সম্মান: সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে ২০১৭ সালের ‘সেরার সেরা’ বাঙালি-র পুরস্কার তুলে দিচ্ছেন শঙ্খ ঘোষ।
প্রায় ষাট বছর আগের কথা। ১৯৫৮ সালের ৯ অগস্ট বোতলে লেবেল মারার কাজও জোটেনি এই তরুণের। বেলেঘাটার কারখানায় মালিক তাচ্ছিল্যের সঙ্গে বলেছিলেন, ‘দেখুন ওই ঘরে।’
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনে সেটাই প্রথম শট! সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’।
কাট টু ২০১৭। ‘সেরার সেরা’ বাঙালি হিসেবে সম্মানিত সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর হাতে সম্মান তুলে দিলেন শঙ্খ ঘোষ।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় স্তরেও চালু হচ্ছে কন্যাশ্রী
এখানেই সেরার সেরা-র বটমলাইন। সৌমিত্র তো শুধু নায়ক নন। কখনও ‘নাম জীবন’, ‘রাজকুমার’-এর মতো নাটক, কখনও ‘এক্ষণ’ পত্রিকা সম্পাদনা। কখনও ‘পড়ে আছে চন্দনের চিতা’র মতো কবিতা। কবিই তাঁর হাতে তুলে দিতে পারেন যথার্থ সম্মান।
শঙ্খবাবুর বিখ্যাত এক বই ‘কবির অভিপ্রায়’। তাঁর উপস্থিতিতেই শনিবার পাঁচতারা হোটেল শুনল অভিনেতার অভিপ্রায়। ‘যত দিন দেহ চলবে, মন চলবে, আমি আপনাদের সেবা করে যাব।’
তারকারা: সেরা বাঙালির মঞ্চে (বাঁ দিক থেকে) কৌশিকী চক্রবর্তী, শ্রাবন্তী, জয়া এহসান, মাশরফি বিন মোর্তাজা, পি সি সরকার (জুনিয়র), অরূপ রাহা, অর্ঘ্য বসুরায়, কে ডি পাল, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, জয় গোস্বামী, সঞ্চালক সুমন দে, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তী।
তার একটু আগেই প্রাক্তন বায়ুসেনাপ্রধান অরূপ রাহার হাতে লাইফটাইম অ্যাচিভমেন্ট তুলে দিয়েছেন প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী। এক দিকে মঞ্চে স্থলবাহিনী ও বিমানবাহিনী একাকার। অন্য দিকে, সৌমিত্র কৃষ্ণনগরের ছেলে, অরূপবাবু বৈদ্যবাটী। সেরা বাঙালির অনুষ্ঠানে শহর-মফস্সল বিভাজন থাকে না।
রইল আর এক উজ্জ্বল মুহূর্ত। ঝুলন গোস্বামী সেরা বাঙালি খেলোয়াড়ের সম্মান তুলে দিলেন বাংলাদেশের ওয়ান ডে টিমের অধিনায়ক মাশরফি মোর্তাজার হাতে। এক দিকে দুই বাংলা একাকার, অন্য দিকে নারীর হাত থেকে কৃতিত্বের পুরস্কার গ্রহণ করল পুরুষ। সেরাদের অনুষ্ঠানে প্রতীকী ভাবেই টাল খেল বাঙালির পুরুষ-প্রভুত্ব। দুই বাংলার সুর বাজল এ বার অভিনয়েও। সেরা: জয়া এহসান।
এরই মাঝে জাদু! বিনোদনে সেরা বাঙালি: পি সি সরকার জুনিয়র। সাহিত্যে সেরা বাঙালি জয় গোস্বামীর হাতে সম্মান তুলে দিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ‘গোঁসাইবাগান’ আর ‘গোঁসাইবাগানের ভূত’ তখন একাকার।
বাণিজ্যে সেরা বিস্কফার্ম বিস্কুটের কেডি পাল। সেরা কলাশিল্পী: রামানন্দ বন্দ্যোপাধ্যায়। সঙ্গীতে কৌশিকী চক্রবর্তী। নাট্যকলায় সেরা সম্মান পেলেন ‘শোয়াইক গেল যুদ্ধে’ থেকে ‘মাধবমালঞ্চী কইন্যা’র রূপকার বিভাস চক্রবর্তী। অনুষ্ঠানে শুরু থেকেই ছড়িয়েছিল ঐতিহ্যের আমেজ। মোহন সিংহ দেশ আর সুরাট রাগের মিশ্রণে গাইছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের ‘পরিপূর্ণম্ আনন্দম্।’
বাঙালি জানে, মহর্ষির এ বারই দুশো বছর!
ছবি: বিশ্বনাথ বণিক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy