Advertisement
১৯ মে ২০২৪

বিধানসভায় আজ হুইপ তৃণমূলের

একে তো বাজেট-বিতর্কে বক্তা জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে শাসক দলকে। তার উপরে গত কয়েক দিন কিছু দফতরের বাজেট নিয়ে আলোচনার সময়ে সভায় শাসক ও বিরোধী, দু’পক্ষের বিধায়কদেরই উপস্থিতি ছিল নগণ্য। মন্ত্রীও ছিলেন হাতে গোনা।

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ০৩:৫১
Share: Save:

একে তো বাজেট-বিতর্কে বক্তা জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে শাসক দলকে। তার উপরে গত কয়েক দিন কিছু দফতরের বাজেট নিয়ে আলোচনার সময়ে সভায় শাসক ও বিরোধী, দু’পক্ষের বিধায়কদেরই উপস্থিতি ছিল নগণ্য। মন্ত্রীও ছিলেন হাতে গোনা। এই অবস্থায় আজ, সোমবার বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেটের দিন দলের বিধায়কদের উপস্থিত থাকার জন্য হুইপ জারি করলেন তৃণমূল পরিষদীয় নেতৃত্ব। স্বরাষ্ট্র বাজেট নিয়ে বিতর্কের পরে জবাবি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢাকায় জঙ্গি হানার পরে পশ্চিমবঙ্গের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় উঠতে পারে। এমন গুরুত্বপূর্ণ দিনে শাসক বেঞ্চে উপস্থিতির হার যাতে অস্বস্তির কারণ না হয়, তার জন্যই হুইপ জারি করেছেন সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষ। প্রসঙ্গত, বাজেট ছাড়াও রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ নিয়ে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা আব্দুল মান্নানের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Whip
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE