Advertisement
১৫ জুন ২০২৪
BJP

Purulia: ফেসবুক পোস্টে চটে লাল, বিজেপি বিধায়কের বিরুদ্ধে মারধর-দোকান ভাঙচুরের অভিযোগ!

সূত্রপাত একটি ফেসবুক পোস্ট নিয়ে। পোস্টে উল্লেখ করেন, ‘এই বিধায়কের একটা রেসিডেন্ট দেবার মুরোদ নেই।’ অভিযোগ তার পরেই হয় ‘হামলা’।

বিজেপি বিধায়কের বিরুদ্ধে মারধরের অভিযোগ ব্যবসায়ীর।

বিজেপি বিধায়কের বিরুদ্ধে মারধরের অভিযোগ ব্যবসায়ীর। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ১৩ মে ২০২২ ১৩:১৬
Share: Save:

বিজেপি বিধায়কের বিরুদ্ধে ফেসবুক পোস্ট করায় শারীরিক হেনস্থা ও তাঁর দোকান ভাঙচুর করার অভিযোগ করলেন এক ব্যবসায়ী। শুক্রবার এ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া শহরে।

জনৈক তুষার অবস্তি নেটমাধ্যমে অভিযোগ করেন, পুরুলিয়া শহরের বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় তাঁকে মারধর করেছেন। তাঁর দোকানও ভাঙচুর করেছেন। এ নিয়ে জোর চাপানউতর চলছে এলাকায়। যদিও কোনও পক্ষই এ নিয়ে থানায় অভিযোগ জানায়নি বলে পুলিশ সূত্রে খবর।

ওই ব্যবসায়ীর দাবি, ঘটনার সূত্রপাত ফেসবুকে তাঁর করা একটি পোস্ট নিয়ে। সেই পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এই বিধায়কের একটা রেসিডেন্ট দেবার মুরোদ নেই।’ অভিযোগ, তার পরই নাকি তাঁর দোকান ভাঙচুর করেন এবং তাঁর গায়ে হাত তোলেন বিজেপি বিধায়ক। এ নিয়ে অভিযুক্ত বিধায়ক বলেন, ‘‘আমি ওকে কেন মারতে যাব? আমি মারধর করলে ও ভিডিয়োটা কী ভাবে করল? ও তৃণমূলের একটা চাটুকার। মানুষকে ‘ব্ল্যাকমেল’ করে খায়। আমরা দলীয়ভাবে ওর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাচ্ছি।’’

পুরুলিয়া পুরসভার প্রধান তথা তৃণমূল নেতা নব্যেন্দু মাহালি বলেন, ‘‘এই ঘটনা শোনার পরে ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই বিধায়কের নামে বহু অভিযোগ রয়েছে। কেউ ওঁর নামে খারাপ কিছু পোস্ট করলে উনি সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করতে পারতেন। আর নাগরিক হিসেবে জনপ্রতিনিধিদের নাম করে তো যে কেউ নেটমাধ্যমে পোস্ট করতে পারেন।’’

তবে বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙার দাবি, ওই যুবক তৃণমূল করেন। ‘‘বিধায়ক এমন মানুষ রাতবিরেতে কেউ অসুবিধায় পড়লে অ্যাম্বুল্যান্সের বন্দোবস্ত পর্যন্ত করে দেন। সব সময় উনি পুরুলিয়ার মানুষের সঙ্গে থাকেন।’’ তাঁর অভিযোগ, তুষারই কথা কাটাকাটিতে প্রথমে বিধায়ককে অশ্রাব্য গালাগালি করেন। এমনকি, বিধায়কের গায়ে ধাক্কা পর্যন্ত মারেন। তার পর নিজেই নিজের দোকান ভাঙচুর করে নাটক করে লাইভ করা শুরু করে দেন।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘এগুলো শুধু সহানুভূতি আদায়ের জন্য এবং বিজেপির বদনাম করার জন্য করা হচ্ছে।’’ তিনি এও অভিযোগ করেন, করোনা আবহে অক্সিজেন সরবরাহ করার নাম করে প্রচুর টাকা নেওয়ার অভিযোগ ওঠে ওই তৃণমূল নেতার নামে। কিন্তু তুষারের মাথায় বড় বড় তৃণমূল নেতার হাত থাকায় পুলিশ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বিজেপি নেতা বলেন, ‘‘যে ভাষায় বিধায়ককে উনি আক্রমণ করেছেন, সেটা কোনও ভদ্রলোকের মুখের ভাষা হতে পারে না। আমরা বিধায়কের গায়ে হাত দেওয়া ও গালিগালাজ করার জন্য ওঁর নামে থানায় লিখিত অভিযোগ করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC BJP MLA purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE