Advertisement
১৮ মে ২০২৪
Health Depertment

Health: স্বাস্থ্যে সাড়ে ১১ হাজার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

চিকিৎসক, নার্স পদে যেমন নিয়োগ হবে তেমনি আবার মহামারি বিশেষজ্ঞ, করণিক, ল্যাব টেকনিশিয়ান, সাফাইকর্মী পদেও কর্মী নেওয়া হবে।

সর্বত্র উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রাজ্যের।

সর্বত্র উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রাজ্যের। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ০৫:২১
Share: Save:

ব্লক থেকে শহর, সর্বত্র প্রাথমিক স্তরেও উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে রাজ্য সরকারের। সেই মতো স্বাস্থ্য পরিষেবায় সাড়ে ১১ হাজারের কিছু বেশি পদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে নিয়োগ সংক্রান্ত সেই নির্দেশিকা জারি হয়েছে। তাতে জানানো হয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনে স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ অনুযায়ী এই নিয়োগ করা হচ্ছে। শুধু তাই নয়, নির্দেশিকায় বলা হয়েছে, মোট ১১ হাজার ৫২১টি পদে নিয়োগ হবে। তাতে যেমন চিকিৎসক, নার্স পদে নিয়োগ হবে তেমনি আবার মহামারি বিশেষজ্ঞ, করণিক, ল্যাব টেকনিশিয়ান, সাফাইকর্মী পদেও কর্মী নেওয়া হবে। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্তরে ১৭১০ জন, শহরতলির হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে ৭৪৩৫ জন, শহরতলির পলিক্লিনিকে ২৩৭৬ জন নিয়োগ হবে। এক স্বাস্থ্য কর্তার কথায়, “কোন কেন্দ্রে কোন পদে কত জন, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ওই ১১ হাজার ৫২১ জনের মধ্যে চিকিৎসক পদ রয়েছে ২৬৭৫টি। নার্সের পদ রয়েছে ১৭৮৪টি, মহামারি বিশেষজ্ঞের পদ রয়েছে ৩৪২ জন, ল্যাব টেকনিশিয়ান ৬৮৪ জন, করণিক ৩২৭১ জন, সাফাই কর্মী ২৯৭ জন এবং ব্লক ডেটা ম্যানেজার, এএনএম কর্মী, কাউন্সেলর-সহ অন্যান্য পদে নিয়োগ হবে।

কয়েক দিন আগেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য ব্যবস্থায় চুক্তি ভিত্তিতে প্রায় ১২ হাজার পদে নিয়োগের সিদ্ধান্ত হয়। তারপরে এ দিন এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হল। জানা গিয়েছে, জাতীয় স্বাস্থ্য মিশনের বেঁধে দেওয়া রেট অনুযায়ী, সমস্ত পদের কর্মীরা বেতন পাবেন। স্বাস্থ্য শিবিরের মতে, রাজ্যের প্রতিটি স্তরে এখন নন-কমিউনিকেবল ডিজ়িজ়ের চিকিৎসায় জোর দেওয়া হচ্ছে। গুরুত্ব বাড়ানো হচ্ছে টেলিমেডিসিন চিকিৎসা ব্যবস্থাতেও। সেই দিক থেকেই ব্লক স্তর, শহরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, পলিক্লিনিকে চিকিৎসা পরিষেবা সুষ্ঠু ভাবে চালানোয় জোর দিতে কর্মী নিয়োগের এই পরিকল্পনা করা হয়েছে বলে সরকারি সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE