Advertisement
২১ মে ২০২৪

ফের হাজিরা মনোজের

আর্থিক প্রতারণা মামলায় ফের সিউড়ি আদালতে হাজিরা দিলেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন এবং মনোজ নেগেল। সোমবার সিউড়ির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট নিরুপম করের এজলাসে হাজিরা দেন তাঁরা। মনোজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অলিভা রায়ের এজলাসেও হাজিরা দেন।

সিউড়ি আদালতে। —নিজস্ব চিত্র

সিউড়ি আদালতে। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদাতা
সিউড়ি শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৬ ০০:৩৫
Share: Save:

আর্থিক প্রতারণা মামলায় ফের সিউড়ি আদালতে হাজিরা দিলেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন এবং মনোজ নেগেল। সোমবার সিউড়ির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট নিরুপম করের এজলাসে হাজিরা দেন তাঁরা। মনোজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অলিভা রায়ের এজলাসেও হাজিরা দেন। সরকারি আইনজীবী কুন্তল চট্টোপাধ্যায় জানান, বিচারক অভিযুক্তদের আগামি ৮ অগস্ট ফের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

ঘটনা হল, ব্যক্তিগত কাজে দুর্গাপুর আদালতে উপস্থিত থাকায় গত ১১ জুলাই নির্ধারিত হাজিরার দিন সিউড়ি আদালতে উপস্থিত হননি মনোজ। তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি হলে গত ১৩ জুলাই মনোজ সিউড়ি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক মনোজকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জামিন না পাওয়ার হতাশা থেকে তার পরেই হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মনোজ। সে দিনই তাঁকে সিউড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। দু’দিন পরেই অভিযুক্তের আইনজীবী চঞ্চল সেনের আবেদনের ভিত্তিতে জামিন পান মনোজ। এ দিন আদালত চত্বরে মনোজ বলেন, ‘‘আমার বিরুদ্ধে রাজ্যের মোট ২৩টি আদালতে ৪৪টি মামলা চলছে। এখন জামিনে থাকলেও মামলা চলানো, এমনকী আদালত থেকে আদালতে যাওয়ার খরচটুকুও আমার কাছে নেই। তাই সে দিন প্রবল হতাশা থেকেই ওই কাজ করে ফেলেছিলাম।’’

আইনজীবীরা জানিয়েছেন, সারদা কেলেঙ্কারি সামনে আসার পরে বীরভূমের সিউড়ি, রাজনগর ও সাঁইথিয়া থানায় সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় এবং মনোজ নাগেলের বিরুদ্ধে তিনটি পৃথক আর্থিক প্রতারণার মামলা দায়ের হয়েছিল। এ জেলার সব ক’টি মামলায় অভিযুক্তেরা জামিন পেলেও বন্ডের দরুণ নির্ধারিত টাকা দিতে না পারায় একের পর এক দিন আদালতে হাজিরা দিতে হচ্ছে। এ দিনের হাজিরা সেই কারণেই। আলিপুর সংশোধনাগার থেকে সিউড়ি আদালতে সুদীপ্তকে আনা হলেও এ দিন হাজির হননি দেবযানীদেবী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sarada manoj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE