Advertisement
০১ মে ২০২৪
TMC and Left Alliance

বিজেপির হাত থেকে আসন ছিনিয়ে নিতে তৃণমূল এবং সিপিএমের জোট, নির্দলকে সমর্থন কোলাঘাটের গ্রামে

কোলাঘাট-২ গ্রাম পঞ্চায়েতের বোরোডাঙি গ্রামের ৯৬ নম্বর বুথে গত বার জিতেছিলেন বিজেপি প্রার্থী। বিজেপিকে হারাতে এ বার ওই বুথে বাম এবং তৃণমূল জোট বেঁধে নেমেছে লড়াইয়ে।

TMC and CPM make alliance in Kolaghat against BJP

(বাঁ দিকে) বিজেপি প্রার্থী মিতা পাল। তৃণমূল ও বাম সমর্থিত নির্দল প্রার্থী অনিন্দিতা পাল (ডান দিকে )। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কোলাঘাট শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ১৪:৫৮
Share: Save:

তৃণমূলের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে এর আগে সিপিএম এবং বিজেপি জোট করে লড়েছিল পূর্ব মেদিনীপুরের বিভিন্ন সমবায় নির্বাচনে। এ বার বিজেপিকে রুখতে তৃণমূল এবং সিপিএম একজোট হয়ে প্রার্থী দিয়েছে কোলাঘাট পঞ্চায়েতে। ঘটনাচক্রে, শুক্রবার বিহারের পটনায় বিজেপি বিরোধী জোটের বৈঠক হয়েছে। সেই বৈঠকে তৃণমূলের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছে সিপিএমকে। যদিও কোলাঘাটের এই সমীকরণ তার অনেক আগেই তৈরি হয়ে গিয়েছিল। এবং পঞ্চায়েতে এমন রাজনৈতিক সমীকরণে অনেক জায়গাতেই অতীতে ভোট হয়েছে।

কোলাঘাট-২ গ্রাম পঞ্চায়েতের বোরোডাঙি গ্রামের ৯৬ নম্বর বুথে গত বার জিতেছিলেন বিজেপি প্রার্থী। বিজেপিকে হারাতে এ বার ওই বুথে বাম এবং তৃণমূল জোট বেঁধে নেমেছে লড়াইয়ে। দুই শিবির মিলিত হয়ে ওই কেন্দ্রে প্রার্থী দিয়েছে। নির্দল হিসাবে লড়াই করছেন ওই জোটের প্রার্থী। সেই নির্দল প্রার্থী অনিন্দিতা পাল বলেন, ‘‘সিপিএম এবং তৃণমূলের মহাজোটের নির্দল প্রার্থী আমি। গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমাদের লড়াই।’’তাঁর কথায়, ‘‘আমাদের মূল প্রতিপক্ষ বিজেপি। আমরা জিতে গেলে গ্রামে পানীয় জলের উপযুক্ত ব্যবস্থা করার পরিকল্পনা আছে। এখানে পানীয় জলের সমস্যা দীর্ঘ দিনের। ভোটে জিতলে আমাদের প্রথম কাজ এটাই হবে।’’ অনিন্দিতা আরও বলেন, ‘‘তৃণমূল এখানে প্রার্থী দেয়নি। সিপিএম এবং তৃণমূল সব পক্ষ আলোচনা করেই আমাকে নির্দল প্রার্থী হিসাবে আম চিহ্নে দাঁড় করিয়েছে। এখানে গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মহাজোট গড়েছি আমরা।’’

বোরোডাঙি গ্রামের সদ্য প্রাক্তন বিজেপির পঞ্চায়েত সদস্য সৌমিত্র পালের দাবি, তিনি যথেষ্ট কাজ করেছেন গত পাঁচ বছরে। তাঁর কথায়, ‘‘কোলাঘাট-২ গ্রাম পঞ্চায়েত এলাকা বিজেপির শক্ত ঘাঁটি। মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর এলাকা হলেও বিজেপিকে ধরাশায়ী করতে পারেনি তৃণমূল। গত ৫ বছরে আমরা মানুষের জন্য যথেষ্ট কাজ করেছি।’’

ওই বুথে অনিন্দিতার প্রতিদ্বন্দ্বী এ বার বিজেপি প্রার্থী মিতা পাল। তিনি বলেন, ‘‘এই আসনে এ বারও ভাল ভোটের ব্যবধানেই আমরা জিতব বলে আশা করছি। এখানে তৃণমূলের প্রতীকে কোনও প্রার্থী নেই। পরিবর্তে নির্দলে দাঁড়িয়েছে তৃণমূল এবং সিপিএমের জোট প্রার্থী। তবে এই জোটকে মানুষ কোনও ভাবেই মেনে নেবে না। এই বুথে আমাদের জয় অবশ্যম্ভাবী।’’

গ্রামের বিভিন্ন এলাকা ছেয়ে গিয়েছে তৃণমূল এবং বামের মহাজোটের ব্যানারে। সেই সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে তৃণমূল এবং সিপিএমের দলীয় পতাকাও। ভোট প্রচারে উপস্থিত থাকছেন তৃণমূল এবং সিপিএমের প্রতিনিধিরাও। এ নিয়ে কোলাঘাট ব্লকের তৃণমূল সভাপতি অসীম মাজির বক্তব্য, ‘‘এই বুথে তৃণমূলের প্রার্থী নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। বিষয়টি নিয়ে দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়। শেষ পর্যন্ত এই বুথে নির্দল প্রার্থীকে সমর্থন জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।’’ পঞ্চায়েতে একজোট হয়ে লড়লেও পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনে একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে সিপিএম এবং তৃণমূল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE