Advertisement
১৪ জুন ২০২৪
RSP

বাম আন্দোলন তীব্র করার ডাক আরএসপি-র

আরএসপি-র কলকাতা জেলা সম্পাদক হিসেবে ফের নির্বাচিত হয়েছেন দেবাশিস মুখোপাধ্যায়, গঠিত হয়েছে ৫১ জনের জেলা কমিটি।

বাম ঐক্য এবং আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান।

বাম ঐক্য এবং আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ০৭:০০
Share: Save:

বিজেপি ও তৃণমূল কংগ্রেসের ‘জনবিরোধী নীতি’র বিরুদ্ধে বাম ঐক্য এবং আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান উঠে এল আরএসপি-র কলকাতা জেলা সম্মেলনে। দু’দিনের সম্মেলনে দেশব্যাপী ধর্মীয় সন্ত্রাস, সঙ্ঘ পরিবারের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ও নারী নির্যাতনের প্রতিরোধে বাম ও গণতান্ত্রিক আন্দোলন তীব্র করার লক্ষ্যে প্রস্তাব গৃহীত হয়েছে। আরএসপি-র কলকাতা জেলা সম্পাদক হিসেবে ফের নির্বাচিত হয়েছেন দেবাশিস মুখোপাধ্যায়, গঠিত হয়েছে ৫১ জনের জেলা কমিটি। লোকায়ত সভাগৃহে (ক্রান্তি প্রেস) সম্মেলনের উদ্বোধন করে আরএসপি-র কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক ঘোষ বলেন, রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতে রাজ্যে অন্যায়, দুর্নীতি বেড়েই চলেছে। জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির পর্যালোচনা করেন দলের সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RSP Protest Left
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE