Advertisement
১১ জুন ২০২৪

সচেতনতার শপথ

দুর্গাপুজো, মহরম, লক্ষীপুজোর পরে এ বার মিশন নির্মল বীরভূম কর্মসূচিতে সচেতনতার শপথ বাক্য পাঠ করা হল সাংস্কৃতিক সংস্থার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে। প্রসঙ্গত এ বার দুর্গাপুজোয় প্রতিটি মণ্ডপে ওই কর্মসূচিতে শৌচাগার ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা, প্লাস্টিক বর্জন, পোস্ত এবং গাঁজা বিরত থাকার প্রচার অভিযানের ব্যবস্থা করে প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা
লাভপুর শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ০১:২৫
Share: Save:

দুর্গাপুজো, মহরম, লক্ষীপুজোর পরে এ বার মিশন নির্মল বীরভূম কর্মসূচিতে সচেতনতার শপথ বাক্য পাঠ করা হল সাংস্কৃতিক সংস্থার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে।

প্রসঙ্গত এ বার দুর্গাপুজোয় প্রতিটি মণ্ডপে ওই কর্মসূচিতে শৌচাগার ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা, প্লাস্টিক বর্জন, পোস্ত এবং গাঁজা বিরত থাকার প্রচার অভিযানের ব্যবস্থা করে প্রশাসন।

পুষ্পাঞ্জলির শেষে পুরোহিতরা শপথবাক্যও পাঠ করান। খোদ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও শপথবাক্য পাঠ করেন। দুর্গাপুজোর পরে মহরম এবং লক্ষীপুজোতেও একই উদ্যোগ নেয় প্রশাসন। এবার স্বতঃস্ফুর্তভাবে বিজয়া সম্মিলনীতে ওই শপথবাক্য পাঠের উদ্যোগ নিল লাভপুরের দিশারী এবং তাঁদেরই শাখা সংগঠন মঞ্জরী। টানা ২৫ বছর ধরে তারাশঙ্করের লেখা নিয়ে নাটক করে চলেছে দিশারী।

মাসিক মাত্র ১০ টাকা বেতন দুই শতাধিক কচিকাঁচাকে আবৃত্তি, নাটক, গান, ছবি আঁকার প্রশিক্ষণ দিচ্ছে দিশারী।

বড়োরা ছাড়া হাজির ছিল কচিকাঁচারাও। লাভপুর ব্লকের বিডিও জীবনকৃষ্ণ বিশ্বাস বলেন, ‘‘তারাশঙ্করের ভাইয়ের ছেলে বাসুদেব বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন স্কুল শিক্ষক হরিপ্রসাদ সরকার, জ্ঞানপ্রকাশ ঘোষ প্রমুখ।

এ দিন শপথবাক্য পাঠ করান খোদ বিডিও।’’ পরে তিনি জানান, উদ্যোক্তাদের ধন্যবাদ নিজে থেকে এগিয়ে আসার জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE