Advertisement
০১ নভেম্বর ২০২৪
Maldah

TMC Chaos: ‘উত্তরবঙ্গের শুভেন্দু হতে চলেছেন সাবিনা!’ মন্ত্রীকে তোপ তৃণমূলের ব্লক সভাপতির

সাবিনা বলেন, ‘‘আমার বিরুদ্ধে এক টাকা নয়ছয়ের অভিযোগ প্রমাণ করতে পারলে, ইস্তফা দেব। আমি শৃঙ্খলাবদ্ধ ভাবে দল করি। সেটা পছন্দ হচ্ছে না।’’

ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১৮:১০
Share: Save:

মালদহে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন এবং সেচ প্রতিমন্ত্রী তথা মালদহের মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে এলাকায় পড়ল পোস্টার। সাবিনার বিরুদ্ধে অভিযোগ ব্লক সভাপতি সুধীর দাসের। পাল্টা ব্লক সভাপতিকেই ‘দুর্নীতিগ্রস্ত’ বলে আক্রমণ করেছেন সাবিনা।

বিধায়ক বনাম ব্লক সভাপতি দ্বন্দ্বে সরগরম মোথাবাড়ি। বিধায়ক সাবিনার বিরুদ্ধে পোস্টার দেওয়ার অভিযোগ ব্লক সভাপতির বিরুদ্ধে। মঙ্গলবার কালিয়াচক ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সুধীর বলেন, ‘‘আগামী দিনে সাবিনা ‘উত্তরবঙ্গের শুভেন্দু অধিকারী’ হিসেবে চিহ্নিত হবেন। টাকা ছাড়া ওই মন্ত্রী কোনও কাজ করেন না। জেলা সভাপতি রহিম বক্সীকে বার বার অভিযোগ করে কোনও লাভ হয় নি।’’ তাঁর অভিযোগ, সাবিনার ‘হাতের পুতুল’ হয়ে কাজ করছেন জেলা সভাপতি। তাই মালদহে তৃণমূলকে বাঁচাতে তাঁরও অপসারণ দরকার। ব্লক সভাপতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সাবিনা। তিনি পাল্টা বলেন, ‘‘সম্প্রতি ব্লক কমিটি ওই ব্যক্তিকে শোকজ করেছে। তাই তিনি পদ বাঁচাতে আবোল তাবোল বলছেন। আমার বিরুদ্ধে এক টাকা নয়ছয়ের অভিযোগ প্রমাণ করতে পারলে, সঙ্গে সঙ্গে ইস্তফা দেব। আমি শৃঙ্খলাবদ্ধ ভাবে দল করি। সেটা অনেকের পছন্দ হচ্ছে না।’’ জেলা সভাপতি রহিম বক্সী বলেন, ‘‘সাবিনার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আগামী ৩০ এপ্রিল জেলা তৃণমূলের সাংগঠনিক সভা ডাকা হয়েছে। সেখানে এ বিষয়ে আলোচনা হবে।’’

অন্য বিষয়গুলি:

Maldah TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE