Advertisement
১১ জুন ২০২৪

নিয়োগ ঘিরে দ্বন্দ্ব তৃণমূলেই

ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে পুরুলিয়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে। ওই নিয়োগ বিধি বহির্ভুত ভাবে হয়েছে বলে অভিযোগ তুলেছেন পুরুলিয়া শহর তৃণমূল নেতৃত্ব।

তপ্ত-বৈঠক। পুরুলিয়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে। নিজস্ব চিত্র

তপ্ত-বৈঠক। পুরুলিয়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০০:০০
Share: Save:

ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে পুরুলিয়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে। ওই নিয়োগ বিধি বহির্ভুত ভাবে হয়েছে বলে অভিযোগ তুলেছেন পুরুলিয়া শহর তৃণমূল নেতৃত্ব। তাঁরা নিয়োগ পদ্ধতি সম্পর্কে জবাবদিহি দাবি করেছেন। ব্যাঙ্কের পরিচালন সমিতিতেও তৃণমূল নেতারা থাকায় এই অভিযোগ অন্য মাত্রা পেয়েছে।

পুরুলিয়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে সম্প্রতি ডেটা এন্ট্রি অপারেটর পদে ছ’জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়। এই নিয়োগ নিয়েই আপত্তি। ব্যাঙ্কের পরিচালন সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন পুরুলিয়ার পুরপ্রধান কে পি সিংহ দেও। পরিচালন সমিতির অন্য কর্মকর্তারাও খোদ দলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতোর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।

সেখানে নিয়োগ বিধি বহির্ভুত ভাবে হয়েছে বলে অভিযোগ তুলে সোমবার পুরুলিয়া শহর তৃণমূল নেতারা ব্যাঙ্কে গিয়ে বিক্ষোভ দেখান। শহর তৃণমূলের সভাপতি বৈদ্যনাথ মণ্ডল এবং দলের দুই কাউন্সিলর বিভাস দাস ও কৃষ্ণেন্দু মাহালি-সহ দলের আরও বেশ কয়েকজন চেয়ারম্যানের ঘরে গিয়ে জানতে চান, কী ভাবে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হয়েছে? এই নিয়োগের জন্য কোথায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল? সংবাদপত্রে কেন দেওয়া হয়নি?

ব্যাঙ্কে উপস্থিত ভাইস চেয়ারম্যান গতিলাল মাহাতো, পরিচালন সমিতির অন্যতম সদস্য শ্যামল চট্টোপাধ্যায়রা তাঁদের সামাল দেওয়ার চেষ্টা করেন।

গতিলালবাবু দাবি করেন, ‘‘ওই নিয়োগের জন্য জেলায় আমাদের ব্যাঙ্কের যে সাতটি শাখা রয়েছে, সেখানকার নোটিস বোর্ডে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তারপরে ইন্টারভিউয়ের ভিত্তিতে তাঁদের নিয়োগ করা হয়েছে। কাজের অসুবিধা হওয়ায় জরুরি ভিত্তিতে নিয়োগের বিষয়টি ব্যাঙ্কের পরিচালন সমিতির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। কোনও দুর্নীতি হয়নি।’’

ব্যাঙ্কের পরিচালন সমিতির অন্যতম সদস্য তথা সমবায় ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল চট্টোপাধ্যায় দাবি করেছেন, ‘‘এ ভাবে নিয়োগ যে বৈধ, তা সমবায় আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে। এ নিয়ে বিতর্কের কী আছে, বুঝতে পারছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Data Entry Operator
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE