Advertisement
১৯ মে ২০২৪
Subrata Mukherjee

Subrata Mukherjee Death: সুব্রতর কথাবার্তা আলাদা ধাঁচের ছিল, বললেন বিমান বসু

দলমত নির্বিশেষে সুব্রতকে স্মরণ করেন বাম-কংগ্রেস নেতারা। সিপিএমের অশোক ভট্টাচার্য, বিকাশ ভট্টাচার্য এবং রবীন দেবের মতো নেতা স্মৃতিচারণ করেন।

মুখোমুখি: বিমান এবং সুব্রত।

মুখোমুখি: বিমান এবং সুব্রত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ১১:২৮
Share: Save:

আদর্শের দিক থেকে তাঁরা ভিন্ন মেরুর। কিন্তু সুব্রত মুখোপাধ্যায়কে অন্য ঘরানার নেতা হিসেবে স্মরণ করলেন বিমান বসু। বামফ্রন্টের চেয়ারম্যান বললেন, ‘‘সুব্রত মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন। ওঁর যোগাযোগ রাখার ধরন ছিল আলাদা ঘরানার।’’

বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী এবং তৃণমূল নেতা সুব্রতর। সুব্রতর মৃত্যুর পর দলমত নির্বিশেষে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করে করেন বাম এবং কংগ্রেস নেতারা। সিপিএমের অশোক ভট্টাচার্য, বিকাশ ভট্টাচার্য এবং রবীন দেবের মতো নেতা স্মৃতিচারণ করেন। পরে বিমান বলেন, ‘‘বঙ্গবাসী কলেজে পড়ার সময় থেকেই ওঁকে চিনি। কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতিতে এসেছিলেন সুব্রত। ওঁর বাবা ছিলেন শিক্ষক। ওঁরা বজবজে থাকতেন। তখন থেকেই পরিচয়।’’

রাজনীতিক সুব্রতকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বিমান বলেন, ‘‘ওঁর কথাবার্তা আলাদা ধাঁচের ছিল। কংগ্রেস ঘরানা এবং তারপর তৃণমূল কংগ্রেসে গেলেও সকলের সঙ্গে সম্পর্ক রাখতেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Subrata Mukherjee TMC Biman Bose CPM Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE