Advertisement
০১ নভেম্বর ২০২৪

পুরপ্রধানের নাম করে প্রতারণা

প্রতারকেরা তাঁর নাম ভাঁড়িয়ে এই কাজ করেছে। এরপরেই টিটাগড় থানায় অভিযোগ দায়ের করে সংস্থাটি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৮ ০৪:১৩
Share: Save:

ব্যারাকপুরের পুরপ্রধানের নাম ভাঁড়িয়ে সাড়ে ৩ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ উঠল। পুলিশ জানতে পেরেছে, দমদমের একটি নির্মাণ সংস্থার কাছে কয়েক দিন আগে একটি ফোন আসে। বলা হয়, ব্যারাকপুর পুর এলাকায় একটি পার্ক তৈরির বরাত পেতে সাড়ে ৩ লক্ষ টাকা দিতে হবে। পুরপ্রধানের নাম করে একজন কথাও বলে টেলিফোনে। বলা হয়, মহকুমাশাসকের অফিসে টাকা জমা দিয়ে ভাউচার দেওয়া হবে। বুধবার ওই অফিসে গিয়ে দু’জনের হাতে টাকা দেন সংস্থার কর্মীরা। তারপর আর পাত্তা মেলেনি ওই দু’জনের। পুরপ্রধানের সঙ্গেও দেখা করেন সংস্থার কর্মীরা। পুরপ্রধান উত্তম দাস জানিয়ে দেন, এ ভাবে কোনও কাজের বরাত দেওয়া হয় না। প্রতারকেরা তাঁর নাম ভাঁড়িয়ে এই কাজ করেছে। এরপরেই টিটাগড় থানায় অভিযোগ দায়ের করে সংস্থাটি।

অন্য বিষয়গুলি:

fraud case Fraud
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE