সহাস্যে। বৃহস্পতিবার মাড়গ্রামে তোলা নিজস্ব চিত্র।
ফের পরিবর্তনের দাবি। তবে এ বার ‘পরিবর্তনের পরিবর্তন’!
বৃহস্পতিবার এই ডাক দিয়েই মাড়গ্রামের হাঁড়িপাড়ার সভা করল বিজেপি। ওই সভা ঘিরে অবশ্য স্থানীয় বিজেপির নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। ঘটনা হল, স্থানীয় নেতৃত্ব এবং বিজেপির রামপুরহাট ২ মণ্ডল নেতৃত্বকে সভা নিয়ে কিছু জানান হয়নি বলে অভিযোগ। সভার দায়িত্ব প্রাপ্ত নেত্রী রূপা মণ্ডল অবশ্য বলেন, “ব্লক নেতৃত্বকে জানান হয়েছিল, কিন্তু তাঁরা কেন আসেননি সেটা তাঁরা জবাব দেবেন।”
এ দিনের ওই সভা ঘিরে দেখা যায়, সভার মাঝপথে বিজেপি-র জেলা সভাপতি দুধ কুমার মণ্ডল বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উপস্থিত হন। বিজেপি-র সংখ্যালগু মোর্চার রাজ্য সভাপতি শাকিল আনসারি বক্তব্য রাখার পর দুধ কুমার মণ্ডল শাকিল আনসারিকে নিয়ে চলে যান। মঞ্চে তখনও জয় বন্দ্যোপাধ্যায়। বিজেপি-র বীরভূম জেলা পর্যবেক্ষক রামকৃষ্ণ পাল, রামপুরহাট অবজার্ভার সত্যেন দাস, প্রাক্তন জেলা সভাপতি তাপস মুখোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
এ দিনের সভামঞ্চ ‘পরিবর্তনের পরিবর্তন’ উল্লেখ করে বড় ব্যানার সকলের নজর কাড়ে। বক্তব্য রাখতে গিয়ে সকলেই আগামী ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-কে রাজ্যের ক্ষমতায় নিয়ে আসার ডাক দেন। জয় বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে রাজ্যের পুলিশের পক্ষপাতমূলক আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “লোকসভা নির্বাচনে হাঁসন কেন্দ্রের মানুষ আমাকে সব থেকে কম ভোট দিয়েছেন। তবুও আমি আশাবাদী, আগামী দিনে এখানকার মানুষ সেই ভুল করবেন না।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy