Advertisement
১৭ মে ২০২৪

চ্যাম্পিয়ন চিত্তরঞ্জন স্কুল

সুব্রত কাপ ফুটবলের চূড়ান্ত পর্যায়ের খেলাগুলি হয়ে গেল পুরুলিয়ায়। ছেলেদের অনূর্ধ্ব ১৪ বিভাগে জেলা চ্যাম্পিয়ন হল পুরুলিয়া চিত্তরঞ্জন (বালক) উচ্চ বিদ্যালয়। সোমবার বিকেলে পুরুলিয়া হিলভিউ ময়দানে তারা পুরুলিয়া জিলা স্কুলকে ২-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে দু’টি গোলই করেন বিকাশ বাউরি। এই খেলায় ‘ম্যান অব দ্য ম্যাচে’র সম্মান পান পুরুলিয়া জিলা স্কুলের সোমদীপ মাহাতো।

চ্যাম্পিয়নদের উল্লাস। পুরুলিয়া চিত্তরঞ্জন (বালক) উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা।— নিজস্ব চিত্র

চ্যাম্পিয়নদের উল্লাস। পুরুলিয়া চিত্তরঞ্জন (বালক) উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা।— নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০০:২৬
Share: Save:

সুব্রত কাপ ফুটবলের চূড়ান্ত পর্যায়ের খেলাগুলি হয়ে গেল পুরুলিয়ায়। ছেলেদের অনূর্ধ্ব ১৪ বিভাগে জেলা চ্যাম্পিয়ন হল পুরুলিয়া চিত্তরঞ্জন (বালক) উচ্চ বিদ্যালয়। সোমবার বিকেলে পুরুলিয়া হিলভিউ ময়দানে তারা পুরুলিয়া জিলা স্কুলকে ২-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে দু’টি গোলই করেন বিকাশ বাউরি। এই খেলায় ‘ম্যান অব দ্য ম্যাচে’র সম্মান পান পুরুলিয়া জিলা স্কুলের সোমদীপ মাহাতো। অন্যদিকে এই মাঠেই ছাত্রদের অনূর্ধ্ব ১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয় হুড়ার অর্জুনজোড়া উচ্চ বিদ্যালয়। ফাইনালে তারা নপাড়া উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে। অর্জুনজোড়ার হয়ে একমাত্র গোলটি করেন সজল মান্ডি। এই খেলায় সেরা খেলোয়াড়ের সম্মান পেয়েছেন সজল মান্ডি। জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক নূরউদ্দিন হালদার জানিয়েছেন, এ দিন বিজয়ী এবং বিজিত দলের হাতে সারথি মাহাতো নামাঙ্কিত কাপ তুলে দেওয়া হয়। আর প্রতিযোগিতার খেলাগুলি উৎসর্গ করা হয় জেলার সদ্যপ্রয়াত অ্যাথলিট চন্দন ঘোষের উদ্দেশ্যে।
অনূর্ধ্ব ১৭ মহিলাদের সুব্রত কাপ ফুটবলে পুরুলিয়া জেলায় চ্যাম্পিয়ন হল ঝালদার জারগো উচ্চ বিদ্যালয়। শনিবার ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ ময়দানে ফাইনালে তারা নপাড়া উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে। নূরউদ্দিন হালদার জানিয়েছেন, জেলার তিনটি মহকুমার মধ্যে রঘুনাথপুর মহকুমা থেকে কোনও দল প্রতিযোগিতায় যোগ দেয়নি। পুরুলিয়া (সদর) মহকুমা থেকে হুটমুড়া হরিমতি গার্লস উচ্চ বিদ্যালয় ও ন’পাড়া উচ্চ বিদ্যালয় এবং পুরুলিয়া (পশ্চিম) মহকুমা থেকে জারগো উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে যোগ দেয়। প্রথম খেলায় জারগো উচ্চ বিদ্যালয় ১-০ গোলে হুটমুড়াকে হারায়। গোলদাতা বীণা পরামানিক। পরের খেলায় ন’পাড়া উচ্চ বিদ্যালয় ২-১ গোলে হুটমুড়াকে হারায়া। নাপাড়ার পক্ষে গোল করেন মালতী টুডু ও মণিকা টুডু। ফাইনালে জারগো ১-০ গোলে নপাড়াকে হারায়। জারগোর পক্ষে গোল করেন প্রতিমা মাহাতো। প্রতিমাকেই প্রতিযোগিতার সেরা খেলোয়াড় বেছে নেওয়া হয়েছে। ফাইনালে ঝালদা ১ বিডিও মৃন্ময় দাস উপস্থিত ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE