Advertisement
০১ নভেম্বর ২০২৪

আজ থেকে শুরু হচ্ছে ফুটবল লিগ

মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে রামপুরহাট মহকুমা ফুটবল লিগ। লিগের প্রথম ও দ্বিতীয় ডিভিশনের খেলা হবে রামপুরহাটের গাঁধী স্টেডিয়ামে।

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০০:৩৬
Share: Save:

মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে রামপুরহাট মহকুমা ফুটবল লিগ। লিগের প্রথম ও দ্বিতীয় ডিভিশনের খেলা হবে রামপুরহাটের গাঁধী স্টেডিয়ামে। উদ্যোক্তারা জানান, ‘কান্তিপদ গুহ উইনার এবং রত্নাকর চৌধুরী রানার্স’ প্রথম ডিভিশনের লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতায় এ বার পাঁচটি দল খেলছে। দলগুলি হল— জুনিয়র ফুটবল কোচিং সেন্টার, মাড়গ্রাম সোনালী স্পোর্টিং ক্লাব, আয়াষ নেতাজি বয়েজ ক্লাব, নব অগ্রদূত মাড়গ্রাম, রামপুরহাট ফুটবল কোচিং সেন্টার। আর্থিক কারণে দল গঠন করতে না পারায় ময়দানেয় পরিচিত ক্লাব শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব র এ বার লিগে যোগ দিতে পারেনি।

অন্য দিকে, মহকুমা ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনে ‘আবুল বাশার উইনার এবং সূর্যকান্ত চক্রবর্তী রানার্স’ লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতায় এ বার মোট দশটি দল খেলবে। ওই দলগুলি হল— মাড়গ্রাম ইউনাইটেড ফুটবল ক্লাব মর্নিং, চ্যাম্পিয়ন গ্রাউন্ড ফুটবল কোচিং সেন্টার, তারাপীঠ মিলন সঙ্ঘ, জগৎদয়া মাতা কল্যাণ সমিতি, বিনোদপুর আয়রন সাইড ক্লাব, আটলা বামাক্ষ্যাপা সমিতি, খরুণ উদ্বোধনী মিলনী, জবটুলা আদিবাসী অ্যান্ড অগ্নিফৌজ মার্শাল ক্লাব, বিলাশপুর মিত্র সঙ্ঘ, বিনোদপুর সবুজ সঙ্ঘ।

সোমবার প্রতিযোগিতার প্রথম দিন প্রথম ডিভিশনের খেলায় মুখোমুখি হবে রামপুরহাট ফুটবল কোচিং সেন্টার এবং মাড়গ্রাম নব অগ্রদূত ক্লাব। মঙ্গলবার দ্বিতীয় ডিভিশনের প্রথম খেলায় নলহাটির জগৎদয়া মাতা কল্যাণ সমিতির বিরুদ্ধে মাঠে নামবে বিনোদপুর আইরন সাইড ক্লাব। আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর যথাক্রমে দ্বিতীয় এবং প্রথম ডিভিশনের ফাইনাল খেলা হবে। মহকুমা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, প্রথম বিভাগের উইনার্স এবং রানার্স দল জেলা স্তরের প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পাবে।

অন্য বিষয়গুলি:

Football league Rampurhat margram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE