Advertisement
০১ জুন ২০২৪

পাচারে ‘পিছিয়ে’ রাজ্য

এক সপ্তাহ আগে রাজ্যসভায় ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)-র পরিসংখ্যান হাজির করে নারী ও শিশু পাচারে পশ্চিমবঙ্গের শীর্ষে বলে দাবি করেছিলেন মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী কৃষ্ণা রাজ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ০১:০৩
Share: Save:

এক সপ্তাহ আগে রাজ্যসভায় ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)-র পরিসংখ্যান হাজির করে নারী ও শিশু পাচারে পশ্চিমবঙ্গের শীর্ষে বলে দাবি করেছিলেন মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী কৃষ্ণা রাজ। দেখানো হয়েছিল, এ রাজ্য থেকে ২০১৫ সালে মহিলা পাচারের সংখ্যা ছিল ২০৬৪ এবং শিশুর সংখ্যা ১৭৯২।

শুক্রবার এনসিআরবি-র পরিসংখ্যানই তুলে ধরে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের শীর্ষমহল দাবি করল, নারী নির্যাতন থেকে শুরু করে নারী ও শিশু পাচারের নিরিখে পশ্চিমবঙ্গের স্থান কোনও মতেই শীর্ষে নয়। রাজ্য পুলিশ সূত্রে এনসিআরবি-র যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তাতে ২০১৫ সালে এ রাজ্য থেকে পাচার হওয়া মহিলার সংখ্যা ছিল ১২২০ ও শিশুর সংখ্যা ১১১৯। দেশের নিরিখে শিশু পাচারের ক্ষেত্রে এ রাজ্য দ্বিতীয় স্থানে থাকলেও মহিলা পাচারে প্রথম দিকে ছিল না পশ্চিমবঙ্গ। বরং মহিলা পাচারে প্রথম স্থানে নাম উঠে এসেছে অসমের।

এ দিন রাজ্য পুলিশের শীর্ষমহল এনসিআরবি-র রিপোর্টের ভিত্তিতে মহিলা ও শিশুদের উপরে হওয়া অন্য ধরনের অপরাধের তথ্যও তুলে ধরেছে। তাদের দাবি, ২০১৪ ও ২০১৫ সালে মহিলা অপহরণের সংখ্যায় এ রাজ্যের স্থান ছিল যথাক্রমে পঞ্চম এবং সপ্তম। ২০১৫-এ প্রথমে ছিল উত্তরপ্রদেশ। পাচারের ক্ষেত্রে ২০১৪ ও ২০১৫, দু’বছরই রাজ্য সপ্তমে ছিল।

দাবি অনুযায়ী, মহিলাদের মারধর কিংবা অপমানজমক ব্যবহারের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের স্থান তালিকার অনেক নীচে। মারধরের ক্ষেত্রে ২০১৪-এ পঞ্চম ও ২০১৫-এ ষষ্ঠ স্থানে ছিল রাজ্য। ২০১৫-এ মহারাষ্ট্র ছিল প্রথমে। তেমনই, মহিলাদের প্রতি অসম্মানজনক ব্যবহারেও রাজ্যের স্থান ছিল ২০১৪ সালে চতুর্থ এবং ২০১৫-এ পঞ্চম। অন্ধ্রপ্রদেশ ছিল প্রথম স্থানে। ধর্ষণের মতো অপরাধে এগিয়ে ছিল মধ্যপ্রদেশ। ২০১৪-এ পশ্চিমবঙ্গ ছিল সপ্তমে এবং ২০১৫ সালে নবম স্থানে।

রাজ্যের দাবি, পশ্চিমবঙ্গের জনসংখ্যা এ মুহূর্তে ৯ কোটির উপরে। ফলে জনসংখ্যার ভিত্তিতে ধরলে এনসিআরবি-র রিপোর্টে যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, তাতে এ ধরনের অপরাধের মাত্রা এ রাজ্যে যথেষ্ট কম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West bengal Human Trafficking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE