Advertisement
০৬ মে ২০২৪
DA Case

বেঞ্চ বদল, সুপ্রিম কোর্টে বুধবার রাজ্যের ডিএ মামলা শুনবেন দুই বাঙালি বিচারপতি

এত দিন মামলা ছিল বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে। বিচারপতি মাহেশ্বরীর জায়গায় মামলা শুনবেন বিচারপতি দত্ত। ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে।

সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলা শুনবে দুই বাঙালি বিচারপতির বেঞ্চ।

সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলা শুনবে দুই বাঙালি বিচারপতির বেঞ্চ। — ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১৯:৪৫
Share: Save:

বেঞ্চ বদল। সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ (মহার্ঘ ভাতা) মামলা শুনবেন দুই বাঙালি বিচারপতি। বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে গিয়েছে এই মামলা। এত দিন মামলা ছিল বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে। বিচারপতি মাহেশ্বরীর জায়গায় মামলা শুনবেন বিচারপতি দত্ত। বুধবার, ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে।

এর আগে বিচারপতি দত্ত কলকাতা হাই কোর্টে ছিলেন। পরে তিনি বম্বে হাই কোর্টে বদলি হয়ে যান। সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নেন। বিচারপতি রায় গুয়াহাটি হাই কোর্টে প্র্যাকটিস করতেন। পরে সেখানেই বিচারপতি নিযুক্ত হন।

ডিএ মামলা ঘিরে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল। তা পিছিয়ে দেওয়া হয়েছে। বুধবার ডিএ মামলার শুনানি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১৪ ডিসেম্বরের মধ্যে মামলার সব পক্ষকে নিজেদের সংক্ষিপ্ত যুক্তি লিখিত আকারে জমা দিতে হবে। ডিএ মামলায় হাই কোর্টের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, রাজ্যকে স্বস্তি দিয়ে তাদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার মামলার শুনানির উপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।

রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, কলকাতা হাই কোর্টের রায় মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে হলে খরচ হবে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা। প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের ডিএ-রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। ২০ মে কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, পরের তিন মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে। যার জেরে রাজ্যের সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ডিএ না-দেওয়ায় হাই কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও রাজ্য ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সেখানে এ বার মামলা শুনবে দুই বাঙালি বিচারপতির বেঞ্চ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

DA Case Supreme Court Justice
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE