প্রতীকী ছবি।
করোনা মোকাবিলার প্রয়োজনে বেশ কিছু বেসরকারি হাসপাতালের শয্যা নিয়েছিল সরকার। এ বার ধাপে ধাপে সেই শয্যা ছাড়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। বৃহস্পতিবার এ বিষয়ে নির্দেশিকা জারি করেছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।
নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কম। হাসপাতালে করোনা রোগী ভর্তির হারও নিম্নমুখী। সেই পরিস্থিতি পর্যালোচনা করেই দার্জিলিঙের ১টি, হুগলির ২টি, হাওড়ার ২টি, মালদহের ১টি, উত্তর ২৪ পরগনার ৪টি, পশ্চিম মেদিনীপুরের ১টি, রামপুরহাটের ১টি ও কলকাতার ১টি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যা ফেরানোর সিদ্ধান্ত। তবে ওই ১৩টি হাসপাতালের সাধারণ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, এইচডিইউ-সহ মোট যতগুলি শয্যা নেওয়া হয়েছিল, তার সব ক’টি ফেরানো হচ্ছে তা নয়।
কতগুলি শয্যা এখনও সরকারের হাতে থাকছে, আর কতগুলি ছাড়া হচ্ছে তার তালিকাও দেওয়া হয়েছে। যে শয্যা ছাড়া হচ্ছে, সেগুলি নিজেদের কাজে ব্যবহার করতে পারবে ওই বেসরকারি হাসপাতাল। তবে জরুরি অবস্থায় তিন দিনের নোটিসে ফের তা নেওয়া হতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy