Advertisement
২২ মে ২০২৪
দাবি যান নিয়ন্ত্রণের

দুর্ঘটনায় অবরুদ্ধ জাতীয় সড়ক

পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ির ধাক্কা লেগে রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা একটি মোটরবাইক এবং কিছু সাইকেল পড়ে আহত হয়েছিলেন দুই বালক-সহ চার জন। প্রতিবাদে জাতীয় সড়়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

রানিগ্রাম-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে চলছে অবরোধ। মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র।

রানিগ্রাম-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে চলছে অবরোধ। মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নলহাটি শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৮
Share: Save:

পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ির ধাক্কা লেগে রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা একটি মোটরবাইক এবং কিছু সাইকেল পড়ে আহত হয়েছিলেন দুই বালক-সহ চার জন। প্রতিবাদে জাতীয় সড়়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে নলহাটি থানার পালোয়ান বাবা পীরতলা এলাকার কাছের ঘটনা। পুলিশের দাবি, গাড়িটি থানার কাজে মাঝে মধ্যে ব্যবহার করা হয়। সেটি পুলিশের নিজস্ব গাড়ি নয়। মেরামতির জন্য নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে বাহিনী নিয়ে সেখানে যান রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক কমল বৈরাগ্য এবং সার্কল ইন্সপেক্টর (মুরারই) রাজকুমার মালাকার। ঘটনাস্থলে পৌঁছন এসডিপিও (রামপুরহাট)। বিডিও (নলহাটি ১) কিংশুক রায়, নলহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান ইমাম হোসেনও খবর পেয়ে এলাকায় যান। আলোচনার মাধ্যমে অবরোধ তুলে নিলেও গাড়ি-সহ চালককে দুপুর পর্যন্ত ক্ষুব্ধ জনতা আটক করে রাখে। তাঁদের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানান অবরোধকারীরা।

জখম হন দুই বালক-সহ চার জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই চার জনের বাড়ি নলহাটির চামটিবাগান এলাকায়। তাঁদের মধ্যে তিন জনের চিকিৎসা চলছে রামপুরহাট হাসপাতালে। এক জনকে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ দিন রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক কিরণ শেখ বলেন, ‘‘ইদুজ্জোহার নামাজের আধ ঘণ্টা আগে গ্রামের সবাই জড়ো হচ্ছিলাম। হঠাৎ গাড়িটি এসে বাইকে ধাক্কা মারে।’’ এ দিন নলহাটি থানার পুলিশ দাবি করেছে, রাস্তায় এক মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Road blocked
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE