Advertisement
১৭ জুন ২০২৪

ইন্দাসের হামলায় ধৃত আরও দুই তৃণমূলকর্মী

টিএমসিপি নেতা শেখ হামিদের উপর হামলার ঘটনায় ইন্দাস থেকে আরও দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম শেখ মেহের ও পরিমল মুর্মু। তাদের বাড়ি ইন্দাসের শাকরুল গ্রামে। বুধবার রাতে আকুই এলাকা থেকেই ওই দুই তৃণমূল কর্মীকে ধরা হয়েছে বলে পুলিশের দাবি। এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

নিজস্ব সংবাদদাতা
ইন্দাস শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ০২:৩২
Share: Save:

টিএমসিপি নেতা শেখ হামিদের উপর হামলার ঘটনায় ইন্দাস থেকে আরও দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম শেখ মেহের ও পরিমল মুর্মু। তাদের বাড়ি ইন্দাসের শাকরুল গ্রামে। বুধবার রাতে আকুই এলাকা থেকেই ওই দুই তৃণমূল কর্মীকে ধরা হয়েছে বলে পুলিশের দাবি। এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃত দু’জনকে বৃহস্পতিবার বিষ্ণুপুর আদালতে হাজির করানো হয়। ধৃতেরা সকলেই ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি রবিউল হোসেনের অনুগামী বলে পরিচিত। তাঁর সঙ্গেই হামিদের বিরোধ। গত ১৮ জুন ইন্দাস স্টেশনে হামিদের উপর হামলা হয়। এখন তিনি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। যদিও এই হামলার পিছনে তাঁর কোন ভূমিকা নেই বলে বারবারই দাবি করেছেন তৃণমূল নেতা রবিউল হোসেন। ধৃতদের নিজের অনুগামী বলে মানতে অস্বীকার করে রবিউল হোসেন বৃহস্পতিবারপাল্টা দাবি করেছেন, “হামিদের বিরুদ্ধে আমি কেন চক্রান্ত করতে যাব? তবে হামিদ বেশ কিছুদিন ধরেই এলাকায় দলের বহু কর্মীকে নানা ভাবে হুমকি, শাসানি দিচ্ছিল। এটা তারই প্রতিফলন হতে পারে। না হলে কেউ চক্রান্ত করে আমাকে বদনাম করার জন্য এ সব করেছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trinamool Indas BJP police congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE