Advertisement
৩০ এপ্রিল ২০২৪
police

ভোটের ধাক্কায় ব্যাঘাত নয়া আইনের প্রশিক্ষণে

গত ডিসেম্বরে বিরোধীহীন সংসদের দু’কক্ষে আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্টের বদলে দণ্ড সংহিতা, ন্যায় সংহিতা এবং সাধ্য অধিগ্রক্ষণ আইন সংক্রান্ত বিল পাশ হয়।

—প্রতীকী ছবি।

শিবাজী দে সরকার
কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৪ ০৫:০৬
Share: Save:

ব্রিটিশ আমলের আইপিসি, সিআরপিসি বাতিল হয়ে আগামী ১ জুলাই থেকে চালু হচ্ছে নয়া আইন, ন্যায় সংহিতা এবং দণ্ড সংহিতা। পুরনো আইন থেকে নতুন আইনে কাজ করতে গেলে প্রশিক্ষণও দরকার পুলিশের। সেই মতো ধাপেধাপে প্রশিক্ষণ শুরু হয়েছিল। কিন্তু জুলাইয়ের আগে সেই পুরো প্রশিক্ষণ শেষ হবে কি না, তা নিয়েই পুলিশের অন্দরে প্রশ্ন উঠেছে। পুলিশকর্তাদের অনেকেই বলছে, প্রায় তিন মাস ধরে ভোটের পরে ৪ জুন ফলাফল ঘোষণা হবে। পুরো নির্বাচন প্রক্রিয়ায় পুলিশকর্মীদের প্রশিক্ষণ শিকেয় উঠবে। ফলাফল ঘোষণার পরেও নানা জায়গায় অশান্তির আশঙ্কায় বাহিনী রাখতে হবে। সব মিলিয়ে জুনের দ্বিতীয় সপ্তাহেও সে ভাবে প্রশিক্ষণ হবে না। শেষ ১৫ দিনে কত জন পুলিশকর্মীকে নতুন আইনের পাঠ দেওয়া যাবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় পড়েছেন পুলিশকর্তারা।

গত ডিসেম্বরে বিরোধীহীন সংসদের দু’কক্ষে আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্টের বদলে দণ্ড সংহিতা, ন্যায় সংহিতা এবং সাধ্য অধিগ্রক্ষণ আইন সংক্রান্ত বিল পাশ হয়। তাতে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ১ জুলাই ওই বিল আইন হিসেবে কার্যকর হবে।

পুলিশ সূত্রের খবর, বিভিন্ন জেলা এবং কমিশনারাটের প্রায় আশি জন পুলিশ আধিকারিককে তিনটি ব্যাচে ভাগ ওই নতুন আইনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ব্যারাকপুরের রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে। দুই দফায় ওই আধিকারিদের ওই নতুন আইনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বর্তমানে প্রথম দফায় দু’টি ব্যাচের ওই প্রশিক্ষণ শেষ হয়েছে। তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। রাজ্য পুলিশের এক কর্তা জানান, ওই আধিকারিকদের ‘মাস্টার ট্রেনার’ বলে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা নিজের জেলা বা কমিশনারেটে ফিরে গিয়ে সহকর্মীদের প্রশিক্ষণ দেবেন। ভোট মিটলে শেষ লগ্নে তড়িঘড়ি যত বেশি সংখ্যক পুলিশকর্মীকে ওই প্রশিক্ষণ দেওয়া যায় তার চেষ্টা চলছে বলেও ওই পুলিশকর্তার দাবি।

পুলিশ সূত্রের খবর, রাজ্য পুলিশ অ্যাকাডেমির প্রশিক্ষণ পর্বে নতুন আইনের সঙ্গে পুরোনো আইনের ফারাক নিয়ে আলোচনা হচ্ছে। দ্বিতীয় দফার প্রশিক্ষণে অপরাধের পর তদন্তে কী ভাবে কোনও কিছু বাজেয়াপ্ত করতে হলে তা ভিডিয়ো রেকর্ডিং করার নিয়ম থাকছে। সেই রেকর্ডিং কী ভাবে বিচারকের কাছে পাঠাতে হবে তাও শেখানো হচ্ছে। অনলাইনে অভিযোগ জানালেও মামলা রুজু করার কথা নতুন ফৌজদারি বিধিতে বলা হয়েছে। সেই সংক্রান্ত প্রযুক্তিগত বিষয়গুলিও শেখানো হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police West Bengal Crime IPCC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE