Advertisement
১৯ মে ২০২৪

কঠিন সময়ে কঠিন চ্যালেঞ্জ: সূর্যকান্ত

সংবাদমাধ্যমে শুধু বিজেপি আর তৃণমূল!

সূর্যকান্ত মিশ্র। ফাইল চিত্র।

সূর্যকান্ত মিশ্র। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ০৪:০৩
Share: Save:

বৃষ্টি মাথায় নিয়ে প্রায় হাঁটু-জল ভেঙে ধর্মতলা থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিল হল নাগরিকপঞ্জির নামে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে।

তার পরে মহাজাতি সদনের তিনটি তলা ভর্তি হয়ে মেঝেতেও লোক! সেই ভিড়ের উদ্দেশেই রবিবার মুজফ্‌ফর আহমেদের ১৩০তম জন্মদিন পালনের মঞ্চ থেকে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বললেন, ‘‘দেখবেন, সংবাদমাধ্যমে শুধু বিজেপি আর তৃণমূল! এই রকম ধারণাও নির্মাণ করা হচ্ছে যে, তৃণমূল আর বিজেপিই একে অপরের বিকল্প।’’

এই ধারণার মোকাবিলা করাই কঠিন সময়ে কঠিন চ্যালেঞ্জ, বলেন তিনি। নাগরিকপঞ্জি তৈরির আগে গণশুনানির সময়ে তৃণমূল সাংসদেরা যে অসমে যাননি, সেই প্রসঙ্গ এনে মহম্মদ সেলিমের মন্তব্য, ‘‘বাংলায় গণতন্ত্রের সমাধি রচনা করে অসমে মানবাধিকারের মোমবাতি জ্বালাবেন, এটা হয় না!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE