Advertisement
১৬ মে ২০২৪

বিডিওর বিরুদ্ধে নালিশ

ভোটের কাজে অঙ্গনওয়াড়ি কর্মীদের নেওয়া হলেও তাঁদেরকে অপমান করেছেন বিডিও। সেই জন্য তাঁরা ওই বিডিওর অধীনে কোনও কাজ করবেন না। — লিখিত ভাবে প্রকল্পের ব্লক আধিকারিককে এমনই অভিযোগ জানিয়েছেন রামপুরহাট ১ ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৬ ০০:২৬
Share: Save:

ভোটের কাজে অঙ্গনওয়াড়ি কর্মীদের নেওয়া হলেও তাঁদেরকে অপমান করেছেন বিডিও। সেই জন্য তাঁরা ওই বিডিওর অধীনে কোনও কাজ করবেন না। — লিখিত ভাবে প্রকল্পের ব্লক আধিকারিককে এমনই অভিযোগ জানিয়েছেন রামপুরহাট ১ ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা। লিখিতভাবে তাঁরা জানিয়েছেন বিডিওর নির্দেশে তাঁরা ভোটের দিন কাজ করেছেন। অথচ বিডিও বিভিন্ন বুথে বুথে গিয়ে তাঁদের ভোট কেন্দ্রে ভোটারদের সামনে, কর্তব্যরত কেন্দ্রীয় জওয়ানদের সামনে অপমান করেছেন।

সুসংহত শিশু বিকাশ প্রকল্পের রামপুরহাট ১ ব্লকের প্রকল্প আধিকারিক অরিন্দম মণ্ডল বলেন, ‘‘ওই সমস্ত কর্মীদের ভোটার সহায়ক হিসাবে নিয়োগ করা হয়েছিল। ভোটের দিন আমি বাইরে ছিলাম। পরে অভিযোগ পেয়েছি। বিডিও-র সঙ্গে কথা বলব।’’ রামপুরহাট ১ ব্লকের বিডিও নিতিশ বালা বলেন, ‘‘ওই কর্মীদের বুথের বাইরে ভোটারদের সাহায্য করার জন্য নিয়োগ করা হয়েছিল। কিন্তু অধিকাংশ কর্মীদের বুথের ভিতর বসে থাকতে দেখা গিয়েছে। তাই তাঁদের বুথের বাইরে চলে যেতে বলা হয়। কাউকে অপমান করা হয়নি।’’

রামপুরহাট মহকুমাশাসক সুপ্রিয় দাস বলেন, ‘‘কি ঘটেছে সঠিক ভাবে না জেনে মন্তব্য করা ঠিক হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BDO Complain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE