Advertisement
২২ মে ২০২৪

বন্ধ সরকারি সেচ প্রকল্প নিয়ে আশ্বাস

সম্প্রতি আনন্দবাজারের পাঠকদের মুখোমুখি হয়েছিলেন নলহাটি ১-এর কুরুমগ্রাম পঞ্চায়েতের প্রধান কবিতা মণ্ডল। এলাকাবাসীর নানা প্রাপ্তি-প্রত্যাশা উঠল আলোচনায়। সঞ্চালনায় অপূর্ব চট্টোপাধ্যায়। রইল বাছাই প্রশ্নোত্তর।সম্প্রতি আনন্দবাজারের পাঠকদের মুখোমুখি হয়েছিলেন নলহাটি ১-এর কুরুমগ্রাম পঞ্চায়েতের প্রধান কবিতা মণ্ডল। এলাকাবাসীর নানা প্রাপ্তি-প্রত্যাশা উঠল আলোচনায়। সঞ্চালনায় অপূর্ব চট্টোপাধ্যায়। রইল বাছাই প্রশ্নোত্তর।

বাসিন্দাদের মুখোমুখি পঞ্চায়েত প্রধান। — সব্যসাচী ইসলাম।

বাসিন্দাদের মুখোমুখি পঞ্চায়েত প্রধান। — সব্যসাচী ইসলাম।

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৫০
Share: Save:

পঞ্চায়েতের অধীন মেহেগ্রাম সংলগ্ন সতীঘাটা কাঁদরে সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘ দিনের। সেতুটি নির্মাণ করা হলে এলাকার সঙ্গে নলহাটির সঙ্গে যোগাযোগ ব্যবস্থার সুবিধা হবে। সেতুটি নির্মাণের ব্যাপারে প্রধান কী ভূমিকা নিয়েছেন। এ ছাড়াও মেহেগ্রাম থেকে ইন্দ্রডাঙা পর্যন্ত মাটির রাস্তা সংস্কারের প্রয়োজন। রাস্তাটি সংস্কারের ব্যাপারে পঞ্চায়েত থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে।

জয়ন্ত অধিকারী, মেহেগ্রাম

প্রধান: সতীঘাটা কাঁদরের উপর সেতু নির্মাণ করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এটা জানি। কিন্তু সেতু নির্মাণের মতো বড় প্রকল্প পঞ্চায়েত থেকে করা মুশকিল। এ ব্যাপারে উর্দ্ধতম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। মেহেগ্রাম থেকে ইন্দডাঙা পর্যন্ত রাস্তাটি সংস্কারের পরিকল্পনা পঞ্চায়েত থেকে নেওয়া হয়েছে।

১০০ দিন প্রকল্পে পঞ্চায়েতের ১৯টি সংসদে বকেয়া টাকা এখনও কাজের দেখভালের নিযুক্ত সুপারভাইজাররা অনেকে পায়নি। এ ব্যাপারে প্রধানকে উদ্যোগ নেওয়ার জন্য আবেদন রাখছি। এ ছাড়াও পঞ্চায়েত এলাকায় নতুন করে ১০০ দিন প্রকল্পের কাজ শুরু করার জন্য প্রধানের কাছে আবেদন রাখছি।

আলমগীর মল্লিক, ধরমপুর

প্রধান:১০০ দিন প্রকল্পে পুরানো অনেক কাজের বকেয়া টাকা এখনও পাওয়া যায়নি। এর জন্য নতুন কাজ এখন বন্ধ আছে। টাকা আসলেই প্রাপকদের বকেয়া টাকা দেওয়া হবে।

পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রাস্তার প্রধান প্রধান মোড়ে হাই মাস্ট আলোর ব্যবস্থা করলে এলাকাবাসী উপকৃত হয়। এ ব্যাপারে পঞ্চায়েতের আগামীদিনে কি পরিকল্পনা?

গোলাম মোর্তাজা, কানুপাড়া

প্রধান: ভালো প্রস্তাব। এ ব্যাপারে কীভাবে কী করা যায় সেটা নিয়ে উর্দ্ধতম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

নলহাটি ১ ব্লকে একটি আই টি আই কলেজ গড়ে তোলার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। এবং আই টি আই কলেজ গড়ে তোলার জন্য কুরুমগ্রামে একটি জায়গাও দেখা হয়েছে। এবং গড়ে তোলার জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। কিন্তু যে জায়গায় আইটিআই কলেজ নির্মাণ করা হবে সেই জায়গায় পৌঁছানোর জন্য রাস্তা সংস্কারের প্রয়োজন আছে। রাস্তা সংস্কারের অভাবে কলেজ গড়ে তোলার জন্য নিযুক্ত নির্মাণকারী সংস্থা নির্মাণ সামগ্রী ওই জায়গায় নিয়ে যেতে পারছে না। অবিলম্বে রাস্তাটি সংস্কারের ক্ষেত্রে পঞ্চায়েতকে উদ্যোগী হওয়ার আবেদন জানায়।

সুব্রত মিত্র মজুমদার, কুরুমগ্রাম

প্রধান: কি পরিস্থিতি হয়েছে খুব তাড়াতাড়ি এলাকায় খোঁজ খবর নিয়ে রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হবে।

পঞ্চায়েত অফিস লাগোয়া এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির অভাবে বিপজ্জনক ভাবে বিদ্যুৎবাহী তার নীচের দিকে বিপজ্জনক ভাবে ঝুলে আছে। এর ফলে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী। অবিলম্বে একটি বিদ্যুৎবাহী খুঁটির ব্যবস্থা করার জন্য প্রধানের কাছে আবেদন জানায়।

মিতা মণ্ডল, তেজহাটি

প্রধান: সমস্যার কথা বিদ্যুৎ দফতরকে জানানো হয়েছে। এর আগেও তেজহাটি গ্রামের মধ্যে নতুন খুঁটি বসানোর ব্যবস্থা করা হয়েছে।

পঞ্চায়েত এলাকার মধ্যে সরধা গ্রামে একটি জুনিয়র হাইস্কুল গড়ে তোলার জন্য সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল। জুনিয়র হাইস্কুল নির্মাণের বিষয়টি বর্তমানে কী পর্যায়ে আছে প্রধানের কাছে জানতে চাই?

মহম্মদ কুদ্দুস, সরধা

প্রধান: আমার বিষয়টি জানা নাই। খোঁজ খবর নেব।

আজ থেকে বিশ বছর আগে ছোট হাজারপুর গ্রামে পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল প্রকল্প চালু হয়েছে। বর্তমানে গ্রামের বাসিন্দারা ওই প্রকল্প থেকে কোনও সুবিধা পাচ্ছেন না। বিষয়টি প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হল।

রেশমা বিবি, ছোট হাজারপুর

প্রধান: সমস্যার কথা জানি। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে আরও একবার কথা বলব।

জাতীয় সড়কের ধারে পঞ্চায়েত এলাকার মধ্যে তেজহাটি মোড়। ওই মোড়ে কুরুমগ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ছাড়াও নলহাটি ১ ব্লকের বাউটিয়া, বড়লা, কলিঠা, কয়থা ১ এই পাঁচটি পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ছাড়াও রামপুরহাট ২ ব্লকের হাঁসন ১, হাঁসন ২ এই পঞ্চায়েতের বাসিন্দারা নিয়মিত যাতায়াত করেন। অথচ ওই মোড়ে মহিলাদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা নেয়। পঞ্চায়েত থেকে এ ব্যাপারে উদ্যোগী হলে এলাকাবাসী উপকৃত হয়।

ডলি প্রামাণিক, কুরুমগ্রাম

প্রধান: ভালো প্রস্তাব। এ ব্যাপারে উর্দ্ধতম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা করা হবে।

পঞ্চায়েত এলাকার মধ্যে তেজহাটি গ্রামের মধ্যে একটি খেলার মাঠ গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হোক। মাঠ অভাবে গ্রামের যুব সম্প্রদায়ের বিকাশ ঘটছে না।

শ্যামল কুমার রায়, তেজহাটি

প্রধান: তেজহাটি গ্রামে খেলার মাঠ জায়গা অভাবে গড়ে তোলা যাচ্ছে না। একটা জায়গা পাওয়া গিয়েছে। এ ব্যাপারে গ্রামবাসীরা মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন। দেখা যাক কী হয়।

রঘুনাথপুর এলাকায় দীর্ঘ দিন যাবৎ সেচের জন্য একটি সরকারি অগভীর জল প্রকল্প বন্ধ হয়ে আছে। প্রকল্পটি পুনরায় চালু করলে এলাকার ৩০০ বিঘে জমি সেচের সুবিধা পাবে। পঞ্চায়েত থেকে এ ব্যাপারে উদ্যোগ নিলে এলাকাবাসী উপকৃত হবে।

অসীম সেন, রঘুনাথপুর

প্রধান: বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরে খোঁজ খবর নেব।

পঞ্চায়েত এলাকার মধ্যে কুরুমগ্রামের ৯ নম্বর সংসদে নিকাশি নালা সংস্কার থেকে রাস্তা নির্মাণ দীর্ঘ দিন থেকে হচ্ছে না। এ ব্যাপারে প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

শ্রীকুমার দাস, কুরুমগ্রাম

প্রধান: একেব্বারেই কোনও কাজ হয়নি, তা ঠিক নয়। তবুও সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্যর সঙ্গে আলোচনা করে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা হবে।

পঞ্চায়েত এলাকার মধ্যে কোড্ডা গ্রাম থেকে শতাধিক ছেলেমেয়ে সংশ্লিষ্ট মেহেগ্রাম হাই স্কুলে উচ্চ শিক্ষা লাভের জন্য নিয়মিত যাতায়াত করে। পড়ুয়ারা চরম নাকালের মধ্যে পড়ছে।

তাপস রাজবংশী, কোড্ডা

প্রধান: রাস্তাটি সংস্কার করা হবে।

পঞ্চায়েত এলাকার ৩০ হাজারের বেশি জনসংখ্যা। অথচ কুরুমগ্রামে একটি মাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আছে। এলাকায় আর একটি রাষ্টায়ত্ত ব্যাঙ্ক চালু করার জন্য প্রধানের কাছে আবেদন জানায়।

কৃষ্ণ ভট্টাচার্য, তেজহাটি

প্রধান: এত বড় এলাকায় একটি ব্যঙ্ক থাকার জন্য সমস্যা হওয়া স্বাভাবিক। নতুন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক চালু করার জন্য উর্দ্ধতম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।

এলাকায় দীর্ঘ দিন থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার অভাবে রাতের দিকে গ্রামে অনেক সময় বিদ্যুৎ সরবরাহ ব্যহত হয়। এর ফলে পড়াশুনা এবং অন্যান্য কাজে অসুবিধা হচ্ছে।

মুজিবর রহমান, বড় পোধরা

প্রধান: ওই গ্রামের সমস্যার কথা জানি। সমস্যা সমাধানে বিদ্যুৎ দফতরকে পুনরায় জানান হবে।

তেজহাটি একটি মাত্র প্রাথমিক বিদ্যালয়। গ্রামে আর একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার জন্য প্রধানের আবেদন জানাই।

নরত্তম প্রামানিক, তেজহাটি

প্রধান: এ ব্যাপারে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলব।

গ্রামের অমৃত সাগর পুকুর পাড় গার্ড ওয়াল না থাকার জন্য মানুষের ব্যবহার্য রাস্তা ক্রমশ পুকুর গ্রাস করছে। ফলে রাস্তা ছোট হচ্ছে। কবে ব্যবস্থা নেওয়া হবে।

রনিত মণ্ডল, কুরুমগ্রাম

প্রধান: পুকুর পাড়ে বোল্ডার সেটিং করে বাধানোর জন্য উদ্যোগ নেওয়া হবে।

১৪ মাস আগে ১০০ দিন প্রকল্পে কাজ করেও সামগ্রী সরবরাহের টাকা পাওয়া যাচ্ছে না। কী ভাবে টাকা মিলবে?

আমিরুল ইসলাম, কানুপাড়া

প্রধান: উর্ধ্বতম কর্তৃপক্ষর কাছ থেকে টাকা পাওয়া যায়নি। এর ফলে টাকা দেওয়া যাচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Panchayat Irrigation project
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE