Advertisement
১৮ মে ২০২৪

দুয়ারে সুব্রত কাপ, মুখিয়ে অর্জুনজোড়া

চেনা মাঠে ভাল ফলের লক্ষ্যে জোরদার অনুশীলন শুরু করেছে পুরুলিয়ার অর্জুনজোড়া উচ্চ বিদ্যালয়। শনিবার থেকে হুড়ার অর্জুনজোড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হচ্ছে সুব্রত মুখোপাধ্যায় স্কুল ফুটবল প্রতিযোগিতার মূল পর্বের খেলা।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৬ ০২:১৭
Share: Save:

চেনা মাঠে ভাল ফলের লক্ষ্যে জোরদার অনুশীলন শুরু করেছে পুরুলিয়ার অর্জুনজোড়া উচ্চ বিদ্যালয়। শনিবার থেকে হুড়ার অর্জুনজোড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হচ্ছে সুব্রত মুখোপাধ্যায় স্কুল ফুটবল প্রতিযোগিতার মূল পর্বের খেলা। রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় এ বার মূল পর্বে পুরুলিয়ার প্রতিনিধিত্ব করছে এই স্কুল। এ বারে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে অর্জুনজোড়া বিদ্যালয়ের মাঠেই। তাই ঘরের মাঠে চেনা পরিবেশে লক্ষ্যভেদের কথাই ভাবছে অর্জুনজোড়া। জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক নূরউদ্দিন হালদার জানান, অতীতেও অর্জুনজোড়া এই প্রতিযোগিতার মূল পর্বে খেলেছে।

সুব্রত কাপের মূল পর্বে ওঠার পথে পুরুলিয়ার ডুড়কু উচ্চ বিদ্যালয়, বড় উরমা উচ্চ বিদ্যালয়, বাঘমুণ্ডি উচ্চ বিদ্যালয় ও গোলামারা উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে অর্জুনজোড়া। জেলাস্তরের প্রতিযোগিতায় জিতে জোন পর্যায়ের খেলায় বর্ধমানে বাঁকুড়ার বাঁকাদহ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। দলের প্রশিক্ষক ইন্দুভূষণ সিংহ বলেন, ‘‘দলটা ছন্দে রয়েছে। তা ছাড়া এ বারের সমস্ত খেলাগুলিই নিজেদের মাঠে। ফলে চেনা পরিবেশের সুবিধে আমরা পাব। নিজেদের খেলাটা খেলতে পারলে ভাল কিছু আশা করাই যায়।’’ একই রকম আশাবাদী স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শঙ্করপ্রসাদ মাহাতো।

খেলোয়াড়রাও এখন ডুবে রয়েছেন অনুশীলনে। অধিনায়ক ইন্দ্রজিৎ রাজোয়াড় বলেন, ‘‘আমরা শুধু জয় নিয়েই ভাবছি। ছেলেদের বুঝিয়েছি টেনশন ঝেড়ে ফেলতে হবে।’’ তাঁর সহযোদ্ধা চণ্ডী হাঁসদা, অজয় হেমব্রম-সহ অন্য খেলোয়াড়রাও আশাবাদী। তাঁরা জানাচ্ছেন, প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন নিজেদের সেরা উজাড় করে দিতে তৈরি। শঙ্কু মাণ্ডি ইতিমধ্যেই এই প্রতিযোগিতায় চারটি গোল করেছেন। আত্মবিশ্বাসী গলায় তিনি বলেলেন, ‘‘আমরাই এ বার জিতব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

subrata cup arjunjora high school
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE