Advertisement
০৬ মে ২০২৪
DYFI

মন্ত্রীর ‘বাড়ি’ নিয়ে মীনাক্ষীর কটাক্ষ

এ দিনের সভায় পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ করে রাজ্য ও কেন্দ্রী সরকারের সমালোচনা করে মীনাক্ষী বলেন, ‘‘এরা সকালে এক, রাতে অন্য।’’

DYFI rally headed by Minakshi Mukherjee

খাতড়ায় ডিওয়াইএফ-এর মিছিল। সোমবার। ছবি: শুভেন্দু তন্তুবায়

নিজস্ব সংবাদদাতা
খাতড়া শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ০৫:৫৫
Share: Save:

প্রধানমন্ত্রী আবাস প্লাসের তালিকা নিয়ে ক্ষোভ রয়েছে বঞ্চিতদের। সোমবার খাতড়ায় সংগঠনের সভায় এসে সেই প্রসঙ্গে তৃণমূলের স্থানীয় বিধায়ক তথা খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাহাতোর নাম জড়িয়ে বিতর্ক উস্কে দিলেন ডিওয়াইএফের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়।

এ দিন বিকেলে খাতড়ার রঙ্কিনীতলায় সিপিএমের যুব সংগঠনের সভায় মীনাক্ষী দাবি করেন, ‘‘গরিব মানুষ বাড়ি পাচ্ছেন না। পলিথিন আচ্ছাদনে কোনও রকমে দিন কাটাচ্ছেন। আর এখানকার তফসিলি জনজাতি আসনে জিতে আসা বর্তমান বিধায়কের বাড়ি দেখে আসুন। তিনি বিলাসবহুল গাড়ি চাপছেন।’’

রানিবাঁধ কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্নার দাবি, ‘‘আমার কোনও বাড়ি নেই। খাতড়ায় ভাড়াবাড়িতে থাকি। যে গাড়িতে আমি চাপি, সেটা সরকারের দেওয়া। সবাই তা জানেন। ভোটের আগে গরম বক্তব্য রাখলে হবে না, সত্যটা জানতে হবে।’’

এ দিনের সভায় পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ করে রাজ্য ও কেন্দ্রী সরকারের সমালোচনা করে মীনাক্ষী বলেন, ‘‘এরা সকালে এক, রাতে অন্য।’’

এই প্রসঙ্গে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডল বলেন, ‘‘সেটিং যদি কারও থাকে, সেটা ওঁদের।’’

অন্য দিকে, তৃণমূলের বাঁকুড়া সংগঠনিক জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্রের দাবি, ‘‘সবাই জানেন কাদের সঙ্গে কাদের সেটিং আছে।’’

এ দিনের সমাবেশে ছিলেন সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি, ডিওয়াইএফ-এর বাঁকুড়া জেলা সভাপতি শুভেন্দু মণ্ডল, জেলা সহ সম্পাদক দেবদুলালপ্রামাণিক প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

DYFI Minakshi Mukherjee Khatra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE