের চালুর দাবিতে রাজ্যপালকে আর্জি জানিয়েছে। সঙ্ঘের সচিব সুশীল মাহাতো বলেন, “জেলার বেশিরভাগ স্বাধীনতা সেনানী লোকসেবক সঙ্ঘের সদস্য। অনেকেই মারা গিয়েছেন। তাঁদের স্ত্রী এবং অবিবাহিত কন্যারা এই পেনশন পেয়ে আসছিলেন। কিন্তু এক বছরের বেশি সময় ধরে তাঁদের পেনশন দেওয়া স্থগিত রয়েছে। ফলে তাঁরা সংসার চালাতে সমস্যায় পড়েছেন।” ফের তা চালুর দাবিতে তাঁরা জেলাশাসক ও রাজ্যপালকে আর্জি জানিয়েছেন। লোকসেবক সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, বান্দোয়ান ব্লকের ভালু গ্রামের বাসিন্দা সুজীবালা মাঝি গত এক বছর ধরে পেনশন থেকে বঞ্চিত আছেন। মানবাজার থানার বামনি গ্রামের প্রয়াত প্রহ্লাদ মাঝির স্ত্রী বাসন্তী মাঝিও এক বছর ধরে পেনশন পাননি। বরাবাজারের জাহানাবাদ গ্রামের লছু শবর স্বাধীনতা সেনানীর পেনশন পেতেন। ২০১০ সালে লছুবাবু মারা যাওয়ার পর তার স্ত্রী কামিনীদেবী কিন্তু পেনশন পাননি। সম্প্রতি কামিনীদেবী মারা গিয়েছেন। জেলাশাসক তন্ময় চক্রবর্তী বলেন, “আমি এখনও পর্যন্ত এই ধরনের আর্জির বিষয়টি জানি না। তবু বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

মারধরের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • পাড়ুই

দেবগ্রামে তৃণমূলের এক স্থানীয় নেতাকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় বিজেপির বিরুদ্ধে। এই মর্মে বুধবার পাড়ুই থানায় আট বিজেপি নেতা ও কর্মীর নামে লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাড়ুই থানা এলাকার একাধিক গ্রামে উভয় দলের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা হাতাহাতি চলছে। বুধবার দুপুরে দেবগ্রাম বাসস্টান্ডের কাছে একটি চায়ের দোকানে দুই দলের কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। ওই বচসা পরে হাতাহাতির রুপ নেয়। অভিযোগ, তখনই তৃণমূলের সাত্তর পঞ্চায়েত এলাকার সহ-সভাপতি দুলাল শেখকে বাঁশ দিয়ে মারধর করা হয়। ঘটনার পর আহত ওই তৃণমূল নেতা প্রাথমিক চিকিৎসা করানোর পর পাড়ুই থানায় লিখিতও অভিযোগ জানান। বিজেপির স্থানীয় নেতৃত্ব অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। এলাকার বিজেপি নেতা নিমাই দাস বলেন, “বেশ কিছু গ্রামে বিজেপির ক্ষমতা বৃদ্ধিতে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব আমাদের কর্মীদের উপর চড়াও হয়। মারধরও করে।”

সিউড়ি কোর্টে সুদীপ্ত সেন

নিজস্ব সংবাদদাতা • সিউড়ি

সিউড়ি আদালতে সারদার কর্ণধার সুদীপ্ত সেন। বুধবার ছবিটি তুলেছেন তাপস বন্দ্যোপাধ্যায়।

তিনটি পৃথক আর্থিক প্রতারণা মামলায় বুধবার ফের সিউড়ি আদালতে হাজির করানো হল সারদার কর্ণধার সুদীপ্ত সেনকে। সিউড়ির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ইন্দ্রনীল চট্টোপাধ্যায় সুদীপ্তকে ফের ৬ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন। প্রসঙ্গত, তিনটি মামলায় সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় ও মনোজ নাগেলের নামে অভিযোগ করা হয়েছিল। তিনজনেরই জামিন মঞ্জুর হয়েছে। কিন্তু জামিনের অঙ্ক না দেওয়ায় আদালতে হাজির হতে হচ্ছে বলে জানা গিয়েছে। দিন কয়েক আগে দেবয়ানী মুখোপাধ্যায়কেও সিউড়ি আদালতে হাজির করানো হয়েছিল। এ দিন মনোজ নাগেল কোথায়, সুদীপ্তের কাছে জানতে চান বিচারক। সুদীপ্ত জানান, মনোজ জেল হেফাজতে রয়েছে। সিবিআইয়ের হাতে সারদা মামলা যাওয়ার মাস কয়েক আগে সিউড়িতেই প্রথম সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন সুদীপ্ত সেন। তবে এ দিন কোনও কথা বলেননি তিনি।

মন্দিরে চুরি

নিজস্ব সংবাদদাতা • বোলপুর

চুরি হয়ে গেল সতীঘাট মহাশ্মশানের কালীমন্দির থেকে ছ’টি সোনার টিপ, দুটি রুপোর হার। মঙ্গলবার বিকেলে চুরির বিষয়টি জানাজানি হয়। বুধবার বোলপুর থানায় এই মর্মে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দা ও জন প্রতিনিধি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বাইরে গেটের তালা বন্ধ ছিল। কিন্তু ভিতরের দুটি গেট খোলা অবস্থায় ছিল। তৃণমূলের পঞ্চায়েত সমিতি সদস্য প্রশান্ত মুখোপাধ্যায় বলেন, “অভিযোগ জানানো হয়েছে। ওই তিনটি গেটের চাবি স্থানীয় পাটুলিদের কাছে থাকে। ইতিমধ্যেই পুলিশ ওই পাটুলিদের জিজ্ঞাসাবাদ করেছে।”

গ্রেফতার যুবক

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে মহারাষ্ট্র পুলিশ বীরভূমের রামপুরহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে হানিফ শেখ নামে এক যুবককে গ্রেফতার করল। হানিফের বিরুদ্ধে মহারাষ্ট্রের থানে থানায় অভিযোগ দায়ের হয়। গোপন সূত্রে খবর পেয়ে ওখানকার পুলিশ বুধবার রামপুরহাট এসে হানিফকে গ্রেফতার করে। ধৃত বেশ কিছু দিন থেকেই রামপুরহাটের চামড়াগুদাম মোড়ে ছিল বলে জানা গিয়েছে।

ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

সিএবি আয়োজিত অনূর্ধ্ব ১৫ আন্তঃমহকুমা লিগ কাম নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় হাওড়ার কাছে হারল উলুবেড়িয়া। বুধবার রামপুরহাটের গাঁধী স্টেডিয়ামে খেলা হয়। হাওড়া প্রথমে ব্যাট করে ৪০৫ রান করে। হাওড়ার পক্ষে সায়ন বিশ্বাস ১৬৮ রান করে। জবাবে মাত্র ২৮ রান করে উলুবেড়িয়া। আজ, বৃহস্পতিবার হাওড়ার সঙ্গে বোলপুর মহকুমার খেলা।

কর্মবিরতি করে প্রত্যাহার

সকালে কর্মবিরতি শুরু করে দাবি মিটে যাওয়ায় পরে কাজে যোগ দিলেন বিদ্যুৎ বণ্টন নিগমের পাত্রসায়র সাব স্টেশন ও সরবরাহ বিভাগের ঠিকা শ্রমিকেরা। ঠিকাদারের বিরুদ্ধে সময়মতো বেতন না দেওয়া, ভবিষ্যনিধি প্রকল্পে টাকা নিয়ে গরমিল করার অভিযোগ তুলে সাত দিন আগেও ২৫ জন ঠিকাশ্রমিক কাজ বন্ধ করেছিলেন। পরে তাঁরা কাজে যোগ দিলেও সমস্যার সমাধান না হওয়ায় বুধবার সকাল থেকে তাঁরা ফের কর্মবিরতি শুরু করেছেন। ফলে বিদ্যুতের লাইন মেরামতির কাজে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। পরে ঠিকাদারের তরফে টাকা মিটিয়ে দেওয়ায় তাঁরা কাজে যোগ দেন।

মহকুমাজুড়ে স্বচ্ছতা কর্মসূচি

নিজেদের কর্মস্থল পরিচ্ছন রাখুন। এই স্লোগান নিয়ে সরকারি দফতরগুলিতে স্বচ্ছতা কর্মসূচি পালন করল রঘুনাথপুর মহকুমা প্রশাসন। বুধবার নিজেই ঝাড়ু নিয়ে নিজের দফতর সাফাইয়ে নামেন মহকুমাশাসক (রঘুনাথপুর) সুরেন্দ্রকুমার মিনা। অন্য আধিকারিক ও কর্মীরাও সামিল হন। মহকুমার ছ’টি ব্লক কার্যালয় ও অন্যান্য সরকারি দফতর, স্কুল-কলেজেও সাফাইয়ের কাজ চলে। প্রশাসন সূত্রে খবর, মহকুমাশাসকের উদ্যোগে একই দিনে মহকুমার ছ’টি ব্লকের সরকারি অফিস-সহ ৪৯টি গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করা হয়। মহকুমাশাসক বলেন, “নিজেদের কর্মস্থল পরিচ্ছন্ন থাকলে কাজের সুস্থ, সুন্দর পরিবেশ তৈরি হয়। এই কাজ নিয়মিত চালিয়ে যেতে হবে।”

ব্লক অফিসে তালা

স্মারকলিপি দেওয়ার কথা আগে থেকেই জানানো ছিল। শুধু তাই নয়, সময়ও নেওয়া ছিল। কিন্তু নির্ধারিত সময়ে এসে বিডিওকে না পেয়ে অফিসে তালা ঝুলিয়ে দিলেন কংগ্রেস কর্মীরা। বিডিও আসার খবর পেয়ে তাঁরা তালা খুলে দেন এবং স্মারকলিপি দেন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে নলহাটি ২ ব্লকে। বিডিও গোবিন্দ নন্দী অবশ্য বলেন, “যখন অফিসে আসি তালা খোলা ছিল। তালা দেওয়ার বিষয়ে কর্মীরা কেউ কিছু বলেননি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

brief story puru tukro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE