Advertisement
১৬ জুন ২০২৪

বৃদ্ধাকে মারধর

এক আদিবাসী বৃদ্ধাকে ডাইনি অপবাদ দিয়ে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী আরেক আদিবাসী পরিবারের বিরুদ্ধে। বুধবার সকাল ১০টা নাগাদ, সাঁইথিয়ার ওমুয়া গ্রামের ঘটনা। ওই বৃদ্ধার মেয়ে ময়না মাড্ডি ওরফে বুড়ি এ দিন বলেন, ‘‘গত কয়েকদিন ধরে প্রতিবেশি এক যুবক অসুস্থ। তাই গত কদিন ধরে আমার মাকে ওরা ডাইনি সন্দেহ করছে।

নিজস্ব সংবাদদাতা
সাঁইথিয়া শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫৬
Share: Save:

এক আদিবাসী বৃদ্ধাকে ডাইনি অপবাদ দিয়ে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী আরেক আদিবাসী পরিবারের বিরুদ্ধে। বুধবার সকাল ১০টা নাগাদ, সাঁইথিয়ার ওমুয়া গ্রামের ঘটনা। ওই বৃদ্ধার মেয়ে ময়না মাড্ডি ওরফে বুড়ি এ দিন বলেন, ‘‘গত কয়েকদিন ধরে প্রতিবেশি এক যুবক অসুস্থ। তাই গত কদিন ধরে আমার মাকে ওরা ডাইনি সন্দেহ করছে। মাঝে মধ্যেই মারধর এমনকী পুড়িয়ে মারার হুমকী দিচ্ছিল। এ দিন ওদের বাড়ির কয়েকজন মহিলা বাড়িতে চড়াও হয়, মাকে মারবে বলে। আমি প্রতিবাদ করায় ওরা ফিরে যায়। মা প্যারালাইসিসের রোগী, অসুস্থ।’’ এ দিকে খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ কোনও অভিযোগ করেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sainthia Old age woman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE