Advertisement
১৮ মে ২০২৪

সুরাহা হয়নি বেতনের, অভিযোগ শিক্ষকদের

পৃথাদেবী জানান, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের শুধু গ্রেড পে নয়, সেই সঙ্গে পে-ব্যান্ডেরও পরিবর্তন হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৯
Share: Save:

প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের বেতন বৃদ্ধি নিয়ে রাজ্য সরকার কয়েক মাস আগে নতুন বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু তাদের বেতনবৈষম্য আদৌ দূর হয়নি বলে বুধবার অভিযোগ করল উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার এক সাংবাদিক বৈঠকে ওই সংগঠনের সম্পাদিকা পৃথা বিশ্বাস বলেন, ‘‘প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির সরকারি বিজ্ঞপ্তির যে-ব্যাখ্যা শিক্ষা দফতর দিচ্ছে,

তাতে দেখতে পাচ্ছি, বেতনবৈষম্য থেকেই যাচ্ছে। সব থেকে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন প্রাথমিকের পুরনো শিক্ষক-শিক্ষিকারা। এই বৈষম্য দূর না-হলে বিক্ষোভ-কর্মসূচি নিয়ে আবার রাস্তায় নামব।’’

পৃথাদেবী জানান, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের শুধু গ্রেড পে নয়, সেই সঙ্গে পে-ব্যান্ডেরও পরিবর্তন হয়েছে। ওই বিজ্ঞপ্তির ব্যাখ্যায় তা স্বীকারও করে নিয়েছে রাজ্য সরকার। কিন্তু বাস্তবে প্রাথমিকের অনেক পুরনো শিক্ষক-শিক্ষিকার বেসিকে গ্রেড পে বেড়েছে মাত্র ৩০০ টাকা! পৃথাদেবীর বক্তব্য, এই নতুন গ্রেড পে-তে উপকৃত হয়েছেন নতুন নিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু পুরনো শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবির সুরাহা হয়নি। এই বিষয়ে বক্তব্য জানতে ফোন করা হলেও শিক্ষামন্ত্রীকে পাওয়া যায়নি। এসএমএসেরও উত্তর মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Education Pay Commission Teachers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE