সীতারাম ইয়েচুরি।
দু’দিন আগে কংগ্রেস সভাপতির দায়িত্ব নিয়েছেন রাহুল গাঁধী। দেশ জুড়ে চর্চা চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প হিসাবে তিনিই বিরোধী রাজনৈতিক দলগুলিকে বিজেপি বিরোধিতায় ঐক্যবদ্ধ করবেন। এমনই সময়ে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দাবি করলেন, ‘‘দেশে এখন বিকল্প নীতি দরকার। বিকল্প নেতা নয়।’’ তাঁর ব্যাখ্যা, গুজরাতের ফল এটাই দেখাচ্ছে। সেখানে মোদীর বিরুদ্ধে অসন্তোষ থাকলেও ভোটে বদল হল না। কারণ সাম্প্রদায়িকতার নীতিকে কাজে লাগিয়ে বিজেপি ভোট পেল। এসএফআইয়ের রাজ্য সম্মেলন উপলক্ষে সোমবার বার্নপুরে বারি ময়দানে প্রকাশ্য সমাবেশে এই মন্তব্য করেন ইয়েচুরি।
কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, তারা গত তিন বছরে বড়লোকদের ১১ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করেছে। কিন্তু কৃষকদের ঋণ মকুব হয়নি। ফলে গত দেশ জুড়ে ৬০ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। নোট বাতিলের ফলে দুর্নীতি তো বন্ধ হয়ইনি, উল্টে ২০০০ টাকা বাজারে আসায় তা দ্বিগুণ হয়েছে। কার্ডে লেনদেনে সুবিধা পেয়েছে বিদেশি কোম্পানি। পাশাপাশি, পশ্চিমবঙ্গ নিয়ে ইয়েচুরির বিশ্লেষণ— এখানে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে দু’টি পৃথক সম্প্রদায়ের উগ্রবাদীদের উৎসাহ দেওয়ার প্রতিযোগিতা চলছে। এই প্রেক্ষিতেই ইয়েচুরির বক্তব্য, ‘‘এই জন্যই আমরা বলছি, রাজনীতিতে নীতির বিকল্প দরকার। নেতার বিকল্প নয়। নীতির বিকল্প আমরাই বানাতে পারি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy