Advertisement
১১ জুন ২০২৪
weather

Weather Report: ভিলেন সেই পশ্চিমী ঝঞ্ঝা, আবার বাড়ছে তাপমাত্রা, মধ্য মাঘেও বৃষ্টির ভ্রূকুটি

প্রশ্ন হল, সরস্বতী পুজোতে বৃষ্টি হবে কি? আবহবিদদের একাংশ বলছেন, শুক্রবারই বৃষ্টির সম্ভাবনা বেশি। অনেকে শনিবার বৃষ্টি হবে মনে করছেন।

ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৫৬
Share: Save:

আরও কমল শীতের কামড়। মঙ্গলবার সকাল থেকেই মহামগরীর আকাশের মুখ ভার। সকালের দিকে রাজ্যের বিভিন্ন এলাকায় কুয়াশা দেখা গিয়েছে। মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। তবে এই তাপমাত্রা সোমবারের তুলনায় খানিকটা বেশি।

এ বারের শীতের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। একাধিক বার জাঁকিয়ে শীত পড়তে না পড়তেই পশ্চিমী ঝঞ্ঝার অনুপ্রবেশ তাতে জল ঢেলেছে। আবহবিদদের মতে, এ বারও তেমনই পরিস্থিতি হতে চলেছে। এর ফলে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। মঙ্গলবার সকাল থেকেই তার প্রভাব টের পাওয়া যাচ্ছে।
চলতি সপ্তাহেই কলকাতায় রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টিও। তবে সরস্বতী পুজোতেও (শনিবার) বৃষ্টি হবে কি না, সেই বিষয়ে দ্বিমত আছে আবহবিদদের মধ্যেই। আবহবিদদের একাংশ বলছেন, শুক্রবারেই বৃষ্টির সম্ভাবনা বেশি। অনেকে আবার শনিবার বৃষ্টি হবে মনে করছেন। এ থেকে একটা জিনিস পরিষ্কার, মধ্য মাঘেও বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গের। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই বইবে পুবালি হাওয়া। বসন্ত জাগ্রত হবে বাংলার দ্বারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

weather Winter Rain fall
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE