Advertisement
০২ মে ২০২৪
Teesta Flood

সিকিমে আরও একটি হ্রদে ভাঙন? জলপাইগুড়িতে জারি সতর্কতা, সরানো হচ্ছে তিস্তাপারের বাসিন্দাদের

জরুরিকালীন পরিস্থিতিতে মহানন্দা অভয়ারণ্য সংলগ্ন তিস্তার লালটং বস্তি-সহ গজলডোবার নিম্ন অববাহিকার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ২৩:২২
Share: Save:

সিকিম ও পশ্চিমবঙ্গে তিস্তা নদী সংলগ্ন এলাকায় ফের সতর্কতা জারি হল। জরুরিকালীন পরিস্থিতিতে মহানন্দা অভয়ারণ্য সংলগ্ন তিস্তার লালটং বস্তি-সহ গজলডোবার নিম্ন অববাহিকার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এলাকাগুলিতে মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফে। জেলা প্রশাসন সূত্রে খবর, সব দফতরকেই তৈরি থাকতে বলা হয়েছে। তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।

সিকিমের স্থানীয় সূত্রে দাবি, উত্তর সিকিমের লাচেনের উপরে থাঙ্গু উপত্যকা থেকে ১২ কিলোমিটার উপরে সাকচু হ্রদের আশপাশের এলাকায় আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটেছে। দিনের আলোয় স্যাটেলাইটের ছবি দেখে তা সকালের দিকেই জানিয়ে দেওয়া হয়েছিল সিকিম প্রশাসনকে। কিন্তু সন্ধ্যার পর পরিস্থিতি কী দাঁড়িয়েছে, তা বোঝা সম্ভব হচ্ছে না। কারণ, কোনও স্যাটেলাইট ছবি পাওয়া যাচ্ছে না। যদিও এ ব্যাপারে সিকিম সরকারের পক্ষ থেকে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে সিকিমের আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর সিকিমের চুংথাংয়েও তিস্তায় জলস্তর এখনও নামেনি।

রাজ্যের ইকো ট্যুরিজম দফতরের চেয়ারম্যান রাজ বসু বলেন, ‘‘যদি হ্রদ ভাঙত, তা হলে এত ক্ষণে তিস্তার জলস্তর অনেক বেড়ে যেত। সরকারি ভাবে লেক বার্স্টের কথা জানানো হয়নি। ভুয়ো খবর ঘুরছে বিভিন্ন জায়গায়। যে হেতু বৃষ্টির সতর্কতা জারি হয়েছে, সেই কারণেই হয়তো তিস্তার বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Teesta River sikkim flood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE