Advertisement
১৪ জুন ২০২৪

পাড়ুইয়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল

দলীয় কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা, লুটপাট এবং নেতা কর্মীদেরকে আক্রমণের প্রতিবাদে, রবিবার বিকেলে পাড়ুই থানার দেবগ্রাম বাজার এলাকায় পুলিশ পাহারায় প্রতিবাদ মিছিল ও পথসভা করল শাসকদল তৃণমূল।

দেবগ্রাম বাজারে তৃণমূলের মিছিল। —নিজস্ব চিত্র

দেবগ্রাম বাজারে তৃণমূলের মিছিল। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পাড়ুই শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৫ ০১:০৪
Share: Save:

দলীয় কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা, লুটপাট এবং নেতা কর্মীদেরকে আক্রমণের প্রতিবাদে, রবিবার বিকেলে পাড়ুই থানার দেবগ্রাম বাজার এলাকায় পুলিশ পাহারায় প্রতিবাদ মিছিল ও পথসভা করল শাসকদল তৃণমূল।

প্রসঙ্গত, শুক্রবার নিজের গ্রাম মহুলারা থেকে দেবগ্রাম দলীয় কাজে আসার পথে আক্রান্ত হন সাত্তোর অঞ্চলের তৃণমূল সহ-সভাপতি দুলাল শেখ। শনিবার আক্রান্ত নেতার গ্রাম লাগোয়া পলশা গ্রামে তৃণমূল এবং বিজেপির মধ্যে বোমাবাজি এবং লুঠপাটে ঘটনার অভিযোগ ওঠে। দু’পক্ষেরই বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। এই মর্মে পরস্পরের বিরুদ্ধে লিখিত অভিযোগও জানায় পাড়ুই থানায়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ দিন পাড়ুইয়ের দেবগ্রাম বাজারে মিছিল করেন তৃণমূলের সাত্তোর অঞ্চল সম্পাদক শেখ মুস্তফা, পাড়ুই থানা কমিটির সভাপতি মুস্তাক হোসেন। তাঁদের নেতৃত্বে আশেপাশের তৃণমূল নেতা-কর্মী এবং সমর্থকেরা এ দিনের মিছিলটি করেন। একটি পথসভাও করে তৃণমূলের পাড়ুই থানা কমিটি। সন্ধ্যায় ওই পথ সভায় যোগ দেন রাজ্যের মত্‌স্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তাঁর দাবি, “পাড়ুই এলাকার সমাজবিরোধী, দুষ্কৃতীদের দলে আশ্রয় দিয়েছে বিজেপি। আগে ওই দুষ্কৃতীরা সিপিএমের হয়ে কাজ করত। এখন বিজেপি তাদের দিয়ে, এলাকায় অশান্তি করছে।” অবিলম্বে তিনি এলাকায় শান্তির বাতাবরণ ফেরানোর জন্য সকল স্তরের মানুষের কাছে আর্জি জানান। পাশাপাশি নিজের দলের কর্মী-সমর্থকদের তিনি কোনও রকমের প্ররোচনায় পা না দেওয়ার আর্জি জানান।

বিজেপি যদিও ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে। উল্টে পাড়ুই এলাকায় অশান্তির জন্য জেলা বিজেপি নেতৃত্ব শাসকদল তৃণমূলকেই দায়ী করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

parui tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE